ETV Bharat / entertainment

Kamala O Sreeman Prithwiraj: বিয়ের পিঁড়িতে লাড্ডু, ছেলের অভিনয় ও পড়াশুনা নিয়ে সরব মা সঙ্গীতা - Special Episode In Kamala O Sreeman Prithwiraj

'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে লাড্ডু তথা সৌম্যদীপ্ত সাহা ৷ তার চরিত্র ভোদা এবার শুরু করবে নতুন জীবন ৷

Kamala O Sreeman Prithwiraj
লাড্ডুর পড়াশোনা নিয়ে সরব মা
author img

By

Published : Jul 3, 2023, 8:49 PM IST

কলকাতা, 3 জুলাই: 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে সোমবার থাকছে দারুণ চমক । ধারাবাহিকের শিশু চরিত্র ভোদার আজ বিয়ে । বিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থা উঠে আসছে এই ধারাবাহিকে । ভারতে তখন ইংরেজ শাসন । তখন বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সেই সূত্র ধরেই বিয়ে হয়েছে কমলা ও পৃথ্বীরাজের । আর এবার লাড্ডুর । পারুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ভোদা অর্থাৎ লাড্ডু থুড়ি সৌম্যদীপ্ত সাহা ।

'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে বিয়ের শুটিংয়ে গায়ে হলুদ পর্বের ছবি পোস্ট করেছেন লাড্ডুর মা সঙ্গীতা সাহা । লাড্ডু কাজ এবং পড়া শোনা দু'দিক ব্যালান্স করে কীভাবে তা জানতে চাইলে সঙ্গীতা বলেন, "পড়াশোনাটা যে জরুরি সেটা লাড্ডু বুঝে গিয়েছে এটা আমার জন্য খুব সুবিধা হয়েছে বলব সবার আগে ৷ তাই বেশি বলতে হয় না আমাকে । পড়াশোনাতেও ও বেশ ভালো । স্কুল থেকেও সাপোর্ট পায় অনেক । প্রত্যেকটা বিষয় ও একাই পড়ে । ক্লাস ফাইভে 81 শতাংশ নম্বর পেয়েছে । স্কুলের বন্ধুরা সব নোটস দেয় ওকে । ওদের কাছে আমরা কৃতজ্ঞ । একটা কথা বলতেই হয়, লাড্ডূ যেটা করে মন দিয়ে করে ।"

টলিউডে শিশুশিল্পী হিসাবে লাড্ডু এখন বেশ পরিচিত নাম । সৌম্যদীপ্ত সাহা নামটি সে নিজেই হয়তো ভুলতে বসেছে । ক্যালকাটা পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌম্যদীপ্ত । অনেক ছোট বয়স থেকেই পর্দার সামনে তার আনাগোনা । 2017 সালে এক প্রথম সারির বিনোদন চ্যানেলে 'রূপকথা' ধারাবাহিকের হাত ধরে যাত্রা শুরু হয় লাড্ডুর ।

Kamala O Sreeman Prithwiraj
লাড্ডু নামেই বেশি পরিচিত সৌম্যদীপ্ত

এরপর বড় পর্দা, ছোট পর্দা এবং আজকের নয়া সংযোজন ওয়েব সিরিজেও পা রেখেছে সৌম্যদীপ্ত । সম্প্রতি হরনাথ চক্রবর্তীর 'ঘোষ বাবুর রিটায়ারমেন্ট' সিরিজে অভিনয় করেছে সে । ওদিকে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' তো চলছেই । আজ তার বিয়ে উপলক্ষে আসছে ধারাবাহিকে ধামাকাদার পর্ব । বিয়েটা শেষ অবধি কার? তার নাকি ফের পৃথ্বীরাজের সেদিকেই তাকিয়ে আছে দর্শক ।

অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও লাড্ডু সমান পারদর্শী । 'ডান্স বাংলা ডান্স' থেকে শুরু করে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ফোর'-এ উদিতার সঙ্গে জুটি বেঁধে সঞ্চালনায় দর্শক থেকে শুরু করে বিচারক সকলকে তাক লাগিয়ে দিয়েছিল লাড্ডু । বলতে দ্বিধা নেই, কম যায়নি উদিতাও । এই পর্ব মিটিয়ে যীশু সেনগুপ্তর সঙ্গে ফের সঞ্চালনায় লাড্ডু ফেরে সুপার সিঙ্গারের মঞ্চে । বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনের বেশ ব্যস্ত শিল্পী লাড্ডু ।

