ETV Bharat / entertainment

Naatu Naatu on Oscar Stage: রামচরণ বা জুনিয়র এনটিআর নয় ! অস্কারের মঞ্চে নাতু নাতু'তে কে কোমর দোলাবে জানেন ? - অস্কার 2023

অস্কারের মঞ্চে নাতু নাতু । স্টেজে জনপ্রিয় গানের ছন্দে যদিও কোমর দোলাতে দেখা যাবে না আরআরআর-এর দুই মূল স্থপতি জুনিয়র এনটিআর এবং রামচরণকে । তবে কে মাতাবেন ডলবি থিয়েটারের মঞ্চ (Check who is going to perform on Oscar Stage)?

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 11, 2023, 4:21 PM IST

Updated : Mar 11, 2023, 11:09 PM IST

লস অ্যাঞ্জেলস, 11 মার্চ: গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর এবার অস্কারের আসর মাতাতে প্রস্তুত নাতু নাতু (Naatu Naatu at Oscars)। সেরা মৌলিক গান হিসেবে অস্কারজয়ের দৌড়ে রয়েছে আরআরআর সিনেমার এই গান । শুধু গান নয়, নাতু নাতু'তে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর নাচ আরও বেশি জনপ্রিয় হয়েছে । এবার জানিয়ে দেওয়া হল, স্টেজেও ওই স্টেপ দেখবেন দর্শকরা । যদিও রামচরণ বা জুনিয়র এনটিআর, কেউই তাতে অংশগ্রহণ করবেন না (Check who is going to perform on Naatu Naatu)।

অস্কার কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল, লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে এই গান পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব । এবার ওই গানে কে পারফর্ম করবেন তাও জানা গেল । জনপ্রিয় গানে গা-দোলাবেন মার্কিনি অভিনেত্রী-ডান্সার লরেন গটলিয়েব (Lauren Gottlieb)। বলিউডের ওই পরিচিত মুখকেই অস্কারের মঞ্চে দেখা যাবে। খবরটি প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছায় ভেসেছেন লরেন। সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিশাল দাদলানি, করণ ঠাকুর-সহ একাধিক সেলেব (Celebs congratulate Lauren Gottlieb) ।

আরও পড়ুন: অস্কারে যোগ দিতে আমেরিকা গেলেন এনটিআর জুনিয়র, শুভেচ্ছা ভক্তদের

ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন লরেন । সামাজিক মাধ্যমের পাতায় রিহার্সালের কিছু ঝলক শেয়ার করে তিনি লিখেছেন, "একটি বিশেষ ঘোষণা । আমি অস্কারের মঞ্চে 'নাতু নাতু'তে পারফর্ম করছি । বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত।" প্রসঙ্গত, জন্মসূত্রে আমেরিকান হলেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে বহুবছর ধরেই পরিচিত তিনি । এবিসিডি, এবিসিডি-2, ঘুমকেতু, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী (হিন্দি)-সহ একাধিক সিনেমায় তাঁকে দেখা গিয়েছে ।

এসএস রাজামৌলীর পরিচালনায় আরআরআর-এর সবচেয়ে আলোচিত সিকোয়েন্সগুলির মধ্যে অন্যতম নাতু নাতু । এমএম কিরাভানির সুর করা এবং চন্দ্রবোসের লেখা গান বিদেশের মঞ্চেও সমাদৃত । সেই গানেই এবার মাতবে হলিউডের মঞ্চ ।

আরও পড়ুন: অস্কারের গুরুদায়িত্ব সামলাতে লস অ্যাঞ্জেলস পাড়ি দীপিকার, ছাড়তে গেলেন রণবীর

লস অ্যাঞ্জেলস, 11 মার্চ: গোল্ডেন গ্লোব জিতে নেওয়ার পর এবার অস্কারের আসর মাতাতে প্রস্তুত নাতু নাতু (Naatu Naatu at Oscars)। সেরা মৌলিক গান হিসেবে অস্কারজয়ের দৌড়ে রয়েছে আরআরআর সিনেমার এই গান । শুধু গান নয়, নাতু নাতু'তে রাম চরণ এবং জুনিয়র এনটিআর-এর নাচ আরও বেশি জনপ্রিয় হয়েছে । এবার জানিয়ে দেওয়া হল, স্টেজেও ওই স্টেপ দেখবেন দর্শকরা । যদিও রামচরণ বা জুনিয়র এনটিআর, কেউই তাতে অংশগ্রহণ করবেন না (Check who is going to perform on Naatu Naatu)।

অস্কার কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল, লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে এই গান পরিবেশন করবেন গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব । এবার ওই গানে কে পারফর্ম করবেন তাও জানা গেল । জনপ্রিয় গানে গা-দোলাবেন মার্কিনি অভিনেত্রী-ডান্সার লরেন গটলিয়েব (Lauren Gottlieb)। বলিউডের ওই পরিচিত মুখকেই অস্কারের মঞ্চে দেখা যাবে। খবরটি প্রকাশ্যে আসার পরেই শুভেচ্ছায় ভেসেছেন লরেন। সোশাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিশাল দাদলানি, করণ ঠাকুর-সহ একাধিক সেলেব (Celebs congratulate Lauren Gottlieb) ।

আরও পড়ুন: অস্কারে যোগ দিতে আমেরিকা গেলেন এনটিআর জুনিয়র, শুভেচ্ছা ভক্তদের

ইনস্টাগ্রামে এই খবর জানিয়েছেন লরেন । সামাজিক মাধ্যমের পাতায় রিহার্সালের কিছু ঝলক শেয়ার করে তিনি লিখেছেন, "একটি বিশেষ ঘোষণা । আমি অস্কারের মঞ্চে 'নাতু নাতু'তে পারফর্ম করছি । বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে উত্তেজিত।" প্রসঙ্গত, জন্মসূত্রে আমেরিকান হলেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে বহুবছর ধরেই পরিচিত তিনি । এবিসিডি, এবিসিডি-2, ঘুমকেতু, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী (হিন্দি)-সহ একাধিক সিনেমায় তাঁকে দেখা গিয়েছে ।

এসএস রাজামৌলীর পরিচালনায় আরআরআর-এর সবচেয়ে আলোচিত সিকোয়েন্সগুলির মধ্যে অন্যতম নাতু নাতু । এমএম কিরাভানির সুর করা এবং চন্দ্রবোসের লেখা গান বিদেশের মঞ্চেও সমাদৃত । সেই গানেই এবার মাতবে হলিউডের মঞ্চ ।

আরও পড়ুন: অস্কারের গুরুদায়িত্ব সামলাতে লস অ্যাঞ্জেলস পাড়ি দীপিকার, ছাড়তে গেলেন রণবীর

Last Updated : Mar 11, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.