ETV Bharat / entertainment

Ranveer Records Statement নগ্ন ছবি সংক্রান্ত মামলায় রণবীরের বয়ান রেকর্ড করল পুলিশ - Ranveer Singh nude photoshoot controversy

সোশাল মিডিয়ায় তাঁর নগ্ন ছবি পোস্ট করার জেরে দায়ের হওয়া মামলায় এবার রণবীর সিংয়ের বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ (Ranveer Singh records statement in nude photoshoot)৷

Ranveer Records Statement
নগ্ন ছবি সংক্রান্ত মামলায় রণবীরের বয়ান রেকর্ড করল পুলিশ
author img

By

Published : Aug 29, 2022, 4:42 PM IST

মুম্বই, 29 অগস্ট: সোশাল মিডিয়ায় তাঁর নগ্ন ছবি পোস্ট করার জের এখনও সামলাতে হচ্ছে রণবীর কাপুরকে ৷ ইতিমধ্যেই নানাবিধ অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকী মুম্বইয়ের চেম্বুর থানায় একটি বেসরকারি সংস্থাও তাঁর নামে মামলা দায়ের করে ৷ এবার সেই সূত্র ধরেই তাঁর বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ(Ranveer Singh records statement in nude photoshoot) ৷

প্রসঙ্গত গত মাসে তাঁর বিরুদ্ধে এই ফটোশ্য়ুট নিয়ে অভিযোগ দায়ের করেছিল একটি এনজিও ৷ এই অভিযোগের ভিত্তিতেই রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 92, 293, 354 এবং 509 ধারা-সহ আইটি-এর 67A-এর অধীনে মামলা দায়ের করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি জনসাধারণের ভাবাবেগে আঘাত দিয়েছেন ৷ মহিলাদের প্রতি শালীনতার অবমাননাতেও অভিযুক্ত হয়েছেন পর্দার বাজিরাও ৷

সেই সূত্রেই সোমবার সকাল সাতটা নাগাদ থানায় পৌঁছন অভিনেতা ৷ এরপর তদন্তকারী অফিসার তাঁর বয়ান রেকর্ড করেন (Ranveer Singh recorded statement )৷ সকাল 9.30 নাগাদ তাঁকে বেরিয়ে যেতে দেখা যায় থানা থেকে ৷ এরপরেই পুলিশ সূত্রে জানা যায় বয়ান রেকর্ড করা হয়েছে এই অভিনেতার ৷

আরও পড়ুন: টাইগারের সঙ্গে কেন ডেটিং করবেন না কৃতি, জানালেন করণের শোয়ে

গত 21 জুলাই পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্য়ুট করান রণবীর ৷ প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশ্যুটে সামিল হয়েছিলেন অভিনেতা (Ranveer Singh nude photoshoot )। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস । তাঁকেই অনুসরণ করেণ রণবীর ৷ এরপর এই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন অভিনেতা ৷ আর সেই থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি ৷ একদিকে যেমন তাঁর পাশে দাঁড়িয়েছেন রামগোপাল বর্মা, স্বরা ভাস্কর, আলিয়া ভাটরা তেমনই আবার নেটপাড়ার একাংশ ভীষণ ক্ষুব্ধ তাঁর উপর (Ranveer Singh nude photoshoot controversy)৷

মুম্বই, 29 অগস্ট: সোশাল মিডিয়ায় তাঁর নগ্ন ছবি পোস্ট করার জের এখনও সামলাতে হচ্ছে রণবীর কাপুরকে ৷ ইতিমধ্যেই নানাবিধ অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে ৷ এমনকী মুম্বইয়ের চেম্বুর থানায় একটি বেসরকারি সংস্থাও তাঁর নামে মামলা দায়ের করে ৷ এবার সেই সূত্র ধরেই তাঁর বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ(Ranveer Singh records statement in nude photoshoot) ৷

প্রসঙ্গত গত মাসে তাঁর বিরুদ্ধে এই ফটোশ্য়ুট নিয়ে অভিযোগ দায়ের করেছিল একটি এনজিও ৷ এই অভিযোগের ভিত্তিতেই রণবীরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 92, 293, 354 এবং 509 ধারা-সহ আইটি-এর 67A-এর অধীনে মামলা দায়ের করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি জনসাধারণের ভাবাবেগে আঘাত দিয়েছেন ৷ মহিলাদের প্রতি শালীনতার অবমাননাতেও অভিযুক্ত হয়েছেন পর্দার বাজিরাও ৷

সেই সূত্রেই সোমবার সকাল সাতটা নাগাদ থানায় পৌঁছন অভিনেতা ৷ এরপর তদন্তকারী অফিসার তাঁর বয়ান রেকর্ড করেন (Ranveer Singh recorded statement )৷ সকাল 9.30 নাগাদ তাঁকে বেরিয়ে যেতে দেখা যায় থানা থেকে ৷ এরপরেই পুলিশ সূত্রে জানা যায় বয়ান রেকর্ড করা হয়েছে এই অভিনেতার ৷

আরও পড়ুন: টাইগারের সঙ্গে কেন ডেটিং করবেন না কৃতি, জানালেন করণের শোয়ে

গত 21 জুলাই পেপার ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশ্য়ুট করান রণবীর ৷ প্রয়াত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে স্মরণ করেই এমন সাহসী ফটোশ্যুটে সামিল হয়েছিলেন অভিনেতা (Ranveer Singh nude photoshoot )। অতীতে ছক ভেঙে এমনই সব ফটোশুটে অংশ নিতেন রেনল্ডস । তাঁকেই অনুসরণ করেণ রণবীর ৷ এরপর এই ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেন অভিনেতা ৷ আর সেই থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছেন তিনি ৷ একদিকে যেমন তাঁর পাশে দাঁড়িয়েছেন রামগোপাল বর্মা, স্বরা ভাস্কর, আলিয়া ভাটরা তেমনই আবার নেটপাড়ার একাংশ ভীষণ ক্ষুব্ধ তাঁর উপর (Ranveer Singh nude photoshoot controversy)৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.