আরও পড়ুন: 'বিদায় কলকাতা', প্রথম সফরেই তিলোত্তমার প্রেমে পড়লেন ভূমি

কলকাতা, 3 জুলাই: 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে সোমবার থাকছে দারুণ চমক । ধারাবাহিকের শিশু চরিত্র ভোদার আজ বিয়ে । বিংশ শতাব্দীর সমাজ ব্যবস্থা উঠে আসছে এই ধারাবাহিকে । ভারতে তখন ইংরেজ শাসন । তখন বাল্যবিবাহ, বহুবিবাহ, সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সেই সূত্র ধরেই বিয়ে হয়েছে কমলা ও পৃথ্বীরাজের । আর এবার লাড্ডুর । পারুলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ভোদা অর্থাৎ লাড্ডু থুড়ি সৌম্যদীপ্ত সাহা ।

'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে বিয়ের শুটিংয়ে গায়ে হলুদ পর্বের ছবি পোস্ট করেছেন লাড্ডুর মা সঙ্গীতা সাহা । লাড্ডু কাজ এবং পড়া শোনা দু'দিক ব্যালান্স করে কীভাবে তা জানতে চাইলে সঙ্গীতা বলেন, "পড়াশোনাটা যে জরুরি সেটা লাড্ডু বুঝে গিয়েছে এটা আমার জন্য খুব সুবিধা হয়েছে বলব সবার আগে ৷ তাই বেশি বলতে হয় না আমাকে । পড়াশোনাতেও ও বেশ ভালো । স্কুল থেকেও সাপোর্ট পায় অনেক । প্রত্যেকটা বিষয় ও একাই পড়ে । ক্লাস ফাইভে 81 শতাংশ নম্বর পেয়েছে । স্কুলের বন্ধুরা সব নোটস দেয় ওকে । ওদের কাছে আমরা কৃতজ্ঞ । একটা কথা বলতেই হয়, লাড্ডূ যেটা করে মন দিয়ে করে ।"

টলিউডে শিশুশিল্পী হিসাবে লাড্ডু এখন বেশ পরিচিত নাম । সৌম্যদীপ্ত সাহা নামটি সে নিজেই হয়তো ভুলতে বসেছে । ক্যালকাটা পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র সৌম্যদীপ্ত । অনেক ছোট বয়স থেকেই পর্দার সামনে তার আনাগোনা । 2017 সালে এক প্রথম সারির বিনোদন চ্যানেলে 'রূপকথা' ধারাবাহিকের হাত ধরে যাত্রা শুরু হয় লাড্ডুর ।

Kamala O Sreeman Prithwiraj
লাড্ডু নামেই বেশি পরিচিত সৌম্যদীপ্ত

এরপর বড় পর্দা, ছোট পর্দা এবং আজকের নয়া সংযোজন ওয়েব সিরিজেও পা রেখেছে সৌম্যদীপ্ত । সম্প্রতি হরনাথ চক্রবর্তীর 'ঘোষ বাবুর রিটায়ারমেন্ট' সিরিজে অভিনয় করেছে সে । ওদিকে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' তো চলছেই । আজ তার বিয়ে উপলক্ষে আসছে ধারাবাহিকে ধামাকাদার পর্ব । বিয়েটা শেষ অবধি কার? তার নাকি ফের পৃথ্বীরাজের সেদিকেই তাকিয়ে আছে দর্শক ।

অভিনয়ের পাশাপাশি সঞ্চালনাতেও লাড্ডু সমান পারদর্শী । 'ডান্স বাংলা ডান্স' থেকে শুরু করে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ফোর'-এ উদিতার সঙ্গে জুটি বেঁধে সঞ্চালনায় দর্শক থেকে শুরু করে বিচারক সকলকে তাক লাগিয়ে দিয়েছিল লাড্ডু । বলতে দ্বিধা নেই, কম যায়নি উদিতাও । এই পর্ব মিটিয়ে যীশু সেনগুপ্তর সঙ্গে ফের সঞ্চালনায় লাড্ডু ফেরে সুপার সিঙ্গারের মঞ্চে । বলাই বাহুল্য, বাংলা টেলিভিশনের বেশ ব্যস্ত শিল্পী লাড্ডু ।

আরও পড়ুন: 'বিদায় কলকাতা', প্রথম সফরেই তিলোত্তমার প্রেমে পড়লেন ভূমি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.