ETV Bharat / entertainment

Dadagiri Special Episode : ক্রিকেট নয়, দাদার 'দাদাগিরি'তেই মজে আছে খুদেরা - দাদাগিরি বর্ষবরণ স্পেশাল এপিসোড

সামনেই বর্ষবরণ । আর তাই 'দাদাগিরি' নিয়ে আসছে স্পেশাল এপিসোড (Dadagiri Special Episode On Bengali New Year)। বর্ষবরণের সুবাদে ছোটদের নিয়ে জমবে 'দাদাগিরি'র খেলা ।

Dadagiri Special
ক্রিকেট নয়, দাদার 'দাদাগিরি'তেই মজে আছে খুদেরা
author img

By

Published : Apr 12, 2022, 12:25 PM IST

কলকাতা, 12 এপ্রিল : 'দাদাগিরি'-র সিজন ৯ চলছে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। এই বছরের থিম 'হাত বাড়ালেই বন্ধু হয়'। তবে এ বছরে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে সবচেয়ে বন্ধুত্ব জমেছে ছোটদের । ক্রিকেটার নয়, খুদেদের কাছে তিনি শুধুই 'দাদাগিরি'-র সঞ্চালক, প্রিয় 'দাদা'। এবার বর্ষবরণের স্পেশ্যাল এপিসোডেও দেখা যাবে একই ছবি (Dadagiri Special Episode On Bengali New Year) ৷ বলা বাহুল্য, এবছর অনেক বেশি খুদেদের নিয়ে এপিসোড হয়েছে 'দাদাগিরি'তে । ছোটদের সঙ্গে দারুণ ভাবে মিশে গিয়েছেন 'দাদা' ।

খুদেরাও ভীষণ খুশি । লকডাউনে তারা ঘরবন্দি হয়ে পড়েছিল । হারাতে বসেছিল তাদের শৈশব । একপ্রকার দমবন্ধকর অবস্থায় দিন কাটছিল ওদের । এরকম অবস্থায় 'দাদাগিরি'-র মঞ্চ যেন খুদেদের কাছে খোলা মাঠ । প্রাণখুলে খেলার মাঠে তাদের সঙ্গী স্বয়ং সৌরভ । অবশ্য সেদিকে খুদেদের ভ্রূক্ষেপ নেই । এইসব খুদেদের কাছে সৌরভ তাই শুধুই দাদাগিরির 'দাদা'।

আরও পড়ুন: সাদা কালো প্রেম বানালেন সৃজিত, সামনে এল এক্স=প্রেম-এর গান

নতুন এই এপিসোডে একজন খুদে তো এও প্রশ্ন করে বসবে "কে সৌরভ গাঙ্গুলি ?" এই সমস্ত কিছুই তারিয়ে তারিয়ে উপভোগ করবেন সৌরভ । শ্যুটিংয়ে বাচ্চাদের সঙ্গে জমে যায় 'দাদা'র কেমেস্ট্রি। কান ধরে উঠবস করা থেকে ভেলপুরি মাখা--হাসিমুখে খুদেদের সব আবদার সামলান দাদা । এবারের বর্ষবরণ স্পেশ্যাল এপিসোডেও খুদেদের নিয়ে থাকছে দাদার দারুণ দারুণ চমক আর প্রাণখোলা হাসি । দাদাকেও দেখা যাবে পাক্কা বাঙালিবাবুর লুকে ।

কলকাতা, 12 এপ্রিল : 'দাদাগিরি'-র সিজন ৯ চলছে। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। এই বছরের থিম 'হাত বাড়ালেই বন্ধু হয়'। তবে এ বছরে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে সবচেয়ে বন্ধুত্ব জমেছে ছোটদের । ক্রিকেটার নয়, খুদেদের কাছে তিনি শুধুই 'দাদাগিরি'-র সঞ্চালক, প্রিয় 'দাদা'। এবার বর্ষবরণের স্পেশ্যাল এপিসোডেও দেখা যাবে একই ছবি (Dadagiri Special Episode On Bengali New Year) ৷ বলা বাহুল্য, এবছর অনেক বেশি খুদেদের নিয়ে এপিসোড হয়েছে 'দাদাগিরি'তে । ছোটদের সঙ্গে দারুণ ভাবে মিশে গিয়েছেন 'দাদা' ।

খুদেরাও ভীষণ খুশি । লকডাউনে তারা ঘরবন্দি হয়ে পড়েছিল । হারাতে বসেছিল তাদের শৈশব । একপ্রকার দমবন্ধকর অবস্থায় দিন কাটছিল ওদের । এরকম অবস্থায় 'দাদাগিরি'-র মঞ্চ যেন খুদেদের কাছে খোলা মাঠ । প্রাণখুলে খেলার মাঠে তাদের সঙ্গী স্বয়ং সৌরভ । অবশ্য সেদিকে খুদেদের ভ্রূক্ষেপ নেই । এইসব খুদেদের কাছে সৌরভ তাই শুধুই দাদাগিরির 'দাদা'।

আরও পড়ুন: সাদা কালো প্রেম বানালেন সৃজিত, সামনে এল এক্স=প্রেম-এর গান

নতুন এই এপিসোডে একজন খুদে তো এও প্রশ্ন করে বসবে "কে সৌরভ গাঙ্গুলি ?" এই সমস্ত কিছুই তারিয়ে তারিয়ে উপভোগ করবেন সৌরভ । শ্যুটিংয়ে বাচ্চাদের সঙ্গে জমে যায় 'দাদা'র কেমেস্ট্রি। কান ধরে উঠবস করা থেকে ভেলপুরি মাখা--হাসিমুখে খুদেদের সব আবদার সামলান দাদা । এবারের বর্ষবরণ স্পেশ্যাল এপিসোডেও খুদেদের নিয়ে থাকছে দাদার দারুণ দারুণ চমক আর প্রাণখোলা হাসি । দাদাকেও দেখা যাবে পাক্কা বাঙালিবাবুর লুকে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.