কলকাতা, 2 জানুয়ারি: ওটিটির হাত ধরে নতুন বছরে চমক নিয়ে হাজির হতে চলেছেন পূজা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নাচের জন্য রীতিমতো পরিচিত অভিনেত্রী ৷ নতুন ওয়েব সিরিজেও নাচটাই হতে চলেছে মুখ্য ৷ সিরিজের নামও তাই 'ক্যাবারেট'৷ পরিচালনা করবেন উৎসব মুখোপাধ্যায় ৷ মঙ্গলবার সামনে এল তারই মোশন পোস্টার ৷ চলতি মাসেই মুক্তি পাবে এই সিরিজটি ৷
বেশকিছুদিন ধরেই চরিত্রটি নিয়ে তাঁর ভালো লাগার কথা শেয়ার করছেন পূজা ৷ নতুন এই কাজ নিয়ে বলতে গিয়ে পূজা বলেন, "এটা এমন একটা চরিত্র যে ধরনের চরিত্রে আপনারা কেউ আগে আমায় দেখেননি ৷" আজ পোস্টারেও রয়েছে সেই দ্যোতনা ৷ ক্যাবারেট ডান্সারদের মতোই রূপোলি ঝলমলে পোশাকে দেখা গিয়েছে তাঁকে ৷ পোস্টারের ক্যাপশানে লেখা হয়েছে, "আসছে এক নাইট কুইনের আশ্চর্য এক গল্প ৷"
সিরিজে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, শুভজিৎ কর, সত্যম ভট্টাচার্যের মতো অভিনেতারা ৷ সুরের দায়িত্ব পালন করবেন শিবাশিস বন্দ্যোপাধ্যায় ৷ আগামী 26 জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজটি ৷ পূজাকে এর আগে দেখা গিয়েছিল পুজোর গানে ৷ 'এসেছে দুর্গা মা গানে' তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছিলেন অঙ্কুশ হাজরাও ৷ রাজ চক্রবর্তীর প্রযোজনায় মুক্তি পায় সেই গানটি ৷ আর এবার তাঁকে দেখা যাবে নতুন সিরিজে ৷ সিরিজটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন নিশপাল সিং ৷
এর আগে বিচারক হিসাবে তাঁকে দেখা গিয়েছিল 'ডান্স বাংলা ডান্স'-এও ৷ তবে দীর্ঘ দিন তাঁকে অভিনয় করতে দেখা যায়নি বাংলা কোনও ছবি বা সিরিজে ৷ মা হওয়ার পর কিছুদিনের টানা বিরতি নিয়েছিলেন তিনি ৷ এবার অবশেষে তিনি ফিরলেন অভিনয়ে ৷ তাঁকে দেখতে তাই মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ কেমনভাবে নিজেকে মেলে ধরেন পূজা সেটাই এখন দেখার ৷
আরও পড়ুন: