ETV Bharat / entertainment

New Bengali Serial: আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ', সাংবাদিক সম্মেলনে তারকারা - New Bengali Serial

ছোটপর্দায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক ৷ 'রূপসাগরে মনের মানুষ' ৷ তারই সাংবাদিক উপস্থিত ছিলেন অঞ্জনা বসু, রুকমা রায়-সহ একাধিক কলাকুশলীরা ৷

New Bengali Serial
নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'
author img

By

Published : Jun 30, 2023, 2:16 PM IST

নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'

কলকাতা, 30 জুন: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'। রূপ নয়, গুণই ভালোবাসার আসল মাপকাঠি- এই বার্তাই দেবে আসন্ন এই ধারাবাহিক। বুধবার হয়ে গিয়েছে 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকের সাংবাদিক সম্মেলন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জনা বসু, রুকমা রায়-সহ একাধিক কলাকুশলীরা ৷

ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, অন্নপূর্ণা অর্থাৎ পূর্ণা পরিবারের সকলের নয়নের মণি। এলাকার মানুষজনও ভালোবাসে তাঁকে। পুলিশ কর্মীর মেয়ে তিনি। পূর্ণার বাবা চান সে আইপিএস অফিসার হোক। অন্যদিকে, প্রভাবশালী অনুসূয়া দেবী চান, তাঁর ছেলে বিয়ে করে সংসারী হোক। কী হবে এরপর তা সময় বলবে। তাঁর ছেলের জন্য চাই সেরা পাত্রী ৷ পূর্ণাই কি সেই সেরা পাত্রী? যদি তাই হয়, তাহলে পূর্ণার স্বপ্নের কী হবে? কোন ঝড় ওঠবে এই চরিত্রদের কেন্দ্র করে? সেই উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই ৷

সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমো নজর কেড়েছে দর্শকদের ৷ প্রথমবার এমন কোনও ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে, যেখানে নায়ক কে তা অজানা ৷ বলা ভাল, আপাতত তিনি রয়েছেন অন্তরালেই ৷ মাত্র ত্রিশ সেকেন্ডের প্রোমোতে নায়কের ঝলক বুঝিয়ে দিয়েছে তিনি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছেন এই ধারাবাহিকে ৷

অন্যদিকে, এই প্রোমো কিছুটা হলেও সোশাল মিডিয়ায় তৈরি করেছে বিতর্ক ৷ এক ঝলক নায়ককে দেখেই, অনেক নেটিজেন তাঁকে ফেলে দিয়েছে অপছন্দের তালিকায় ৷ এই প্রসঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায় বলেন, "ধারাবাহিকে অন্যরকম গল্প বলার চেষ্টা করা হয়েছে ৷ তাই এখানে নায়কের মুখ সামনে আনা হয়নি ৷ ধারাবাহিক শুরু হলেই দর্শকরা বুঝতে পারবেন চরিত্রের গুরুত্ব ৷"

পাশাপাশি, অনেকদিন পর বাংলা ধারাবাহিকে ফিরলেন অঞ্জনা বসু। ধারাবাহিকে চরিত্র সম্পর্কে তিনি বলেন, "এখানে তিনি নেগেটিভ নন ৷ বরং পজিটিভ ৷ এক একটা চরিত্রকে দেখার দৃষ্টিভঙ্গি এক একরকম ৷ ফলে এখানে দাপুটে চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ যে চরিত্র সত্যিই সকলকে মুগ্ধ করবে ৷ আর যদি নেগেটিভ হিসাবে দেখেন, সেখানে চরিত্রকে ফুটিয়ে তোলার যে পরিশ্রম তা সার্থকতা পায় ৷"

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

উল্লেখ্য, রুকমা 'লালকুঠি' ধারাবাহিকের পর ফের মুখ্য ভূমিকায়। গল্পের নায়কের নাম আপাতত গোপন রেখেছে চ্যানেল এবং এসভিএফ প্রযোজনা সংস্থা। ফলে নেগেটিভ মন্তব্য সম্পর্কে রুকমা বলেন, "কোনও মানুষকে মাত্র ত্রিশ সেকেন্ড দেখে বিচার করা যায় না। তাও আবার তাঁকে পুরোপুরি না দেখে। তাঁকে কাজ করার সুযোগ আগে দেওয়া হোক। কারোর রূপ নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয় ৷ আমি নিজে কাজ করছি ৷ সত্যিই খুব ভালো অভিনেতা ৷ পাশাপাশি আমার চরিত্রটা বেশ ভালো। অঞ্জনা দি'র সঙ্গে কাজ করতে পারাটাও বেশ ভালো লাগার বিষয়।" আগামী 3 জুলাই রাত সাড়ে 8 টায় দেখা যাবে ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'।

নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'

