ETV Bharat / entertainment

Swagata Mukherjee: চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতির দিকে পরোক্ষে আঙুল তুলবে 'ঠগঠগী', নতুন নাটক নিয়ে মত স্বাগতার - Swagata Mukherjee on Her New Drama

মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে বাংলা নাটক 'ঠগঠগী'। এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় ৷ এবার নাটক নিয়ে মনের ঝাঁপি উপুড় করলেন তিনি (Swagata Mukherjee on Her New Drama )৷

New play Thogthogi
চিরাচরিত রাজনৈতিক পরিস্থিতির দিকে পরোক্ষে আঙুল তুলবে 'ঠগঠগী', নতুন নাটক নিয়ে মত স্বাগতার
author img

By

Published : Aug 3, 2022, 9:43 AM IST

Updated : Aug 3, 2022, 11:08 AM IST

কলকাতা, 3 অগস্ট: মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে বাংলা নাটক 'ঠগঠগী'। 3 অগস্ট সন্ধ্যে সাড়ে ছ'টায় দর্শকদের মুগ্ধ করতে হাজির হবে এই নাটক ৷ কাহিনি এবং নির্দেশনায় ঋষি মুখোপাধ্যায় । সাম্প্রতিককালে ঘটে চলা নানান বিক্ষিপ্ত, অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতির দিকে আঙুল তোলে এই নাটক । প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে।

এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় ৷ ঠিক কেমন তাঁর চরিত্রটি ৷ অভিনেত্রী বলেন, "লোককথায় যাঁরা গানে গল্পে নাটকটা জুড়তে থাকেন, আবার মাঝে মাঝে কোনও চরিত্র হয়ে ওঠেন তাঁদের বলা হয় আলাপনী । আমি সেই আলাপনীর ভূমিকায় । সে মাঝে মাঝে বলে যায় পরিস্থিতির কথা । সাবধান করে, সচেতন করে । নাটকটা সে গানে-গল্পে জুড়তে জুড়তে যায় । গল্পের মোড় ঘোরাতে দাঁড়িয়ে আছে আলাপনী । তাই গুরুত্বপূর্ণ চরিত্র তো বটেই এই আলাপনী ৷"

Swagata Mukherjee
মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে বাংলা নাটক 'ঠগঠগী'

জানতে চাওয়া হয়, সাম্প্রতিককালে ঘটে চলা এসএসসি দুর্নীতিকাণ্ড কিংবা কোটি কোটি টাকা নয়ছয়ের দিকে কি আঙুল তোলে এই নাটক ? অভিনেত্রীর জবাব, "হয়তো প্রত্যক্ষভাবে না । গতকাল যা ঘটল বা গত এক সপ্তাহ ধরে যেটা ঘটে চলেছে তা হয়ত সরাসরি বলা নেই এই নাটকে, কিন্তু যা দিনের পর দিন ঘটে চলেছে সমাজের বুকে বা পরেও ঘটতে পারে সেদিকে আঙুল তো তোলেই এই নাটক (Swagata Mukherjee on Her New Drama) । এই নাটকের শুরুতে একটা গান আছে আমার কণ্ঠে, লিখেছেন ঋষি মুখোপাধ্যায় । 'দুনিয়া আজ ভালা নয় রে খাট্টামিঠা শালা/ ভালা কাজের ইনাম ঘণ্টা বুরার গলায় মালা/ যে রাঁধে সে চুল বাঁধে না রসুই ঘরে তালা/ঝুট শুনে সাচ্চা ভুলে কানটা ঝালাপালা/ অশিক্ষিতের বিধানে তাই শিক্ষিতদের জ্বালা।' সুতরাং বোঝাই যাচ্ছে নাটকটা ঠিক কী বলতে চায়।"

