কলকাতা, 5 এপ্রিল: 7 এপ্রিল হইচই-তে এবার আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িয়াখানা' অবলম্বনে নতুন কাহিনি 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা 'চিড়িয়াখানা' গল্পের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবারের ব্যোমকেশ সিরিজ । এর আগে সাতটি মরশুম হয়ে গিয়েছে । সপ্তম মরশুম তৈরি হয়েছিল 'চোরাবালি' গল্পের উপর ভিত্তি করে । সেই সিজনে ছিল দু'টি পর্ব । এরপর প্রায় দেড় বছর পর আবার ওটিটিতে ব্যোমকেশ অনির্বাণ এবং সত্যবতী ঋদ্ধিমা ঘোষ । আর অজিতের চরিত্রে ভাস্বর চট্টোপাধ্যায় । এই সিরিজেই মুকুলের চরিত্রে অভিনয় করেছেন টেলিভিশনের চেনা মুখ সম্পূর্ণা মণ্ডল ।
সম্পূর্ণার ওয়েবে এটি দ্বিতীয় কাজ । এর আগে 'হ্যালো' সিরিজে রাইমা সেনের সঙ্গে অভিনয় করেছেন সম্পূর্ণা । আর এবার মুকুলের চরিত্রে তিনি । ইটিভি ভারতকে সম্পূর্ণা বলেন, "আমার তো বটেই, মায়ের খুব ইচ্ছা ছিল আমি অনির্বাণদার (ভট্টাচার্য) সঙ্গে কাজ করি । মায়ের আর আমার দু'জনের ইচ্ছাই একসঙ্গে পূর্ণ হল । পাশাপাশি সব অভিনেতারাই এক একজন গুণী শিল্পী । তাঁদের পাশে নিজেকে দেখতে পাব, এটা তো আমার জন্য বড় এক প্রাপ্তি বটেই ।"
তিনি আরও বলেন, "আজ পর্যন্ত যা করেছি সেগুলি সবই আমার কাছে গুরুত্বপূর্ণ । সব কাজকেই বড় মনে করি । কিন্তু ব্যোমকেশ একটা অন্য উচ্চতায় বিরাজ করে । তাই আমার কেরিয়ারে এটা একটা আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করি ।" ক্লাস টুয়েলভ-এর সম্পূর্ণা বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী । সম্পূর্ণার মেগা সিরিয়ালের তালিকায় রয়েছে 'করুণাময়ী রানি রাসমণি', 'দুর্গা দুর্গেশ্বরী', 'হয়তো তোমারই জন্য', 'ধুলোকণা', 'গোয়েন্দা গিন্নি', 'জয় কালী কলকাত্তাওয়ালি' এবং এই মুহূর্তে 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' । এই ধারাবাহিকে কমলার সই বীণাপানির চরিত্রে অভিনয় করছেন সম্পূর্ণা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: পর্দার শ্রীবল্লীর জন্মদিনে নিখোঁজ পুষ্পা, মুক্তি পেল ছবির পরবর্তী পর্বের টিজার
প্রসঙ্গত, তরুণ মজুমদার পরিচালিত 'শ্রীমান পৃথ্বীরাজ' ছবিতে বীণাপানির চরিত্রে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায় । এই প্রসঙ্গে সম্পূর্ণাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, "চরিত্রটা আমাকে করতে হবে জানার পর দেখেছিলাম সিনেমাটা । খুব সুন্দর একটা চরিত্র । আমি আমার মতো করে চেষ্টা করছি । সন্ধ্যা রায়ের অভিনয় নিয়ে বলার ক্ষমতা আমার নেই । আমি মন দিয়ে ওঁর অভিনয়টুকু দেখেছি শুধু ।" জানা গিয়েছে হইচইতে আরও একটি সিরিজে দেখা যাবে তাঁকে । কিন্তু সেই ব্যাপারে এখনই মুখ খোলা বারণ তাঁর । ক্রমশ প্রকাশ্য, জানালেন অভিনেত্রী ।