কলকাতা, 24 নভেম্বর: 'পঞ্চমী'র পর ফের ছোটপর্দায় ফিরছেন রাজদীপ গুপ্ত । আসছে তাঁর নতুন ধারাবাহিক 'দ্বিতীয় বসন্ত'। সোহিনী গুহ রায়ের সঙ্গে এই ধারাবাহিকে জুটি বাঁধছেন রাজদীপ । এখানে সিঙ্গল মাদার এবং সিঙ্গল ফাদারের ভূমিকায় দেখা যাবে এই নতুন জুটিকে ।
দিনকয়েক আগেই 'পঞ্চমী' ধারাবাহিকে অভিনয় করছিলেন রাজদীপ । ছোটপর্দায় অনেকদিন পর তিনি কামব্যাক করেছিলেন 'পঞ্চমী'র হাত ধরে । মাঝপথে ধারাবাহিক থেকে বিদায় নেন । তাঁর জায়গায় আর নতুন কাউকে নিয়ে আসা হয়নি । তাঁকে ছাড়াই এগিয়ে চলছিল গল্প । এরপর শেষ হয়ে যায় সেই ধারাবাহিক । এবার নয়া অবতারে বাবা হিসেবে পর্দায় হাজির হবেন রাজদীপ ।
রাজদীপের ধারাবাহিকের তালিকায় আছে-'ওগো বধূ সুন্দরী', 'আপনজন', 'ঝাঁঝ লবঙ্গ ফুল', 'বাক্স বদল'। সবকটিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ । আর এবার 'দ্বিতীয় বসন্ত' । এই নিয়ে অভিনেতা বলেন, "খুব ম্যাচিওরড একটা চরিত্রে এই প্রথমবার কোনও বাংলা ধারাবাহিকে অভিনয় করতে চলেছি । এখানে অনেকগুলো নতুন ব্যাপার রয়েছে । যেমন বাচ্চাদের নিয়ে কাজ করছি এই প্রথমবার । তাই অনেক মজার অভিজ্ঞতা হচ্ছে । ওর মুড না থাকলে ওর সঙ্গে খেলতে হচ্ছে, কানে কানে ডায়লগ বলতে হচ্ছে । সব মিলিয়ে অন্যরকম অনুভূতি । বিপ্লব দা'র (দাশগুপ্ত) সঙ্গে ভীষণ ভালো ভালো টপিক নিয়ে আলোচনা হয় মেকআপ রুমে । সোহিনীর সঙ্গে সেরকম সিন হয়নি এখনও । আজকাল খুব সিরিয়াস থাকার চেষ্টা করছি । কারওর পিছনে লাগছি না । যেরকম আমি লেগে থাকি সাধারণত । অমিতদার সঙ্গে আবার কাজ করে ভালো লাগছে । অমিত দা কী চায় সেটা অনেকদিন থেকেই জানি এবং বুঝি । ফলে, কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে ।"
গল্পের নায়িকার স্বামী তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে কোথাও । ওদিকে নায়কের স্ত্রীও মৃত । সুতরাং, নায়ক তাঁর মেয়ে এবং নায়িকা তাঁর ছেলেকে নিয়ে থাকে । এরপর দুজনের দেখা হলে কী হবে, সেটাই দেখার । রাজদীপ এবং সোহিনীর জুটি দর্শক মনে কতটা ভালোলাগার পরশ দেয় সেটাই দেখার । রাজদীপ এবং সোহিনী ছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন দ্বৈপায়ন, জেসমিন রায়, বিপ্লব দাশগুপ্ত, গৌতম হালদার, অনুশ্রী দাস, মিলন রায়চৌধুরী, চুমকি চৌধুরী-সহ আরও অনেকে । পরিচালক অমিত দাস ও কণক ভট্টাচার্যের প্রযোজনাতে আসছে এই ধারাবাহিক ।
প্রসঙ্গত, সোহিনীর ধারাবাহিকের তালিকায় রয়েছে 'রেশম ঝাঁপি', 'গঙ্গারাম', 'ময়ূরপঙ্খী', 'ভাগ্যলক্ষ্মী' এবার 'দ্বিতীয় বসন্ত'। এর মাঝে 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবিতে অভিনয় করেন সোহিনী । রাজর্ষি দে-র 'সাদা রঙের পৃথিবী'তেও অভিনয় করতে দেখা যাবে তাঁকে ।
আরও পড়ুন :
1 মায়ের কোল খোঁজার গল্প নিয়ে প্রসেনজিতের প্রযোজনায় আসছে 'আলোর কোলে'
2 'আজও মাকে অনুভব করেন', 'আলোর কোলে' ধারাবাহিক নিয়ে আবেগঘন প্রযোজক প্রসেনজিৎ