কলকাতা, 30 জুন: বাংলা টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'। রূপ নয়, গুণই ভালোবাসার আসল মাপকাঠি- এই বার্তাই দেবে আসন্ন এই ধারাবাহিক। বুধবার হয়ে গিয়েছে 'রূপসাগরে মনের মানুষ' ধারাবাহিকের সাংবাদিক সম্মেলন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্জনা বসু, রুকমা রায়-সহ একাধিক কলাকুশলীরা ৷

ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, অন্নপূর্ণা অর্থাৎ পূর্ণা পরিবারের সকলের নয়নের মণি। এলাকার মানুষজনও ভালোবাসে তাঁকে। পুলিশ কর্মীর মেয়ে তিনি। পূর্ণার বাবা চান সে আইপিএস অফিসার হোক। অন্যদিকে, প্রভাবশালী অনুসূয়া দেবী চান, তাঁর ছেলে বিয়ে করে সংসারী হোক। কী হবে এরপর তা সময় বলবে। তাঁর ছেলের জন্য চাই সেরা পাত্রী ৷ পূর্ণাই কি সেই সেরা পাত্রী? যদি তাই হয়, তাহলে পূর্ণার স্বপ্নের কী হবে? কোন ঝড় ওঠবে এই চরিত্রদের কেন্দ্র করে? সেই উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই ৷

সম্প্রতি এই ধারাবাহিকের প্রোমো নজর কেড়েছে দর্শকদের ৷ প্রথমবার এমন কোনও ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে, যেখানে নায়ক কে তা অজানা ৷ বলা ভাল, আপাতত তিনি রয়েছেন অন্তরালেই ৷ মাত্র ত্রিশ সেকেন্ডের প্রোমোতে নায়কের ঝলক বুঝিয়ে দিয়েছে তিনি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছেন এই ধারাবাহিকে ৷

অন্যদিকে, এই প্রোমো কিছুটা হলেও সোশাল মিডিয়ায় তৈরি করেছে বিতর্ক ৷ এক ঝলক নায়ককে দেখেই, অনেক নেটিজেন তাঁকে ফেলে দিয়েছে অপছন্দের তালিকায় ৷ এই প্রসঙ্গে ক্রিয়েটিভ ডিরেক্টর অদিতি রায় বলেন, "ধারাবাহিকে অন্যরকম গল্প বলার চেষ্টা করা হয়েছে ৷ তাই এখানে নায়কের মুখ সামনে আনা হয়নি ৷ ধারাবাহিক শুরু হলেই দর্শকরা বুঝতে পারবেন চরিত্রের গুরুত্ব ৷"

পাশাপাশি, অনেকদিন পর বাংলা ধারাবাহিকে ফিরলেন অঞ্জনা বসু। ধারাবাহিকে চরিত্র সম্পর্কে তিনি বলেন, "এখানে তিনি নেগেটিভ নন ৷ বরং পজিটিভ ৷ এক একটা চরিত্রকে দেখার দৃষ্টিভঙ্গি এক একরকম ৷ ফলে এখানে দাপুটে চরিত্রে দেখা যাবে তাঁকে ৷ যে চরিত্র সত্যিই সকলকে মুগ্ধ করবে ৷ আর যদি নেগেটিভ হিসাবে দেখেন, সেখানে চরিত্রকে ফুটিয়ে তোলার যে পরিশ্রম তা সার্থকতা পায় ৷"

আরও পড়ুন: অবহেলিত মেয়ের উপাখ্যান ! যৌনপল্লীর অন্ধকারে আলো ফেলবে বাপ্পার 'নাজিয়া'

উল্লেখ্য, রুকমা 'লালকুঠি' ধারাবাহিকের পর ফের মুখ্য ভূমিকায়। গল্পের নায়কের নাম আপাতত গোপন রেখেছে চ্যানেল এবং এসভিএফ প্রযোজনা সংস্থা। ফলে নেগেটিভ মন্তব্য সম্পর্কে রুকমা বলেন, "কোনও মানুষকে মাত্র ত্রিশ সেকেন্ড দেখে বিচার করা যায় না। তাও আবার তাঁকে পুরোপুরি না দেখে। তাঁকে কাজ করার সুযোগ আগে দেওয়া হোক। কারোর রূপ নিয়ে বাজে মন্তব্য করা উচিত নয় ৷ আমি নিজে কাজ করছি ৷ সত্যিই খুব ভালো অভিনেতা ৷ পাশাপাশি আমার চরিত্রটা বেশ ভালো। অঞ্জনা দি'র সঙ্গে কাজ করতে পারাটাও বেশ ভালো লাগার বিষয়।" আগামী 3 জুলাই রাত সাড়ে 8 টায় দেখা যাবে ধারাবাহিক 'রূপসাগরে মনের মানুষ'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.