ETV Bharat / entertainment

টানটান দৃশ্য ও সংলাপ, ট্রেলারেই আশা জাগাচ্ছে সিদ্ধার্থ-রোহিতের 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' - Sidharth Malhotra

Indian Police Force trailer: অবশেষে মুক্তি পেল রোহিত শেট্টির বহু প্রতিক্ষিত ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ট্রেলার ৷ সাত পর্বের এই সিরিজে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়, শিল্পা শেট্টিদের ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 7:28 PM IST

হায়দরাবাদ, 5 জানুয়ারি: মুক্তি পেল বহু প্রতিক্ষীত ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ট্রেলার ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন রোহিত শেট্টি ৷ আর ওটিটির জন্য়ও তিনি বেছে নিয়েছেন তাঁর প্রিয় বিষয় অর্থাৎ পুলিশি দুনিয়াকে ৷ এবার কাহিনি গড়ে উঠেছে দিল্লি পুলিশকে কেন্দ্রে রেখে ৷ একটি নাশকতার চক্রান্তের পর কীভাবে অপরাধীকে খুঁজে বের করে পুলিশ, দেখানো হবে এই সিরিজে ৷

সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়, শিল্পা শেট্টি অভিনীত এই সিরিজে দেখানো হবে দিল্লি পুলিশের বীরত্বের কাহিনি ৷ দেশের সেবায় কীভাবে তাঁরা নিজেদের উজাড় করে দেন সেটাই দেখার ৷ কাহিনি অনুযায়ী দিল্লির একটি বাজারে ঘটে যায় একটি বিস্ফোরণ ৷ পুলিশের চোখের সামনেই এই ঘটনা কেড়ে নেয় বহু মানুষের প্রাণ ৷ এরপর অপরাধীকে খুঁজে বের করতে মরিয়া সংকল্প নেন শিল্পা-সিদ্ধার্থরা ৷

তিন মিনিটের এই ট্রেলারে রয়েছে বহু বিস্ফোরণের দৃশ্য় ৷ রোহিতের সিগনেচার শট অর্থাৎ গাড়ি বিস্ফোরণেরও বেশ কয়েকটি ঝলক দেখা গিয়েছে ট্রেলারে ৷ সঙ্গে রয়েছে চোখা চোখা সংলাপ ৷ ঠিক যেমন সিদ্ধার্থের কণ্ঠে শোনা যায়. "জঙ্গ মে খুন কিসি কা ভি বহে আশুঁ মা কে হি বেহতে হ্যায় (যুদ্ধে প্রাণ যাঁরই যাক না কেন অশ্রু মায়েরই ঝরে)৷" আজকের পৃথিবীতে যুদ্ধ যখন একটা নিত্য় নৈমত্তিক ঘটনা হয়ে উঠেছে তখন এই সংলাপ যে কতখানি গুরুত্বপূর্ণ তা আর না বলে দিলেও চলে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারে সিরিজের খলনায়কের কোনও মুখ অবশ্য় দেখা যায়নি ৷ তার নাম বহুবার শোনা যায় তবে মুখ দেখা যায় না ৷ এই রহস্যটুকু তাই সিরিজের জন্য়ই বাঁচিয়ে রেখেছেন রোহিত ৷ রোহিতের সঙ্গে সিরিজের পরিচালনার দায়িত্ব সামলেছেন সুশান্ত প্রকাশও ৷ শুুধু রোহিত নন, সিদ্ধার্থেরও ওটিটি অভিষেক হতে চলেছে সাত পর্বের এই সিরিজের হাত ধরে ৷ শ্বেতা তিওয়ারি, নিকিতিন ধীর, ঋতুরাজ সিং, মুকেশ ঋষি এবং ললিত পারিমুকেও দেখা যাবে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ ৷ আমাজন প্রাইম ভিডিয়োতে এই সিরিজটি মুক্তি পাবে আগামী 19 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. 'ভালো চিত্রনাট্যের গুণে সিনেমার খুঁত ঢাকা পড়ে যায়', মত বাংলার বিশেষজ্ঞদের
  2. 'নির্ভীক আগুনের গোলা', জন্মদিনে দীপিকাকে ভিডিয়ো উপহার টিম ফাইটারের
  3. 'আমার বস' ছবির অফার আমার কাছে সান্তার উপহার: শ্রুতি দাস

