ETV Bharat / entertainment

New Music Video Boka Ghuri: বিশ্বকর্মা পুজোর আগেই হাজির নতুন গান 'বোকা ঘুড়ি' - বিশ্বকর্মা পুজোর আগেই হাজির নতুন গান বোকা ঘুড়ি

ক্লিক মিউজিকের ইউটিউব চ্যানেলে হাজির নতুন মিউজিক ভিডিয়ো 'বোকা ঘুড়ি' ৷ কণ্ঠ দিলেন অন্বেষা দত্তগুপ্ত এবং প্রাজ্ঞ দত্ত ।

New Music Video Boka Ghuri
মুক্তি পেল নতুন মিউজিক ভিডিয়ো বোকা ঘুড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 10:33 PM IST

কলকাতা, 29 অগস্ট: বিশ্বকর্মা পুজো এবং ঘুড়ি যেন একে অপরের পরিপূরক । আর এবছর বিশ্বকর্মা পুজোর আগে আগেই বড় উপহার নিয়ে হাজির ক্লিক মিউজিক ৷ ক্লিক মিউজিকের ইউটিউব চ্যানেলে হাজির হল 'বোকা ঘুড়ি' নামক নতুন একটি মিউজিক ভিডিয়ো । গান গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত এবং প্রাজ্ঞ দত্ত ।

এ গানের শুরুতেই থাকবে ঘটনার ঘনঘটা ৷ যেখানে বন্দিশের স্বাদ পাবেন সংগীত অনুরাগীরা ৷ বাংলা গানের ধারা মেনে গানটি তৈরি হয়েছে ঠিকই তবে এতে রয়েছে শাস্ত্রীয় সুফি সঙ্গীতের ছোঁয়াও ৷ যা প্রেম ও ত্যাগের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে । শাস্ত্রীয় সঙ্গীত ও পপ মিউজিকের মিশেল আনন্দ দেবে শ্রোতাদের, এমনটাই দাবি নির্মাতাদের ৷

'বোকা ঘুড়ি' গানের লিখেছেন প্রাজ্ঞ নিজেই । আর এই মিউজিক ভিডিয়োটিতে অভিনয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ৷ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মুম্বইয়ের সাহিল ফুল। অনিশ্চিত এই সময়ে প্রেম অনেকটাই শারীরিক সম্পর্কের নামান্তর হয়ে গিয়েছে অনেকের কাছে ৷ কিন্তু এই গানে তুলে ধরা হয়েছে আরও একটি অন্য দিক ৷ কাছের মানুষটার চিরন্তন অপেক্ষায় থাকাই যে প্রেম, তা বুঝিয়ে দেয় এই ভিডিয়োটি ৷

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

প্রসঙ্গত, কয়েক দিন আগেই সায়ন্তনী অভিনয় করেছেন 'মায়া' ছবিতে ৷ রাজর্ষি দের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি । সেখানে সাদামাটা লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সায়ন্তনী এক সময় বাংলা টেলিভিশনেও কাজ করেছেন দাপিয়ে । তবে, এখন তিনি মন দিয়েছেন সিনেমা এবং সিরিজেই । মিউজিক ভিডিয়োর সূত্রে আবার একটু অন্য় ধরনের কাজে দেখা মিলল তাঁর ৷ অন্যদিকে 'বোকা ঘুড়ি' মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক জিৎ চক্রবর্তী । জিৎ এর আগে পরিচালনা করেছেন 'শেষের গল্প' ও 'কথামৃত'র মতো ছবিগুলি ।

কলকাতা, 29 অগস্ট: বিশ্বকর্মা পুজো এবং ঘুড়ি যেন একে অপরের পরিপূরক । আর এবছর বিশ্বকর্মা পুজোর আগে আগেই বড় উপহার নিয়ে হাজির ক্লিক মিউজিক ৷ ক্লিক মিউজিকের ইউটিউব চ্যানেলে হাজির হল 'বোকা ঘুড়ি' নামক নতুন একটি মিউজিক ভিডিয়ো । গান গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত এবং প্রাজ্ঞ দত্ত ।

এ গানের শুরুতেই থাকবে ঘটনার ঘনঘটা ৷ যেখানে বন্দিশের স্বাদ পাবেন সংগীত অনুরাগীরা ৷ বাংলা গানের ধারা মেনে গানটি তৈরি হয়েছে ঠিকই তবে এতে রয়েছে শাস্ত্রীয় সুফি সঙ্গীতের ছোঁয়াও ৷ যা প্রেম ও ত্যাগের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে । শাস্ত্রীয় সঙ্গীত ও পপ মিউজিকের মিশেল আনন্দ দেবে শ্রোতাদের, এমনটাই দাবি নির্মাতাদের ৷

'বোকা ঘুড়ি' গানের লিখেছেন প্রাজ্ঞ নিজেই । আর এই মিউজিক ভিডিয়োটিতে অভিনয়ে রয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা ৷ তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মুম্বইয়ের সাহিল ফুল। অনিশ্চিত এই সময়ে প্রেম অনেকটাই শারীরিক সম্পর্কের নামান্তর হয়ে গিয়েছে অনেকের কাছে ৷ কিন্তু এই গানে তুলে ধরা হয়েছে আরও একটি অন্য দিক ৷ কাছের মানুষটার চিরন্তন অপেক্ষায় থাকাই যে প্রেম, তা বুঝিয়ে দেয় এই ভিডিয়োটি ৷

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

প্রসঙ্গত, কয়েক দিন আগেই সায়ন্তনী অভিনয় করেছেন 'মায়া' ছবিতে ৷ রাজর্ষি দের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছিলেন তিনি । সেখানে সাদামাটা লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। সায়ন্তনী এক সময় বাংলা টেলিভিশনেও কাজ করেছেন দাপিয়ে । তবে, এখন তিনি মন দিয়েছেন সিনেমা এবং সিরিজেই । মিউজিক ভিডিয়োর সূত্রে আবার একটু অন্য় ধরনের কাজে দেখা মিলল তাঁর ৷ অন্যদিকে 'বোকা ঘুড়ি' মিউজিক ভিডিয়োটি পরিচালনার দায়িত্বে ছিলেন পরিচালক জিৎ চক্রবর্তী । জিৎ এর আগে পরিচালনা করেছেন 'শেষের গল্প' ও 'কথামৃত'র মতো ছবিগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.