হায়দরাবাদ, 20 এপ্রিল: বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও এখন পা রাখছেন একের পর এক তারকারা ৷ ইতিমধ্য়েই শাহিদ কাপুরের মতো আরও অনেকেরই ওটিটি অভিষেক হয়ে গিয়েছে ৷ এবার ওয়েবে তাঁর যাত্রা শুরু করতে চলেছেন সোনাক্ষী সিনহা ৷ সোনাক্ষীর নতুন প্রজেক্ট 'দাহাড়' মুক্তি পেতে চলেছে আমাজন প্রাইমে ৷ এই ক্রাইম ড্রামাটি পরিচালনা করেছেন রিমা কাগতি এবং রুচিরা ওবেরয় ৷
অ্যামাজনের এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিজয় বর্মা, গুলশন দিব্যা এবং সোহম শাহ ৷ আট পর্বের এই সিরিজটি তৈরি করেছেন রিমা কাগতি এবং রুচিরা ৷ মুক্তির আগেই এই সিরিজটি দেখানো হয় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৷ গত ফেব্রুয়ারিতে দেখানো হয়েছিল এই সিরিজটি ৷ সোশাল মিডিয়ায় সেই খবরটি ভাগ করে নিয়েছিলেন পরিচালক জোয়া আখতার ৷ আর অবশেষে স্ট্রিমিং শুরু হতে চলেছে এই সিরিজটির ৷
সোনাক্ষী এদিন নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তাঁর এই ওয়েব সিরিজের ফার্স্ট লুক এবং লিখেছেন, "একটা গুরুগম্ভীর গর্জনই পারবে সত্যকে বের করে আনতে ৷" 12 মে মুক্তি পেতে চলেছে সোনাক্ষী অভিনীত থ্রিলারটি ৷ এই থ্রিলারটির গল্প তৈরি হয়েছে রাজস্থানের পটভূমিতে ৷ রাজস্থানের একটি এলাকায় সুলভ শৌচালয়ে বেশকিছু মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে হঠাৎ ভীষণ আলোড়ন তৈরি হয় ৷ সেই কেসের সমাধানেই আসেন সাব ইনসপেক্টর অঞ্জলি ভাটি ৷ এই সিরিয়াল কিলার কে? কেনই বা সে করে চলেছে একের পর এক খুন ৷ জানা যাবে এই সিরিজে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
অঞ্জলির ভূমিকাতে অভিনয় করবেন সোনাক্ষী, তা বলাই বাহুল্য ৷ এর আগে সোনাক্ষীকে দেখা গিয়েছিল 'ডাবল এক্সএল' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন হুমা কুরেশির সঙ্গে ৷ মোটা হওয়ার কারণে সারাজীবন অনেক নারীকেই শিকার হতে নানান কটাক্ষের তার বিরুদ্ধেই ছবিতে আওয়াজ তুলেছিলেন দাবাং গার্ল ৷
আরও পডুন: হানি সিংয়ের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