কলকাতা, 5 জানুয়ারি: বাংলা টেলিভিশনে এবার 'আকাশ কুসুম' গল্প । বিষয়ট ভেঙে বলা যাক । আসছে নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম' । মুখ্য দু'টি চরিত্রে রয়েছেন কথা চক্রবর্তী এবং সম্রাট মুখোপাধ্যায় । অর্থাৎ, বাংলা ধারাবাহিকের দর্শক পেতে চলেছে একটি নতুন জুটিকে । 'গাঁটছড়া' শেষ হওয়ার পর আর বসে থাকতে হল না কথা চক্রবর্তীকে । এবার অন্য একটি চ্যানেলের নতুন ধারাবাহিক 'আকাশ কুসুম'-এ প্রধান চরিত্রে ফিরছেন তিনি । গল্পের দিকে তাকালে দেখা যায় ডালি অর্থাৎ কথা চক্রবর্তীর মা মুখার্জি ম্যানসনের পরিচারিকা । বিনা দোষে চক্রান্তের শিকার হয়ে তাঁকে জেলে যেতে হয় । ডালি ম্যানসনেই বড় হয় । সে যে কোনও উপায়ে মুখার্জি ম্যানসনকে সব রকমের বিপদ থেকে রক্ষা করতে মরিয়া । মুখার্জিদেরই নিজের পরিবার ভাবে সে ।
এখানেই রয়েছে চমক ৷ মুখার্জিদের প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী রক্তিম দেব বর্মণের আবির্ভাব হয় গল্পে ৷ মুখার্জিদের পরিবারকে রাস্তায় বসাতে সে মরিয়া । ডালিও তৈরি তার নিজের পরিবারকে বাঁচাতে । মুখার্জি বাড়ির কর্তা শেখর মুখুজ্যের বড় আদরের ডালি । রক্তিম ডালিকে বিয়ে করতে চায় তাকে বিয়ের পর অত্যাচার করে শেখর মুখুজ্যেকে কষ্ট দেবে বলে । কেন মুখার্জিদের উপর এত রাগ রক্তিমের ? কেন জেলে যেতে হয়েছিল ডালির মাকে ? উত্তর দেবে 'আকাশ কুসুম'।
'গ্রে স্কেল এন্টারটেনমেন্ট'-এর প্রযোজনায়, সৌমেন হালদারের পরিচালনায় আসছে এই ধারবাহিক । গল্প স্নিগ্ধা বসুর । শিল্প নির্দেশনায় বাবলু সিংহ । চিত্রনাট্য লিখছেন পায়েল চক্রবর্তী । সংলাপ লিখেছেন তপস্যা দত্ত । আবহ, শীর্ষ সঙ্গীত, গানের কথা সবই প্রাঞ্জল দাসের । খুব শীঘ্রই আসছে এই ধারাবাহিক ।
প্রসঙ্গত, কথা চক্রবর্তীকে কদিন আগে অবধি 'গাঁটছড়া' ধারাবাহিকে গঙ্গা হিসেবে দেখেছে দর্শক । সেখানে তাঁর বিপরীতে ছিলেন আর্য দাশগুপ্ত । এবার সম্রাট মুখোপাধ্যায় । সম্রাট বাংলা বিনোদন দুনিয়ার পরিচিত মুখ । নানা ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন তিনি । একইসঙ্গে তাঁর নৃত্যশৈলীও বহুচর্চিত ।
আরও পড়ুন: