ETV Bharat / entertainment

New Serial Sohag Chand: অভিনয়ে পা 'মিস প্লাস সাইজ ইন্ডিয়া 2019' জয়ী অন্বেষার, আসছে 'সোহাগ চাঁদ' - New Serial Sohag Chand is Coming Soon

বাংলা টেলিভিশনে এবার স্থুলকায় নায়িকার গল্প(New Serial Sohag Chand) ৷ মোটা হওয়ার কারণে সহ্য করতে হয় কী কী সমস্যা, সেই কাহিনি নিয়েই আসছে 'সোহাগ চাঁদ' ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 29, 2022, 5:50 PM IST

কলকাতা, 29 অক্টোবর: বাংলা টেলিভিশনে এবার ওজনদার গল্প । অর্থটা ভেঙে বলতে গেলে আদতে একটি মোটা মেয়ের পাত্র না জোটার গল্প বলবে ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। ইতিমধ্যেই হাজির হয়েছে প্রোমো (New Serial Sohag Chand)। যেখানে গল্পের নায়িকা বেশ স্থূলকায় । আর তাই তার পাত্র পাওয়া নিয়ে তৈরি হয় সমস্য়া । তবে তার বিশ্বাস, ঠিক এমন কেউ না কেউ আসবে যে তার ওজন নয়, মন বুঝবে (Bengali Serial Sohag Chand ) ।

বাকিটা সময়ের অপেক্ষা । যে চ্যানেলে শুরু হয়েছে 'রান্নাঘরের গপ্পো', সেখানেই আসছে এই ধারাবাহিক (Sohag Chand is Coming Soon)। কালো মেয়ে, মোটা মেয়ে, বেঁটে মেয়ের পাত্র জোটা মুশকিল-এই ধারণা চলে আসছে সেই আদ্যিকাল থেকে ৷ সময় পাল্টে গেলেও এই ধারণা এখনও বদ্ধ পরিকর ৷ কিন্তু সত্যিই কি বেঁটে, কালো, মোটা কিংবা খুব রোগা মেয়েদের পাত্র জোটে না? না, সত্যি নয় এই কথা । আর সেটাই বলবে এই ধারাবাহিক । আসল বিষয় অঙ্গের সৌন্দর্য নয় মনের সৌন্দর্য(New Serial Sohag Chand is Coming Soon ) ৷

মুখ্য ভূমিকায় রয়েছেন অন্বেষা চক্রবর্তী । উল্লেখ্য, অন্বেষা গ্ল্যামারাস বিউটি পেজেন্ট 'মিস প্লাস সাইজ ইন্ডিয়া 2019'-এর বিজয়ী ছিলেন। তিনি তাঁর বুদ্ধিমত্তা এবং সাহসিকতার জন্য প্রশংসিতও হন । এহেন অন্বেষা এবার ডেবিউ করছেন অভিনয় দুনিয়ায় । অন্বেষা ছাড়া এই ধারাবাহিকে আর কারা অভিনয় করছেন তা জানা যায়নি এখনও । এমনকী কবে থেকে আসছে এই ধারাবাহিক তাও জানা যায়নি এখনও পর্যন্ত । সবই ক্রমশ প্রকাশ্য।

আরও পড়ুন: নভেম্বরে মুক্তি পাচ্ছে 'দোস্তজী', নিবেদনে প্রসেনজিৎ

তবে, এহেন গল্প সামাজিক বার্তা দেয় তা বলাই বাহুল্য । এর আগেও এরকম গল্প নিয়ে বাংলা টেলিভিশনে গল্প এসেছে । নাম ছিল 'রাধা'। জুটি বেঁধেছিলেন রবি শাহ এবং এমিলা সাধুখাঁ । এবার ফের একবার ধারাবাহিকে স্বাস্থ্যবতী মেয়ের গল্প । দর্শক অপেক্ষায় থাকবে এমন গল্প দেখতে ।

কলকাতা, 29 অক্টোবর: বাংলা টেলিভিশনে এবার ওজনদার গল্প । অর্থটা ভেঙে বলতে গেলে আদতে একটি মোটা মেয়ের পাত্র না জোটার গল্প বলবে ধারাবাহিক 'সোহাগ চাঁদ'। ইতিমধ্যেই হাজির হয়েছে প্রোমো (New Serial Sohag Chand)। যেখানে গল্পের নায়িকা বেশ স্থূলকায় । আর তাই তার পাত্র পাওয়া নিয়ে তৈরি হয় সমস্য়া । তবে তার বিশ্বাস, ঠিক এমন কেউ না কেউ আসবে যে তার ওজন নয়, মন বুঝবে (Bengali Serial Sohag Chand ) ।

বাকিটা সময়ের অপেক্ষা । যে চ্যানেলে শুরু হয়েছে 'রান্নাঘরের গপ্পো', সেখানেই আসছে এই ধারাবাহিক (Sohag Chand is Coming Soon)। কালো মেয়ে, মোটা মেয়ে, বেঁটে মেয়ের পাত্র জোটা মুশকিল-এই ধারণা চলে আসছে সেই আদ্যিকাল থেকে ৷ সময় পাল্টে গেলেও এই ধারণা এখনও বদ্ধ পরিকর ৷ কিন্তু সত্যিই কি বেঁটে, কালো, মোটা কিংবা খুব রোগা মেয়েদের পাত্র জোটে না? না, সত্যি নয় এই কথা । আর সেটাই বলবে এই ধারাবাহিক । আসল বিষয় অঙ্গের সৌন্দর্য নয় মনের সৌন্দর্য(New Serial Sohag Chand is Coming Soon ) ৷

মুখ্য ভূমিকায় রয়েছেন অন্বেষা চক্রবর্তী । উল্লেখ্য, অন্বেষা গ্ল্যামারাস বিউটি পেজেন্ট 'মিস প্লাস সাইজ ইন্ডিয়া 2019'-এর বিজয়ী ছিলেন। তিনি তাঁর বুদ্ধিমত্তা এবং সাহসিকতার জন্য প্রশংসিতও হন । এহেন অন্বেষা এবার ডেবিউ করছেন অভিনয় দুনিয়ায় । অন্বেষা ছাড়া এই ধারাবাহিকে আর কারা অভিনয় করছেন তা জানা যায়নি এখনও । এমনকী কবে থেকে আসছে এই ধারাবাহিক তাও জানা যায়নি এখনও পর্যন্ত । সবই ক্রমশ প্রকাশ্য।

আরও পড়ুন: নভেম্বরে মুক্তি পাচ্ছে 'দোস্তজী', নিবেদনে প্রসেনজিৎ

তবে, এহেন গল্প সামাজিক বার্তা দেয় তা বলাই বাহুল্য । এর আগেও এরকম গল্প নিয়ে বাংলা টেলিভিশনে গল্প এসেছে । নাম ছিল 'রাধা'। জুটি বেঁধেছিলেন রবি শাহ এবং এমিলা সাধুখাঁ । এবার ফের একবার ধারাবাহিকে স্বাস্থ্যবতী মেয়ের গল্প । দর্শক অপেক্ষায় থাকবে এমন গল্প দেখতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.