ETV Bharat / entertainment

Piyali Mukherjee New Serial : আড়াই বছর পর টেলিভিশনে ফিরে কী বলছেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় - আড়াই বছর পর টেলিভিশনে ফিরে কী বলছেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায়

আড়াই বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় ৷ মা হওয়ার পর লম্বা বিরতি নিয়েছিলেন তিনি ৷ এবার তাঁকে দেখা যাবে 'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে (Piyali Mukherjee is Making a Come Back in Television )।

Piyali Mukherjee New Serial
আড়াই বছর পর ছোটপর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায়
author img

By

Published : Apr 2, 2022, 5:27 PM IST

কলকাতা, 2 এপ্রিল : প্রায় আড়াই বছর পর ফের টেলিভিশনের কাজে ফিরছেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় । এবার তাঁকে দেখা যাবে 'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে (Piyali Mukherjee is Making a Come Back in Television )। মা হওয়ার পর লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী । প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরেই একেবারে নেগেটিভ চরিত্রে যাত্রা শুরু করতে চলেছেন তিনি ।

'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে তাঁকে পাওয়া যাবে যাকে বলে দুষ্টু চরিত্রে । সিরিয়ালের চেনা ছক মেনেই সম্পত্তি নিয়ে ব্যস্ত তাঁর এই চরিত্র । স্বামীকে তাতায় সম্পত্তি আত্মসাৎ করার জন্য । এরকমই এক চরিত্রে রয়েছেন পিয়ালি ।

এই ব্যাপারে পিয়ালির সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "অনেকদিন পর আবার বারো ঘণ্টার রুটিনে ফিরছি । বাচ্চাকে মায়ের কাছে রেখে কাজে যাচ্ছি । মায়ের সাপোর্ট না থাকলে কাজে ফিরতে পারতাম না । এর মাঝে একটা ছবি করেছি 'রিষ' নামে । একটা ওয়েব সিরিজও করেছি 'থার্ড আই' নামে ।"

Piyali Mukherjee New Serial
এবার তাঁকে দেখা যাবে 'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে

আরও পড়ুন: অটিস্টিক শিশুদের নিয়ে নাইজেলের নতুন পদক্ষেপ 'চুপ চাপ চার্লি'

পিয়ালি আরও বলেন, "অভিনয়ের দিক থেকে অসুবিধা হচ্ছে না । সবাই খুব চেনা আমার। ফলে, কাজ করতে অসুবিধা হচ্ছে না । দেবেশদা এখানে একদিকে আমার মামার চরিত্রে, অন্যদিকে আবার আমার শ্বশুরের চরিত্রে । কিন্তু কেন? এখানে চমক আছে একটা ।" ২৮ মার্চ থেকে শুরু হয়েছে ধারাবাহিক 'আমার সোনা চাঁদের কণা' । এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় প্রথমবার জুটি বাঁধলেন জেসমিন রায় এবং রবি শ । এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী ।

কলকাতা, 2 এপ্রিল : প্রায় আড়াই বছর পর ফের টেলিভিশনের কাজে ফিরছেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় । এবার তাঁকে দেখা যাবে 'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে (Piyali Mukherjee is Making a Come Back in Television )। মা হওয়ার পর লম্বা বিরতি নিয়েছিলেন অভিনেত্রী । প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরেই একেবারে নেগেটিভ চরিত্রে যাত্রা শুরু করতে চলেছেন তিনি ।

'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে তাঁকে পাওয়া যাবে যাকে বলে দুষ্টু চরিত্রে । সিরিয়ালের চেনা ছক মেনেই সম্পত্তি নিয়ে ব্যস্ত তাঁর এই চরিত্র । স্বামীকে তাতায় সম্পত্তি আত্মসাৎ করার জন্য । এরকমই এক চরিত্রে রয়েছেন পিয়ালি ।

এই ব্যাপারে পিয়ালির সঙ্গে কথা বলা হলে তিনি বলেন, "অনেকদিন পর আবার বারো ঘণ্টার রুটিনে ফিরছি । বাচ্চাকে মায়ের কাছে রেখে কাজে যাচ্ছি । মায়ের সাপোর্ট না থাকলে কাজে ফিরতে পারতাম না । এর মাঝে একটা ছবি করেছি 'রিষ' নামে । একটা ওয়েব সিরিজও করেছি 'থার্ড আই' নামে ।"

Piyali Mukherjee New Serial
এবার তাঁকে দেখা যাবে 'আমার সোনা চাঁদের কণা' ধারাবাহিকে

আরও পড়ুন: অটিস্টিক শিশুদের নিয়ে নাইজেলের নতুন পদক্ষেপ 'চুপ চাপ চার্লি'

পিয়ালি আরও বলেন, "অভিনয়ের দিক থেকে অসুবিধা হচ্ছে না । সবাই খুব চেনা আমার। ফলে, কাজ করতে অসুবিধা হচ্ছে না । দেবেশদা এখানে একদিকে আমার মামার চরিত্রে, অন্যদিকে আবার আমার শ্বশুরের চরিত্রে । কিন্তু কেন? এখানে চমক আছে একটা ।" ২৮ মার্চ থেকে শুরু হয়েছে ধারাবাহিক 'আমার সোনা চাঁদের কণা' । এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় প্রথমবার জুটি বাঁধলেন জেসমিন রায় এবং রবি শ । এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবেশ রায়চৌধুরী ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.