ETV Bharat / entertainment

Mimi Chakraborty: মুক্তি পেলে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান' - মুক্তি পেলে মিমির নতুন মিউজিক ভিডিয়ো

অভিনেত্রী মিমির প্রযোজনা সংস্থার তরফে শনিবার মুক্তি পেল নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান' (Mimi Chakraborty New Music Video) ৷

Mimi Chakraborty
মুক্তি পেলে মিমির নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান'
author img

By

Published : Sep 24, 2022, 12:57 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: পুজো মানেই মন্ডপে মন্ডপে ঘোরা, খাওয়া দাওয়া এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা ৷ তবে তার সঙ্গে পুজোর গান না থাকলে তো মজাটাই অর্ধেক মাটি (New Music Video)৷ প্রতিবারের মতো এবারও পুজোতে আসছে বেশ কিছু মিউজিক ভিডিয়ো ৷ একদিকে যেমন এসভিএফ থেকে আসছে তিনটি পুজোর গান তেমনই পুজোর গানে মেতেছেন শানও ৷ আর এবার এই তালিকায় নাম লেখালেন মিমি চক্রবর্তীও(Mimi Chakraborty New Music Video) ৷

অভিনেত্রী মিমির প্রযোজনা সংস্থার তরফে শনিবার মুক্তি পেল নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান' (New Music Video Amader Pujor Gaan)৷ এই গানে মিমিকে দেখা গেছে একেবারে ঘরোয়া মেজাজে ৷ কখনও যেমন হলুদ সালোয়ারে দর্শকদের মন কেড়েছেন কখনও আবার তেমনই দর্শকদের মন মাতিয়েছেন শাড়িতে ( Amader Pujor Gaan By Mimi Chakraborty)৷ পুজোর মজা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এই গান এমনটাই আশা নির্মাতাদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গানটি মুক্তি পেয়েছে মিমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৷ আজ তাঁর এই নতুন মিউজিক ভিডিয়োটি শেয়ার করে মিমি লেখেন, "আমাদের পুজোর গান এখন থেকে তোমাদের ..." ৷ একইসঙ্গে সকলকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী ৷ এর আগেই তাঁর গানের ছোট ছোট ক্লিপিংস শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ যা রীতিমতো আগ্রহ বাড়িয়েছিল দর্শকদের ৷ এবার মিমির এই নতুন গান দর্শকরা কেমন গ্রহন করেন সেটাই দেখার ৷

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয় ? পরিচালকের পোস্টে জারি জল্পনা

প্রসঙ্গত অভিনয়ের কথা বলতে গেলে মিমিকে শেষবার দেখা গিয়েছে মৈনাক ভৌমিকের 'মিনি' ছবিতে ৷ এই ছবিতে বেশ অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রী সাংসদ ৷ অসম বয়সি দুই চরিত্রের বন্ধুত্ব বেশ উপভোগ করেছিলেন সকলে ৷ এরপর তাঁকে দেখা যাবে 'খেলা যখন'-এ ৷ এই ছবিতে অর্জুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি ৷

কলকাতা, 24 সেপ্টেম্বর: পুজো মানেই মন্ডপে মন্ডপে ঘোরা, খাওয়া দাওয়া এবং বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা ৷ তবে তার সঙ্গে পুজোর গান না থাকলে তো মজাটাই অর্ধেক মাটি (New Music Video)৷ প্রতিবারের মতো এবারও পুজোতে আসছে বেশ কিছু মিউজিক ভিডিয়ো ৷ একদিকে যেমন এসভিএফ থেকে আসছে তিনটি পুজোর গান তেমনই পুজোর গানে মেতেছেন শানও ৷ আর এবার এই তালিকায় নাম লেখালেন মিমি চক্রবর্তীও(Mimi Chakraborty New Music Video) ৷

অভিনেত্রী মিমির প্রযোজনা সংস্থার তরফে শনিবার মুক্তি পেল নতুন মিউজিক ভিডিয়ো 'আমাদের পুজোর গান' (New Music Video Amader Pujor Gaan)৷ এই গানে মিমিকে দেখা গেছে একেবারে ঘরোয়া মেজাজে ৷ কখনও যেমন হলুদ সালোয়ারে দর্শকদের মন কেড়েছেন কখনও আবার তেমনই দর্শকদের মন মাতিয়েছেন শাড়িতে ( Amader Pujor Gaan By Mimi Chakraborty)৷ পুজোর মজা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এই গান এমনটাই আশা নির্মাতাদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

গানটি মুক্তি পেয়েছে মিমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ৷ আজ তাঁর এই নতুন মিউজিক ভিডিয়োটি শেয়ার করে মিমি লেখেন, "আমাদের পুজোর গান এখন থেকে তোমাদের ..." ৷ একইসঙ্গে সকলকে শারদীয়ার শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী ৷ এর আগেই তাঁর গানের ছোট ছোট ক্লিপিংস শেয়ার করেছিলেন অভিনেত্রী ৷ যা রীতিমতো আগ্রহ বাড়িয়েছিল দর্শকদের ৷ এবার মিমির এই নতুন গান দর্শকরা কেমন গ্রহন করেন সেটাই দেখার ৷

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বিজয় ? পরিচালকের পোস্টে জারি জল্পনা

প্রসঙ্গত অভিনয়ের কথা বলতে গেলে মিমিকে শেষবার দেখা গিয়েছে মৈনাক ভৌমিকের 'মিনি' ছবিতে ৷ এই ছবিতে বেশ অন্যরকম চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রী সাংসদ ৷ অসম বয়সি দুই চরিত্রের বন্ধুত্ব বেশ উপভোগ করেছিলেন সকলে ৷ এরপর তাঁকে দেখা যাবে 'খেলা যখন'-এ ৷ এই ছবিতে অর্জুন চক্রবর্তীর সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.