ETV Bharat / entertainment

Shwet Patharer Thala: 'শ্বেত পাথরের থালা' নিয়ে শুরু হচ্ছে 'সাহিত্যের সেরা সময়'-এর দ্বিতীয় অধ্যায় - Shwet Patharer Thala is Sahityer Sera Samay

টিভির পর্দায় ফের আসছে 'সাহিত্যের সেরা সময়'। আর এবার লেখিকা বাণী বসুর 'শ্বেত পাথরের থালা' দিয়ে শুরু হতে চলেছে এবারের যাত্রা ৷ অভিনয়ে ফাহিম মীর্জা, স্নেহা দাস, দেবদূত ঘোষ-সহ আরও অনেকে(Shwet Patharer Thala is Coming Soon) ৷

Etv Bharat
টিভির পর্দায় ফের আসছে 'সাহিত্যের সেরা সময়'
author img

By

Published : Dec 21, 2022, 11:24 AM IST

Updated : Dec 22, 2022, 9:53 AM IST

শুরু হচ্ছে 'সাহিত্যের সেরা সময়'-এর দ্বিতীয় অধ্যায়

কলকাতা, 21 ডিসেম্বর: টেলিভিশনের পর্দায় ফের শুরু হতে চলেছে 'সাহিত্যের সেরা সময়'। প্রখ্যাত সাহিত্যিক বাণী বসুর অনবদ্য সৃষ্টি 'শ্বেত পাথরের থালা' দিয়ে শুরু হতে চলেছে এবারের পথ চলা (Shwet Patharer Thala is Coming Soon )। একে একে দেখানো হবে বিমল মিত্রর 'কড়ি দিয়ে কিনলাম', সুচিত্রা ভট্টাচার্যের 'কাঁচের দেওয়াল', 'আশাপূর্ণা দেবীর লেখা 'অগ্নিপরীক্ষা'-সহ আরও বেশ কিছু গল্প ও উপন্যাস ।

'শ্বেত পাথরের থালা'-তে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফাহিম মীর্জা (অভিমন্যু চরিত্রে), স্নেহা দাস (বন্দনা চরিত্রে), দেবদূত ঘোষ (কাশীনাথ ভট্টাচার্য চরিত্রে)-কে (Shwet Patharer Thala is Sahityer Sera Samay)৷ এছাড়াও জয়েত্রী চৌধুরী, অভিজিৎ দেব রায়, রেশমি ভট্টাচার্য, রূপসা মণ্ডল-সহ আরও অনেক পরিচিত মুখের দেখা মিলবে গল্পে। প্রসঙ্গত, অপর্ণা সেন এবং সব্যসাচী চক্রবর্তীর জুটিতে প্রভাত রায় নির্মিত 'শ্বেত পাথরের থালা' এর আগে বড় পর্দায় যে মাইলস্টোন গড়ে তুলেছিল তা বলার অপেক্ষা রাখে না । তবে, তা স্বল্প সময়ে তুলে ধরা হয় দর্শকের দরবারে(Sahityer Sera Samay is Coming Soon)।

এবারে টানা তিন মাস ধরে টেলিভিশনে সম্প্রচারিত হবে এক একটি গল্প । সুতরাং বাণী বসুর এই অনবদ্য সৃ্ষ্টিকে আরও বিস্তারিতভাবে জানার সুযোগ মিলবে । উপন্যাসটি যাঁরা আগে পড়েননি তাঁদের জন্যও দারুণ অভিজ্ঞতা হতে চলেছে এই নয়া ধারাবাহিক ৷ আর যাঁরা পড়েছেন তাঁরা যে টিভির পর্দায় চোখ রাখতে উন্মুখ হয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না । এক বিধবার জীবনে চাপিয়ে দেওয়া নানান নিয়মকানুন এই উপন্যাসের মূল বিষয় ।

এদিন 'সাহিত্যের সেরা সময়'-এর আনুষ্ঠানিক ঘোষণাপর্বে কলকাতার প্রেস ক্লাবে হাজির ছিলেন ধারাবাহিকের সকল কলাকুশলী এবং চ্যানেলের কর্ত্রীবৃন্দ ৷ এছাড়াও সিরিজের সঙ্গে প্রথম অধ্যায়ে যুক্ত থাকা অভিনেতারাও হাজির ছিলেন অনুষ্ঠানে । প্রেস ক্লাবে এদিন হাজির ছিলেন সাহিত্যিক বাণী বসুও । তিনি বলেন, " ধারাবাহিকটি দেখার ইচ্ছা রইল। বিধবা মেয়েদের উপর যে সব নিয়ম এই সমাজ অন্যায়ভাবে চাপিয়ে দেয় তা এই ধারাবাহিক দেখে ঘুচবে কিনা তা সময় বলবে। তবে, ছবিটা যখন হয়েছিল তখন শুনেছিলাম যে, একজন ভাসুর তার বিধবা চাকরিরতা ভ্রাতৃবধূরর উপর বৈধব্যের নানারকম কঠিন নিয়ম আরোপ করেছিলেন । কিন্তু ছবিটা দেখার পর তিনি সেই মেয়েটির কাছে ক্ষমা চান এবং সব নিয়ম তুলে নেন ।"

আরও পড়ুন: 39টি বসন্ত পার করে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন গওহর

