ETV Bharat / entertainment

Shantanu And Manomay on Contestants সোশাল মিডিয়ায় না তাকিয়ে ঠান্ডা মাথায় গান গেয়ে যাও, প্রতিযোগীদের উপদেশ শান্তনু মনোময়দের

author img

By

Published : Aug 15, 2022, 8:55 PM IST

Updated : Aug 16, 2022, 6:20 AM IST

প্রতিযোগীদের সোশাল মিডিয়ার দিকে না তাকিয়ে মাথা ঠাণ্ডা রেখে গান গাইতে উপদেশ দিচ্ছেন বিচারক শান্তনু মৈত্র ৷ এবারের সিজন নিয়ে আশাবাদী অন্য বিচারক তথা শিল্পী মনোময় ভট্টাচার্যও । দুজনেই দিলেন বেশ কিছু টিপস (Shantanu And Manomay on Constants of SaReGaMaPa) ৷

Etv Bharat
প্রতিযোগীদের সোশাল মিডিয়ার দিকে না তাকিয়ে মাথা ঠাণ্ডা রেখে গান গাওয়ার উপদেশ শান্তনু মনোময়দের

কলকাতা, 15 অগস্ট: সোশাল মিডিয়ার যুগে সবই আজ লাইক, কমেন্ট, শেয়ারের হাতে বন্দি । আর যদি নেটপাড়ায় কোনও গান বা অন্য কোনও সৃজনশৈলি ভাইরাল হল, তা হলে তো আর কথাই নেই । এক লহমায় সেলেব স্টেটাসধারী হওয়ার স্বপ্নপূরণ । প্রশ্ন ওঠে বারবার টেলিভিশনের রিয়ালিটি শো'গুলোও কি সোশাল মিডিয়ার অঙ্গুলিহেলনেই চলে?

সম্ভবত, অনুষ্ঠানগুলির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে না সোশাল মিডিয়া । তবে প্রতিযোগীদের ফ্যান পেজ থেকে শুরু করে কোনও এপিসোড কিংবা কোনও প্রতিযোগীর গানের রিভিউ, সবই উঠে আসে নেটপাড়ায়। মুক্তকণ্ঠে সমালোচনা হয় সেখানে। বলতে দ্বিধা নেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়ে কারও কলার উঁচু হয়, কেউ বা ভেঙে পড়েন নিজের সমালোচনা দেখে (Shantanu And Manomay on Constants of SaReGaMaPa)। এতে আদতে ক্ষতি হয় পারফরম্যান্সেরই ৷ আর সব দেখেশুনে সঙ্গীতশিল্পী শান্তনু মৈত্র বলেন, "প্রতিযোগীদের মাথা ঠাণ্ডা করে এবং সোশাল মিডিয়ার দিকে না তাকিয়ে গান গেয়ে যেতে হবে ৷"

আরও পড়ুন: স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে শামিল দেব, জিৎ, প্রসেনজিৎ ও মিমিরা

জনপ্রিয় সঙ্গীত রিয়ালিটি শো সারেগামাপা-র নতুন সিজনে শান্তনুর সঙ্গেই বিচারকের আসনে থাকছেন মনোময় ভট্টাচার্যও ৷ নয়া সিজন নিয়ে আশাবাদী মনোময়। মনোময় বলেন, "এবার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর আগমন সিজনটিকে আলাদা মাত্রা দান করেছে । তাঁর কাছ থেকে প্রতিযোগীদের পাশাপাশি বিচারকরাও অনেক কিছু শিখছেন।"

প্রতিযোগীদের সোশাল মিডিয়ার দিকে না তাকিয়ে মাথা ঠাণ্ডা রেখে গান গাইতে উপদেশ দিচ্ছেন বিচারক শান্তনু মৈত্র

নতুন সিজনে প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা করে শিল্পী মনোময় ভট্টাচার্য বলেন, "ওরা আগে যা গাইত তার থেকে এখন আরও ভালো গাইছে । আগামিদিনে আরও ভালো গাইবে । লড়াই কঠিন হচ্ছে প্রতিদিন । ওরাও প্রস্তুত তার জন্য । আশা রাখি ভালোই হবে ।"

কলকাতা, 15 অগস্ট: সোশাল মিডিয়ার যুগে সবই আজ লাইক, কমেন্ট, শেয়ারের হাতে বন্দি । আর যদি নেটপাড়ায় কোনও গান বা অন্য কোনও সৃজনশৈলি ভাইরাল হল, তা হলে তো আর কথাই নেই । এক লহমায় সেলেব স্টেটাসধারী হওয়ার স্বপ্নপূরণ । প্রশ্ন ওঠে বারবার টেলিভিশনের রিয়ালিটি শো'গুলোও কি সোশাল মিডিয়ার অঙ্গুলিহেলনেই চলে?

সম্ভবত, অনুষ্ঠানগুলির উপর সরাসরি প্রভাব ফেলতে পারে না সোশাল মিডিয়া । তবে প্রতিযোগীদের ফ্যান পেজ থেকে শুরু করে কোনও এপিসোড কিংবা কোনও প্রতিযোগীর গানের রিভিউ, সবই উঠে আসে নেটপাড়ায়। মুক্তকণ্ঠে সমালোচনা হয় সেখানে। বলতে দ্বিধা নেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়ে কারও কলার উঁচু হয়, কেউ বা ভেঙে পড়েন নিজের সমালোচনা দেখে (Shantanu And Manomay on Constants of SaReGaMaPa)। এতে আদতে ক্ষতি হয় পারফরম্যান্সেরই ৷ আর সব দেখেশুনে সঙ্গীতশিল্পী শান্তনু মৈত্র বলেন, "প্রতিযোগীদের মাথা ঠাণ্ডা করে এবং সোশাল মিডিয়ার দিকে না তাকিয়ে গান গেয়ে যেতে হবে ৷"

আরও পড়ুন: স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপনে শামিল দেব, জিৎ, প্রসেনজিৎ ও মিমিরা

জনপ্রিয় সঙ্গীত রিয়ালিটি শো সারেগামাপা-র নতুন সিজনে শান্তনুর সঙ্গেই বিচারকের আসনে থাকছেন মনোময় ভট্টাচার্যও ৷ নয়া সিজন নিয়ে আশাবাদী মনোময়। মনোময় বলেন, "এবার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তীর আগমন সিজনটিকে আলাদা মাত্রা দান করেছে । তাঁর কাছ থেকে প্রতিযোগীদের পাশাপাশি বিচারকরাও অনেক কিছু শিখছেন।"

প্রতিযোগীদের সোশাল মিডিয়ার দিকে না তাকিয়ে মাথা ঠাণ্ডা রেখে গান গাইতে উপদেশ দিচ্ছেন বিচারক শান্তনু মৈত্র

নতুন সিজনে প্রতিযোগীদের ভূয়সী প্রশংসা করে শিল্পী মনোময় ভট্টাচার্য বলেন, "ওরা আগে যা গাইত তার থেকে এখন আরও ভালো গাইছে । আগামিদিনে আরও ভালো গাইবে । লড়াই কঠিন হচ্ছে প্রতিদিন । ওরাও প্রস্তুত তার জন্য । আশা রাখি ভালোই হবে ।"

Last Updated : Aug 16, 2022, 6:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.