নয়া দিল্লি, 9 এপ্রিল : ভুবন বাদ্য়করের ভাইরাল গান 'কাঁচা বাদাম'-এর রিমেক বানাতে গিয়ে ট্রোলের শিকার পাকিস্তানি ইউটিউবার ইয়াসির সোহার্দি ৷ বাদামকাকু ভুবনের এই বিখ্যাত গানটির একটি 'রমজান ভার্সান' লঞ্চ করতে গিয়েই সমালোচনার মুখে পড়তে হল তাঁকে ( Ramzan version of Kacha Badam Roza Rakhunga) ৷ তাঁর নতুন গানটির মূল কথা ছিল 'রোজা রাখুঙ্গা'৷ একই সঙ্গে পাখি এবং বিড়ালের ডাককেও গানে ব্যবহার করেছেন তিনি ৷
ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার জন্য এই মুহূর্তে নেটিজেনদের একটি অংশের কাছে রীতিমত ট্রোল হচ্ছেন এই ইউটিউবার ৷ কেউ যেমন লিখছেন, "কাঁচা বাদামের হালাল ভার্সন চলে এল ৷" আবার কেউ লিখেছেন, "একবার এনাকে বলুন কেউ ইসলাম সঙ্গীত হারাম, কে জানে তাহলে যদি এনার সম্মানটা বাঁচে আর আমাদের মস্তিকটাও ৷" আরেকজন লেখেন, "এভাবেই আমরা ধর্মকে ব্যবহার করি ৷ "
আরও পড়ুন: 11 বছর বয়সে প্রথম ক্রাশ, এবার সেই নায়কেরই হাত ধরছেন আলিয়া
তবে সকলেই যে ধর্মীয় ভাবাবেগের কারণে ট্রোল করছেন তা নয় ৷ অনেকেই তিনি বিড়াল এবং পাখির ডাক ব্যবহার করেছেন তা নিয়েও ট্রোলিং শুরু করেছেন ৷ প্রকাশ পাওয়ার পর মাত্র দু‘মাসেই কয়েক মিলিয়নের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছিল ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম ৷ তারপর থেকেই নানা ভার্সান সামনে এসেছে এই গানের ৷