হায়দরাবাদ, 5 জানুয়ারি: মুক্তি পেল বহু প্রতিক্ষীত ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এর ট্রেলার ৷ এই সিরিজের হাত ধরেই ওটিটিতে পা রাখছেন রোহিত শেট্টি ৷ আর ওটিটির জন্য়ও তিনি বেছে নিয়েছেন তাঁর প্রিয় বিষয় অর্থাৎ পুলিশি দুনিয়াকে ৷ এবার কাহিনি গড়ে উঠেছে দিল্লি পুলিশকে কেন্দ্রে রেখে ৷ একটি নাশকতার চক্রান্তের পর কীভাবে অপরাধীকে খুঁজে বের করে পুলিশ, দেখানো হবে এই সিরিজে ৷

সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয়, শিল্পা শেট্টি অভিনীত এই সিরিজে দেখানো হবে দিল্লি পুলিশের বীরত্বের কাহিনি ৷ দেশের সেবায় কীভাবে তাঁরা নিজেদের উজাড় করে দেন সেটাই দেখার ৷ কাহিনি অনুযায়ী দিল্লির একটি বাজারে ঘটে যায় একটি বিস্ফোরণ ৷ পুলিশের চোখের সামনেই এই ঘটনা কেড়ে নেয় বহু মানুষের প্রাণ ৷ এরপর অপরাধীকে খুঁজে বের করতে মরিয়া সংকল্প নেন শিল্পা-সিদ্ধার্থরা ৷

তিন মিনিটের এই ট্রেলারে রয়েছে বহু বিস্ফোরণের দৃশ্য় ৷ রোহিতের সিগনেচার শট অর্থাৎ গাড়ি বিস্ফোরণেরও বেশ কয়েকটি ঝলক দেখা গিয়েছে ট্রেলারে ৷ সঙ্গে রয়েছে চোখা চোখা সংলাপ ৷ ঠিক যেমন সিদ্ধার্থের কণ্ঠে শোনা যায়. "জঙ্গ মে খুন কিসি কা ভি বহে আশুঁ মা কে হি বেহতে হ্যায় (যুদ্ধে প্রাণ যাঁরই যাক না কেন অশ্রু মায়েরই ঝরে)৷" আজকের পৃথিবীতে যুদ্ধ যখন একটা নিত্য় নৈমত্তিক ঘটনা হয়ে উঠেছে তখন এই সংলাপ যে কতখানি গুরুত্বপূর্ণ তা আর না বলে দিলেও চলে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারে সিরিজের খলনায়কের কোনও মুখ অবশ্য় দেখা যায়নি ৷ তার নাম বহুবার শোনা যায় তবে মুখ দেখা যায় না ৷ এই রহস্যটুকু তাই সিরিজের জন্য়ই বাঁচিয়ে রেখেছেন রোহিত ৷ রোহিতের সঙ্গে সিরিজের পরিচালনার দায়িত্ব সামলেছেন সুশান্ত প্রকাশও ৷ শুুধু রোহিত নন, সিদ্ধার্থেরও ওটিটি অভিষেক হতে চলেছে সাত পর্বের এই সিরিজের হাত ধরে ৷ শ্বেতা তিওয়ারি, নিকিতিন ধীর, ঋতুরাজ সিং, মুকেশ ঋষি এবং ললিত পারিমুকেও দেখা যাবে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ ৷ আমাজন প্রাইম ভিডিয়োতে এই সিরিজটি মুক্তি পাবে আগামী 19 জানুয়ারি ৷

আরও পড়ুন:

  1. 'ভালো চিত্রনাট্যের গুণে সিনেমার খুঁত ঢাকা পড়ে যায়', মত বাংলার বিশেষজ্ঞদের
  2. 'নির্ভীক আগুনের গোলা', জন্মদিনে দীপিকাকে ভিডিয়ো উপহার টিম ফাইটারের
  3. 'আমার বস' ছবির অফার আমার কাছে সান্তার উপহার: শ্রুতি দাস
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.