উল্লেখ্য, 2001 সাল থেকে যাত্রাপথ শুরু হয় 'সাহিত্যের সেরা সময়'-এর। বলতে দ্বিধা নেই, সাফল্যের চূড়া ছুঁয়ে ফেলে এই শো। এরপর কিছুদিন এর সম্প্রচার বন্ধ থাকার ফের নিজের জায়গায় ফিরছে 'সাহিত্যের সেরা সময়'। 2 জানুয়ারি থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটার স্লটে আসছে 'সাহিত্যের সেরা সময়'।

শুরু হচ্ছে 'সাহিত্যের সেরা সময়'-এর দ্বিতীয় অধ্যায়

কলকাতা, 21 ডিসেম্বর: টেলিভিশনের পর্দায় ফের শুরু হতে চলেছে 'সাহিত্যের সেরা সময়'। প্রখ্যাত সাহিত্যিক বাণী বসুর অনবদ্য সৃষ্টি 'শ্বেত পাথরের থালা' দিয়ে শুরু হতে চলেছে এবারের পথ চলা (Shwet Patharer Thala is Coming Soon )। একে একে দেখানো হবে বিমল মিত্রর 'কড়ি দিয়ে কিনলাম', সুচিত্রা ভট্টাচার্যের 'কাঁচের দেওয়াল', 'আশাপূর্ণা দেবীর লেখা 'অগ্নিপরীক্ষা'-সহ আরও বেশ কিছু গল্প ও উপন্যাস ।

'শ্বেত পাথরের থালা'-তে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ফাহিম মীর্জা (অভিমন্যু চরিত্রে), স্নেহা দাস (বন্দনা চরিত্রে), দেবদূত ঘোষ (কাশীনাথ ভট্টাচার্য চরিত্রে)-কে (Shwet Patharer Thala is Sahityer Sera Samay)৷ এছাড়াও জয়েত্রী চৌধুরী, অভিজিৎ দেব রায়, রেশমি ভট্টাচার্য, রূপসা মণ্ডল-সহ আরও অনেক পরিচিত মুখের দেখা মিলবে গল্পে। প্রসঙ্গত, অপর্ণা সেন এবং সব্যসাচী চক্রবর্তীর জুটিতে প্রভাত রায় নির্মিত 'শ্বেত পাথরের থালা' এর আগে বড় পর্দায় যে মাইলস্টোন গড়ে তুলেছিল তা বলার অপেক্ষা রাখে না । তবে, তা স্বল্প সময়ে তুলে ধরা হয় দর্শকের দরবারে(Sahityer Sera Samay is Coming Soon)।

এবারে টানা তিন মাস ধরে টেলিভিশনে সম্প্রচারিত হবে এক একটি গল্প । সুতরাং বাণী বসুর এই অনবদ্য সৃ্ষ্টিকে আরও বিস্তারিতভাবে জানার সুযোগ মিলবে । উপন্যাসটি যাঁরা আগে পড়েননি তাঁদের জন্যও দারুণ অভিজ্ঞতা হতে চলেছে এই নয়া ধারাবাহিক ৷ আর যাঁরা পড়েছেন তাঁরা যে টিভির পর্দায় চোখ রাখতে উন্মুখ হয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না । এক বিধবার জীবনে চাপিয়ে দেওয়া নানান নিয়মকানুন এই উপন্যাসের মূল বিষয় ।

এদিন 'সাহিত্যের সেরা সময়'-এর আনুষ্ঠানিক ঘোষণাপর্বে কলকাতার প্রেস ক্লাবে হাজির ছিলেন ধারাবাহিকের সকল কলাকুশলী এবং চ্যানেলের কর্ত্রীবৃন্দ ৷ এছাড়াও সিরিজের সঙ্গে প্রথম অধ্যায়ে যুক্ত থাকা অভিনেতারাও হাজির ছিলেন অনুষ্ঠানে । প্রেস ক্লাবে এদিন হাজির ছিলেন সাহিত্যিক বাণী বসুও । তিনি বলেন, " ধারাবাহিকটি দেখার ইচ্ছা রইল। বিধবা মেয়েদের উপর যে সব নিয়ম এই সমাজ অন্যায়ভাবে চাপিয়ে দেয় তা এই ধারাবাহিক দেখে ঘুচবে কিনা তা সময় বলবে। তবে, ছবিটা যখন হয়েছিল তখন শুনেছিলাম যে, একজন ভাসুর তার বিধবা চাকরিরতা ভ্রাতৃবধূরর উপর বৈধব্যের নানারকম কঠিন নিয়ম আরোপ করেছিলেন । কিন্তু ছবিটা দেখার পর তিনি সেই মেয়েটির কাছে ক্ষমা চান এবং সব নিয়ম তুলে নেন ।"

আরও পড়ুন: 39টি বসন্ত পার করে মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন গওহর

উল্লেখ্য, 2001 সাল থেকে যাত্রাপথ শুরু হয় 'সাহিত্যের সেরা সময়'-এর। বলতে দ্বিধা নেই, সাফল্যের চূড়া ছুঁয়ে ফেলে এই শো। এরপর কিছুদিন এর সম্প্রচার বন্ধ থাকার ফের নিজের জায়গায় ফিরছে 'সাহিত্যের সেরা সময়'। 2 জানুয়ারি থেকে সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটার স্লটে আসছে 'সাহিত্যের সেরা সময়'।

Last Updated : Dec 22, 2022, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.