ETV Bharat / entertainment

Swastika Dutta: 'তোমার খোলা হাওয়া' নিয়ে ধারাবাহিকে ফিরছেন স্বস্তিকা - ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে স্বস্তিকা

আবারও ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত ৷ ‘কি করে বলব তোমায়’-এর পর ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকের তাঁকে পর্দায় দেখ যাবে ৷ এই পর্দায় তাঁর বিপরীতে জুটি বেঁধেছেন শুভঙ্কর সাহা (Swastika Dutta returns with new serial tomar khola haoya) ৷

Swastika Dutta
ETV Bharat
author img

By

Published : Nov 27, 2022, 9:20 AM IST

Updated : Nov 27, 2022, 10:28 AM IST

কলকতা, 27 নভেম্বর: বেশ কয়েকমাস বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত (Actress Swastika Dutta)৷ বাংলা টেলিভিশনের নতুন ধারবাহিক 'তোমার খোলা হাওয়া'-য় দেখা যাবে তাঁকে ৷ এই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাবে শুভঙ্কর সাহা-কে ৷

এই ধারাবাহিকে স্বস্তিকাকে দেখা যাবে নতুন চরিত্রে ৷ সাদামাটা ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একজন ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে অভিনয় করেছেন। মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে নিয়ে যাঁরা কথা বলেন, তাঁদের বলা হয় ভেন্ট্রিলোকুইস্ট। উল্লেখ্য, মীরাক্কেলে এরকম দৃশ্য দেখেছেন দর্শক। লোকে ভাবেছে একজন পুতুল কথা বলছে। আদপেও তা নয়। কথা মানুষেরই শুধু ঠোঁট নড়ে পুতুলটি। বৈচিত্র আনতে সাধারণ নিজের গলা খানিকটা বদলে নেন শিল্পাী । তাতে পুতুলের গলা একটা অন্য মাত্রা পায় ।

ধারাবাহিকে শুভঙ্কর সম্ভ্রান্ত পরিবারের কর্তা। প্রোমোতে তাঁকে বাবা ডাকছেন অভিনেত্রী দিয়া চক্রবর্তী। সম্পর্কে দিয়ার শ্বশুর শুভঙ্কর। তা হলে কী কোনও মধ্যবয়সির চরিত্রে আছেন শুভঙ্কর? নাকি নেপথ্যে আছে অন্য কোনও গল্প? জানা যাবে ধারাবাহিক শুরু হলে। এই ধারাবাহিকে স্বস্তিকার বাবার চরিত্রে অভিনয় করছেন দেবনাথ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খেয়ালী দস্তিদার, দিয়া চক্রবর্তী-সহ আরও অনেকে। প্রসঙ্গত, এটাই প্রথম নয়, অসম বয়সের প্রেম আগেও দেখেছে বাংলা টেলিভিশনের দর্শক। 'বিকেলে ভোরের ফুল', 'গোধূলি আলাপ', 'কনে বউ' জনপ্রিয়তাও পেয়েছে দর্শকদের মধ্যে। এবার 'তোমার খোলা হাওয়া'ও সেদিকেই হাঁটবে কিনা তা নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়ছে ৷ 12 ডিসেম্বর থেকে সোম থেকে শুক্রবার রাত সাড়ে 9টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

আরও পড়ুন: পরিচালনায় 'দাদাসাহেব ফালকে' পেলেন বাংলার সৌভিক

উল্লেখ্য, 'কি করে বলব তোমায়' ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ তাঁর। সেই ধারবাহিকে স্বস্তিকার চরিত্রে জুটি বেঁধেছিলেন স্বস্তিকা-ক্রশল আহুজা ৷ সময় পরিবর্তন হলেও জনপ্রিয়তায় খামতি ছিল না। তরপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে ৷ অনুরাগীরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন স্বস্তিকার কামব্যাক দেখতে। এবার অপেক্ষার অবসান। শিঘ্রই পর্দায় নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে ৷

কলকতা, 27 নভেম্বর: বেশ কয়েকমাস বিরতির পর আবারও ছোট পর্দায় ফিরছেন স্বস্তিকা দত্ত (Actress Swastika Dutta)৷ বাংলা টেলিভিশনের নতুন ধারবাহিক 'তোমার খোলা হাওয়া'-য় দেখা যাবে তাঁকে ৷ এই ধারাবাহিকে তাঁর বিপরীতে দেখা যাবে শুভঙ্কর সাহা-কে ৷

এই ধারাবাহিকে স্বস্তিকাকে দেখা যাবে নতুন চরিত্রে ৷ সাদামাটা ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একজন ভেন্ট্রিলোকুইস্টের চরিত্রে অভিনয় করেছেন। মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে নিয়ে যাঁরা কথা বলেন, তাঁদের বলা হয় ভেন্ট্রিলোকুইস্ট। উল্লেখ্য, মীরাক্কেলে এরকম দৃশ্য দেখেছেন দর্শক। লোকে ভাবেছে একজন পুতুল কথা বলছে। আদপেও তা নয়। কথা মানুষেরই শুধু ঠোঁট নড়ে পুতুলটি। বৈচিত্র আনতে সাধারণ নিজের গলা খানিকটা বদলে নেন শিল্পাী । তাতে পুতুলের গলা একটা অন্য মাত্রা পায় ।

ধারাবাহিকে শুভঙ্কর সম্ভ্রান্ত পরিবারের কর্তা। প্রোমোতে তাঁকে বাবা ডাকছেন অভিনেত্রী দিয়া চক্রবর্তী। সম্পর্কে দিয়ার শ্বশুর শুভঙ্কর। তা হলে কী কোনও মধ্যবয়সির চরিত্রে আছেন শুভঙ্কর? নাকি নেপথ্যে আছে অন্য কোনও গল্প? জানা যাবে ধারাবাহিক শুরু হলে। এই ধারাবাহিকে স্বস্তিকার বাবার চরিত্রে অভিনয় করছেন দেবনাথ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খেয়ালী দস্তিদার, দিয়া চক্রবর্তী-সহ আরও অনেকে। প্রসঙ্গত, এটাই প্রথম নয়, অসম বয়সের প্রেম আগেও দেখেছে বাংলা টেলিভিশনের দর্শক। 'বিকেলে ভোরের ফুল', 'গোধূলি আলাপ', 'কনে বউ' জনপ্রিয়তাও পেয়েছে দর্শকদের মধ্যে। এবার 'তোমার খোলা হাওয়া'ও সেদিকেই হাঁটবে কিনা তা নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়ছে ৷ 12 ডিসেম্বর থেকে সোম থেকে শুক্রবার রাত সাড়ে 9টা থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।

আরও পড়ুন: পরিচালনায় 'দাদাসাহেব ফালকে' পেলেন বাংলার সৌভিক

উল্লেখ্য, 'কি করে বলব তোমায়' ধারাবাহিকের মাধ্যমে আত্মপ্রকাশ তাঁর। সেই ধারবাহিকে স্বস্তিকার চরিত্রে জুটি বেঁধেছিলেন স্বস্তিকা-ক্রশল আহুজা ৷ সময় পরিবর্তন হলেও জনপ্রিয়তায় খামতি ছিল না। তরপর দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে ৷ অনুরাগীরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন স্বস্তিকার কামব্যাক দেখতে। এবার অপেক্ষার অবসান। শিঘ্রই পর্দায় নতুন চরিত্রে দেখা যাবে তাঁকে ৷

Last Updated : Nov 27, 2022, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.