ETV Bharat / entertainment

New Serial Shyama: হানি-টুম্পার জুটিতে আসছে 'শ্যামা', ভক্তি আর প্রেম মিলিয়ে জমবে কাহিনি - হানি টুম্পার জুটিতে আসছে শ্যামা

বাংলা টেলিভিশনে এবার আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক ৷ এবার কেন্দ্রীয় চরিত্রে হানি বাফনা এবং টুম্পা ঘোষ ৷

New Serial Shyama
আসছে নতুন ধারাবাহিক শ্যামা
author img

By

Published : Aug 4, 2023, 3:01 PM IST

কলকাতা, 4 অগস্ট: বাংলা টেলিভিশনে এখন নতুন জুটি হানি এবং টুম্পা । এঁদের এবার দেখা যাবে 'শ্যামা' ধারাবাহিকে । একদিকে 'গ্রামের রানি বীণাপানি'র পর বেশ দীর্ঘ একটি বিরতি নিয়ে আবার ধারাবাহিকে ফিরছেন হানি বাফনা ৷ আর অন্যদিকে 'ত্রিশূল'-এ কাজ করার বেশ অনেকদিন বিরতি নিয়েছিলেন টুম্পাও ৷ এবার আবার টুম্পা ঘোষকে দেখা যাবে ছোট পর্দায় ।

টুম্পার ঝুলিতে রয়েছে 'নিশির ডাক', 'রাঙিয়ে দিয়ে যাও'-এর মতো সব জনপ্রিয় ধারাবাহিক । আর এর আগে হানি বাফনাকে দেখা গিয়েছে 'বকুল কথা', 'প্রথমা কাদম্বিনী', 'গ্রামের রানি বীণাপানি'র মতো ধারাবাহিকগুলিতে । আসন্ন 'শ্যামা' ধারাবাহিকে হানি বাফনাকে দেখা যাবে একজন প্রভাব প্রতিপত্তিশালী পরিবারের ছেলে হিসেবে । গল্পের দিকে তাকালে দেখা যায় তাঁর চরিত্রের নাম জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন শুচিস্মিতা চৌধুরী ৷ আর বাবার চরিত্রে ভরত কল । ঠাকুরদার চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী আর ঠাকুমার চরিত্রে অনুরাধা রায় । ভাইয়ের চরিত্রে দেখা যাবে সায়ক চক্রবর্তীকে ।

জয়ের ঠাকুরদা বকুল বন্দ্যোপাধ্যায় পরিবারের সর্বময় কর্তা । তাঁর অঙ্গুলিহেলনেই চলে সংসার । বকুল বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা জ্যোতিষী । ওদিকে অরিত্রী বা শ্যামা সতীপীঠ মন্দিরের প্রধান পুরোহিত । অরিত্রী কীভাবে শ্যামা হয়ে ওঠে এই ধারাবাহিক সেই গল্পই বলবে । জয় এবং অরিত্রীর জমে উঠবে প্রেম ।

আরও পড়ুন: এসে গেল 'রক্তবীজ' এর টিজার পোস্টার, খাগড়াগড় বিস্ফোরণের গল্প বলবেন শিবু নন্দিতা

এরপর গল্পের নিয়ম মেনে বিয়েও হয় দু'জনের ৷ কী হয় এরপর? তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি । কবে থেকে আসবে এই ধারাবাহিক তা জানা যায়নি এখনও । টুম্পার মায়ের চরিত্রে দেখা যাবে মৌসুমী সাহাকে ৷ আর বাবার চরিত্রে বোধিসত্ত্ব মজুমদার । ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কেও । তিনিও বিয়ের পর ফিরছেন বাংলা টেলিভিশনে ।

কলকাতা, 4 অগস্ট: বাংলা টেলিভিশনে এখন নতুন জুটি হানি এবং টুম্পা । এঁদের এবার দেখা যাবে 'শ্যামা' ধারাবাহিকে । একদিকে 'গ্রামের রানি বীণাপানি'র পর বেশ দীর্ঘ একটি বিরতি নিয়ে আবার ধারাবাহিকে ফিরছেন হানি বাফনা ৷ আর অন্যদিকে 'ত্রিশূল'-এ কাজ করার বেশ অনেকদিন বিরতি নিয়েছিলেন টুম্পাও ৷ এবার আবার টুম্পা ঘোষকে দেখা যাবে ছোট পর্দায় ।

টুম্পার ঝুলিতে রয়েছে 'নিশির ডাক', 'রাঙিয়ে দিয়ে যাও'-এর মতো সব জনপ্রিয় ধারাবাহিক । আর এর আগে হানি বাফনাকে দেখা গিয়েছে 'বকুল কথা', 'প্রথমা কাদম্বিনী', 'গ্রামের রানি বীণাপানি'র মতো ধারাবাহিকগুলিতে । আসন্ন 'শ্যামা' ধারাবাহিকে হানি বাফনাকে দেখা যাবে একজন প্রভাব প্রতিপত্তিশালী পরিবারের ছেলে হিসেবে । গল্পের দিকে তাকালে দেখা যায় তাঁর চরিত্রের নাম জয় বন্দ্যোপাধ্যায় । তাঁর মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন শুচিস্মিতা চৌধুরী ৷ আর বাবার চরিত্রে ভরত কল । ঠাকুরদার চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী আর ঠাকুমার চরিত্রে অনুরাধা রায় । ভাইয়ের চরিত্রে দেখা যাবে সায়ক চক্রবর্তীকে ।

জয়ের ঠাকুরদা বকুল বন্দ্যোপাধ্যায় পরিবারের সর্বময় কর্তা । তাঁর অঙ্গুলিহেলনেই চলে সংসার । বকুল বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা জ্যোতিষী । ওদিকে অরিত্রী বা শ্যামা সতীপীঠ মন্দিরের প্রধান পুরোহিত । অরিত্রী কীভাবে শ্যামা হয়ে ওঠে এই ধারাবাহিক সেই গল্পই বলবে । জয় এবং অরিত্রীর জমে উঠবে প্রেম ।

আরও পড়ুন: এসে গেল 'রক্তবীজ' এর টিজার পোস্টার, খাগড়াগড় বিস্ফোরণের গল্প বলবেন শিবু নন্দিতা

এরপর গল্পের নিয়ম মেনে বিয়েও হয় দু'জনের ৷ কী হয় এরপর? তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি । কবে থেকে আসবে এই ধারাবাহিক তা জানা যায়নি এখনও । টুম্পার মায়ের চরিত্রে দেখা যাবে মৌসুমী সাহাকে ৷ আর বাবার চরিত্রে বোধিসত্ত্ব মজুমদার । ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কেও । তিনিও বিয়ের পর ফিরছেন বাংলা টেলিভিশনে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.