কলকাতা, 5 এপ্রিল : নারী দশভুজা, কোনও কাজই অসাধ্য নয় তার কাছে ৷ অফিস-আদালতে কাজ থেকে শুরু করে সংসারের কাজ এমনকী রাজনৈতিক মঞ্চেও নারীর জয়জয়কার । একইভাবে আজকাল মহিলা টোটো চালক, ট্যাক্সি ড্রাইভার, অটোচালক, ক্যাব চালকেরও অভাব নেই । এবার এমনই এক মহিলা অটোচালকের জীবনের গল্প উঠে আসছে বাংলা ধারাবাহিকে ৷ ধারাবাহিকের নাম 'টুম্পা অটোওয়ালি' (New Bengali Serial Tumpa Autowali is Coming Soon) ৷
গল্পের নায়িকা টুম্পা অটো চালিয়ে রোজগার করে । আর তাতেই চলে তার সংসার । শুধু তাই নয় সে অটো চালিয়েই নিজের কলেজে যায় এবং লেখাপড়া করে । তার একমাত্র ভালোবাসা তার অটো । টুম্পার চরিত্রে রয়েছেন ডোনা ভৌমিক । ডোনা এর আগে 'মোমপালক' ধারাবাহিকে অভিনয় করেছেন । সম্প্রতি শেষ হয়েছে সেই ধারাবাহিক । আর তার পরেই লড়াকু অটোচালকের ভূমিকায় জায়গা পেলেন অভিনেত্রী ।
এহেন চরিত্র পেয়ে খুশি ডোনা । হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া ডোনার । ধারাবাহিকের সম্প্রচারের সময় এবং তারিখ এখনও জানানো হয়নি চ্যানেলের তরফে । তবে, খুব শীঘ্রই এই গল্প টিভির পর্দায় হাজির হবে বলে আশা করা যায় ।
আরও পড়ুন : গ্র্যামি জিতে নিলেন আমেরিকা প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনি
প্রসঙ্গত, সমাজ এগোলেও আজও মেয়েদের সংসার কিংবা সরকারি কিংবা কর্পোরেট দুনিয়ায় কাজ ছাড়া অন্য কাজ করতে দেখলেই ভ্রূ কুঁচকায় অনেকেরই । আর সেই কাজ যদি হয় কোনও বাস চালক, অটো চালক, ভ্যান চালক, টোটোচালক কিংবা ক্যাব চালকের । কিন্তু মহিলা পাইলট হলে শতকোটি সম্মান তাঁর জন্য বরাদ্দ । অথচ এঁরা প্রত্যেকেই যাত্রীসুরক্ষার কথা মাথায় রেখেই চালকের দায়িত্ব পালন করেন । এখন এই ধারাবাহিক টুম্পাকে কীভাবে তুলে ধরে অপেক্ষা থাকবে তারই জন্য ৷