কলকাতা, 4 মার্চ: বসন্ত মানেই সঙ্গীতের আবহ ৷ তিলোত্তমায় এই সময় নানা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন খুবই সাধারণ বিষয় ৷ এবার সঙ্গীতপ্রেমীদের জন্য় রয়েছে আরও একটি এমনই সুখবর ৷ বসন্তের সন্ধ্যায় কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে সেতার ফেস্টিভ্যাল । আয়োজনে 'অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন' । উল্লেখ্য, এর আগে সরোদ উৎসবের আয়োজন করে নজর কেড়েছিল এই সংস্থা । আগামী 10 মার্চ থেকে শুরু হতে চলেছে তিন দিন ব্যাপী এই সেতার ফেস্টিভ্যাল । প্রতিবছরই এহেন অনুষ্ঠানের আয়োজন করে থাকে এই সংস্থা (Sitar festival in Kolkata )।
মনোজ্ঞ এই সেতার ফেস্টিভ্যালে সঙ্গীত পরিবেশন করবেন সেতারের নানা ঘরাণার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। বিষ্ণুপুর, ইন্দোর হোক বা রামপুর সেনিয়া, কিরানা হোক বা ইটাওয়া বিভিন্ন ঘরাণার শিল্পীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে । শহরের সঙ্গীত রসিক শ্রোতাদের জন্য এই উদ্যোগ এক অনন্য আয়োজন তা বলাই বাহুল্য ।
10 মার্চ সঙ্গীত পরিবেশন করবেন মিতা নাগ আর তাঁর সঙ্গে তবলায় থাকবেন ইন্দ্রাণী মল্লিক ৷ পরে পণ্ডিত সুরেন্দ্র রাওয়ের সঙ্গে তবলায় দেখা যাবে পণ্ডিত তন্ময় বোসকে । 11 মার্চ পূর্বায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তবলায় ঈশান ঘোষ এবং পরে হরশঙ্কর ভট্টাচার্যের সঙ্গে তবলায় সঙ্গত করবেন পরিমল চক্রবর্তী ৷
অনুষ্ঠানের শেষদিন অর্থাৎ 12 মার্চ এই উৎসবের সঙ্গীত পরিবেশন করবেন সাহানা বন্দ্যোপাধ্যায়, রফিক খান, উস্তাদ শাহিদ পারভেজ, তবলায় সঙ্গত করবেন যথাক্রমে রূপক ভট্টাচার্য, রামদাস পালসুলে, হিন্দোল মজুমদার । কলকাতার জি.ডি.বিড়লা সভাঘরে, সন্ধ্যা ৬টা প্রতিদিন এই উৎসবের আয়োজন করা হয়েছে ।
আরও পড়ুন: 'দার্জিলিং জমজমাট', শৈল শহরে ছুটির মেজাজে দর্শনা
উদ্যোক্তাদের পক্ষ থেকে নিত্যানন্দ হলদিপুর বলেন, "সেতারের ছয় ঘরানার সঙ্গীত পরিবেশন মাতাবে বসন্তের তিন সন্ধ্যা । সেতারের বিশিষ্ট শিল্পীদের পাশাপাশি সঙ্গত করবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পীরা । আশা করি কলকাতা শহর এমন আয়োজনের সাক্ষী থাকবেন ।"