Swagata Mukherjee
এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়

নাটকের সাজগোজ এবং ভাষা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,"লোকশিল্পের ধাঁচ আছে সাজেগোজে । কিন্তু বৈচিত্র আনার চেষ্টা করা হচ্ছে । বীরভূমের সাঁইথিয়া, খড়গ্রাম, রাজনগর, ভাতার, গুসকরা, কুলটি, মুর্শিদাবাদের কান্দি, বেলডাঙা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের জামুরিয়া, ঝাড়খন্ড থেকে রাঁচি অবধি এই ফকরা গান হয় । ভাষাটা জায়গা অনুযায়ী পাল্টায় । নাটকে অতটা তো সম্ভব না । তবু কিছু ভাষা ব্যবহার করে সকলের বোধগম্য করার চেষ্টা করেছি ।"

Swagata Mukherjee
সাম্প্রতিককালে ঘটে চলা নানান বিক্ষিপ্ত, অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতির দিকে আঙুল তোলে এই নাটক । প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে।

আরও পড়ুন: সুরকার হলে নিজের বদলে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চান বাবুল

এই নাটকে স্বাগতা মুখোপাধ্যায় এবং ঋষি মুখোপাধ্যায়ের দলের ছেলেমেয়েরাই অভিনয় করছেন । ঠগ ও ঠগির ভূমিকায় রয়েছেন অরিজিত রায়চৌধুরী এবং সুকন্যা বন্দ্যোপাধ্যায় । এ ছাড়াও আছেন ঋষি মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, স্বপন সিংহ, অন্তরা বন্দ্যোপাধ্যায়, অনিরুদ্ধ মুখোপাধ্যায়, সার্থক বসু, সন্দীপ বারিক, প্রভাতী মুখোপাধ্যায়, অঙ্কিতা সাহা, শুভঙ্কর নস্কর, সন্তু কুমীর, তারাশঙ্কর বলীয়াল, সুনন্দিতা চক্রবর্তী, রঞ্জিত নস্কর, কৌস্তুভী চক্রবর্তী এবং বিশ্বজিৎ দে । উল্লেখ্য, এই নাটকে দোতারা বাজাতে দেখা যাবে ঋষি মুখোপাধ্যায়কে । স্বাগতার কথায়, "বাইরে থেকে শিল্পী এনে অভিনয় করানো হয় না আমাদের নাটকে । সব কাজ আমাদের 'নব ময়ূখ নাট্য সংস্থা'র ছেলেমেয়েরাই করে । এমনকী আমাদের মঞ্চও তৈরি করে দলের ছেলেমেয়েরাই । অবশ্যই তাঁদের সঙ্গে থাকেন ঋষি মুখোপাধ্যায় ।"

কলকাতা, 3 অগস্ট: মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে বাংলা নাটক 'ঠগঠগী'। 3 অগস্ট সন্ধ্যে সাড়ে ছ'টায় দর্শকদের মুগ্ধ করতে হাজির হবে এই নাটক ৷ কাহিনি এবং নির্দেশনায় ঋষি মুখোপাধ্যায় । সাম্প্রতিককালে ঘটে চলা নানান বিক্ষিপ্ত, অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতির দিকে আঙুল তোলে এই নাটক । প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে।

এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায় ৷ ঠিক কেমন তাঁর চরিত্রটি ৷ অভিনেত্রী বলেন, "লোককথায় যাঁরা গানে গল্পে নাটকটা জুড়তে থাকেন, আবার মাঝে মাঝে কোনও চরিত্র হয়ে ওঠেন তাঁদের বলা হয় আলাপনী । আমি সেই আলাপনীর ভূমিকায় । সে মাঝে মাঝে বলে যায় পরিস্থিতির কথা । সাবধান করে, সচেতন করে । নাটকটা সে গানে-গল্পে জুড়তে জুড়তে যায় । গল্পের মোড় ঘোরাতে দাঁড়িয়ে আছে আলাপনী । তাই গুরুত্বপূর্ণ চরিত্র তো বটেই এই আলাপনী ৷"

Swagata Mukherjee
মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে বাংলা নাটক 'ঠগঠগী'

