ETV Bharat / entertainment

Raju Srivastava Health Update: ফের অবস্থার অবনতি রাজু শ্রীবাস্তবের, এখনও ভেন্টিলেশনে কমেডিয়ান - Raju Srivastava In AIMS

ফের একবার শারীরিক অবস্থার অবনতি হয়েছে কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava Health Update)৷ তাঁকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে ৷

Raju Srivastava Health Update
ফের অবস্থার অবনতি রাজু শ্রীবাস্তবের, এখনও ভেন্টিলেশনে কমেডিয়ান
author img

By

Published : Sep 2, 2022, 10:35 AM IST

মুম্বই, 2 সেপ্টেম্বর: কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার ফের একবার অবনতি হয়েছে ৷ দিল্লির এইমস হাসপাতাল সূত্রে খবর অভিনেতাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে । তিনি জ্বরেও আক্রান্ত (Raju Srivastava Health Update)৷ চিকিৎসকরা তাঁর অবস্থা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না ৷ প্রসঙ্গত, তিনি দিল্লি এইমসে ভর্তি হওয়ার পর থেকে প্রায় 23 দিন কেটে গিয়েছে (Raju Srivastava In AIMS) ৷ আশা নিরাশায় কাটছে তাঁর পরিবার ও অনুরাগীদের দিন ৷

গত10 আগস্ট হার্ট অ্যাটাক হয়েছিল রাজুর এবং তাঁর মস্তিষ্কেও কিছু সমস্য়া দেখা দিয়েছিল ৷ রাজুর মস্তিষ্কের তিনটি স্নায়ুর একটিও ঠিকমতো কাজ করছিল না ৷ যার জেরেই শেষ পর্যন্ত নিউরোফিজিওথেরাপির সাহায্য নেন চিকিৎসকরা । এরপর অবশ্য় কিছু উন্নতি হয়েছিল পরিস্থিতির ৷ তবে তাঁকে ভেন্টিলেশন থেকে সাধারণ বেডে দেওয়া হয়নি ৷ ফের একবার শারীরিক অবস্থার অবনতি হল রাজুর (Raju Srivastava Health Condition)৷

আরও পড়ুন: '1770 এক সংগ্রাম' এর সাফল্য কামনায় বার্তা পাঠালেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পৌত্র

প্রসঙ্গত এই কমেডিয়ান কয়েকদিন আগেই দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । খবর অনুযায়ী, একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ হোটেলের ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷ 10 অগস্ট হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে ৷ এরপর গত 13 অগস্ট রাজুর এমআরআই করা হয় । এমআরআই রিপোর্টে মাথায় বেশ কিছু আঘাতের দাগও দেখা গিয়েছিল ৷
রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) 'ম্যায়নে প্যায়ার কিয়া' (1989), 'বাজিগর' (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে ৷

মুম্বই, 2 সেপ্টেম্বর: কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার ফের একবার অবনতি হয়েছে ৷ দিল্লির এইমস হাসপাতাল সূত্রে খবর অভিনেতাকে এখনও ভেন্টিলেশনেই রাখা হয়েছে । তিনি জ্বরেও আক্রান্ত (Raju Srivastava Health Update)৷ চিকিৎসকরা তাঁর অবস্থা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না ৷ প্রসঙ্গত, তিনি দিল্লি এইমসে ভর্তি হওয়ার পর থেকে প্রায় 23 দিন কেটে গিয়েছে (Raju Srivastava In AIMS) ৷ আশা নিরাশায় কাটছে তাঁর পরিবার ও অনুরাগীদের দিন ৷

গত10 আগস্ট হার্ট অ্যাটাক হয়েছিল রাজুর এবং তাঁর মস্তিষ্কেও কিছু সমস্য়া দেখা দিয়েছিল ৷ রাজুর মস্তিষ্কের তিনটি স্নায়ুর একটিও ঠিকমতো কাজ করছিল না ৷ যার জেরেই শেষ পর্যন্ত নিউরোফিজিওথেরাপির সাহায্য নেন চিকিৎসকরা । এরপর অবশ্য় কিছু উন্নতি হয়েছিল পরিস্থিতির ৷ তবে তাঁকে ভেন্টিলেশন থেকে সাধারণ বেডে দেওয়া হয়নি ৷ ফের একবার শারীরিক অবস্থার অবনতি হল রাজুর (Raju Srivastava Health Condition)৷

আরও পড়ুন: '1770 এক সংগ্রাম' এর সাফল্য কামনায় বার্তা পাঠালেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পৌত্র

প্রসঙ্গত এই কমেডিয়ান কয়েকদিন আগেই দিল্লিতে একটি হোটেলে উঠেছিলেন । খবর অনুযায়ী, একটি বড় রাজনৈতিক দলের কোনও এক নেতার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তাঁর ৷ হোটেলের ট্রেডমিলে ওয়ার্কআউট করার সময়ই তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি নিয়ে যাওয়া হয় ৷ 10 অগস্ট হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে ৷ এরপর গত 13 অগস্ট রাজুর এমআরআই করা হয় । এমআরআই রিপোর্টে মাথায় বেশ কিছু আঘাতের দাগও দেখা গিয়েছিল ৷
রাজুর জনপ্রিয়তার সূত্রপাত 2004 সালের 'দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ' কমেডি শোয়ের মাধ্য়মে ৷ তবে শুধু যে টিভি শো থেকেই রাজুর পরিচিতি তা বললে ভুল বলা হয় ৷ 'তেজাব' (1988) 'ম্যায়নে প্যায়ার কিয়া' (1989), 'বাজিগর' (1993)-সহ বেশ কয়েকটি সিনেমাতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে ৷ শেষবার তিনি বড় পর্দায় আসেন কমেডিয়ান কপিল শর্মার সঙ্গে 'ফিরঙ্গি' ছবিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.