জানতে চাওয়া হয়, সাম্প্রতিককালে ঘটে চলা এসএসসি দুর্নীতিকাণ্ড কিংবা কোটি কোটি টাকা নয়ছয়ের দিকে কি আঙুল তোলে এই নাটক ? অভিনেত্রীর জবাব, "হয়তো প্রত্যক্ষভাবে না । গতকাল যা ঘটল বা গত এক সপ্তাহ ধরে যেটা ঘটে চলেছে তা হয়ত সরাসরি বলা নেই এই নাটকে, কিন্তু যা দিনের পর দিন ঘটে চলেছে সমাজের বুকে বা পরেও ঘটতে পারে সেদিকে আঙুল তো তোলেই এই নাটক (Swagata Mukherjee on Her New Drama) । এই নাটকের শুরুতে একটা গান আছে আমার কণ্ঠে, লিখেছেন ঋষি মুখোপাধ্যায় । 'দুনিয়া আজ ভালা নয় রে খাট্টামিঠা শালা/ ভালা কাজের ইনাম ঘণ্টা বুরার গলায় মালা/ যে রাঁধে সে চুল বাঁধে না রসুই ঘরে তালা/ঝুট শুনে সাচ্চা ভুলে কানটা ঝালাপালা/ অশিক্ষিতের বিধানে তাই শিক্ষিতদের জ্বালা।' সুতরাং বোঝাই যাচ্ছে নাটকটা ঠিক কী বলতে চায়।"

Swagata Mukherjee
এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়

নাটকের সাজগোজ এবং ভাষা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন,"লোকশিল্পের ধাঁচ আছে সাজেগোজে । কিন্তু বৈচিত্র আনার চেষ্টা করা হচ্ছে । বীরভূমের সাঁইথিয়া, খড়গ্রাম, রাজনগর, ভাতার, গুসকরা, কুলটি, মুর্শিদাবাদের কান্দি, বেলডাঙা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের জামুরিয়া, ঝাড়খন্ড থেকে রাঁচি অবধি এই ফকরা গান হয় । ভাষাটা জায়গা অনুযায়ী পাল্টায় । নাটকে অতটা তো সম্ভব না । তবু কিছু ভাষা ব্যবহার করে সকলের বোধগম্য করার চেষ্টা করেছি ।"

Swagata Mukherjee
সাম্প্রতিককালে ঘটে চলা নানান বিক্ষিপ্ত, অপ্রীতিকর রাজনৈতিক পরিস্থিতির দিকে আঙুল তোলে এই নাটক । প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে।

আরও পড়ুন: সুরকার হলে নিজের বদলে অরিজিৎ সিংকে দিয়ে গাওয়াতে চান বাবুল

এই নাটকে স্বাগতা মুখোপাধ্যায় এবং ঋষি মুখোপাধ্যায়ের দলের ছেলেমেয়েরাই অভিনয় করছেন । ঠগ ও ঠগির ভূমিকায় রয়েছেন অরিজিত রায়চৌধুরী এবং সুকন্যা বন্দ্যোপাধ্যায় । এ ছাড়াও আছেন ঋষি মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, স্বপন সিংহ, অন্তরা বন্দ্যোপাধ্যায়, অনিরুদ্ধ মুখোপাধ্যায়, সার্থক বসু, সন্দীপ বারিক, প্রভাতী মুখোপাধ্যায়, অঙ্কিতা সাহা, শুভঙ্কর নস্কর, সন্তু কুমীর, তারাশঙ্কর বলীয়াল, সুনন্দিতা চক্রবর্তী, রঞ্জিত নস্কর, কৌস্তুভী চক্রবর্তী এবং বিশ্বজিৎ দে । উল্লেখ্য, এই নাটকে দোতারা বাজাতে দেখা যাবে ঋষি মুখোপাধ্যায়কে । স্বাগতার কথায়, "বাইরে থেকে শিল্পী এনে অভিনয় করানো হয় না আমাদের নাটকে । সব কাজ আমাদের 'নব ময়ূখ নাট্য সংস্থা'র ছেলেমেয়েরাই করে । এমনকী আমাদের মঞ্চও তৈরি করে দলের ছেলেমেয়েরাই । অবশ্যই তাঁদের সঙ্গে থাকেন ঋষি মুখোপাধ্যায় ।"

Last Updated : Aug 3, 2022, 11:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.