ETV Bharat / entertainment

Devi Durga: স্বেচ্ছায় সিংহবাহিনী দেবীর বাহন হয়েছিল পশুরাজ - Stories on Ma Durga

কীভাবে সিংহ হয়ে উঠল দেবীর বাহন(Mythological Story on Devi Durga)? কথিত আছে দেবী পার্বতী যখন দেবাদিদেবের জন্য তপস্যা করছিলেন তখন পশুরাজ সিংহ তাঁকে শিকার হিসেবে বেছে নেয় । সেদিন তপস্যারত প্রাণীকে ভক্ষণ করবে না বলে পশুরাজ অপেক্ষা করতে থাকে মা দুর্গার ধ্যান ভাঙা পর্যন্ত । ধ্য়ান ভাঙতে মন পরিবর্তন হয় পশুরাজের ৷ পশুরাজ সিংহ নিজেই দেবীর বাহন হওয়ার সিদ্ধান্ত নেয় ৷

Mythical Stories on Devi Durga
স্বেচ্ছায় সিংহবাহিনী দেবীর বাহন হয়েছিল পশুরাজ
author img

By

Published : Sep 14, 2022, 9:58 PM IST

কলকাতা: আমরা সকলেই জানি দেবী দুর্গার বাহন পশুরাজ সিংহ । কিন্তু কীভাবে সিংহ হয়ে উঠল দেবীর বাহন ? অনেকেরই সেই কাহিনি জানা, আবার অনেকের নয় । দেবী যে শুধু মহিষাসুরমর্দিনী রূপে সিংহের পিঠে চড়ে মর্ত্যে আসেন তা নয়, দেবীর আরও অনেক সিংহবাহিনী রূপ রয়েছে । সব রূপেই তাঁর বাহন এক এবং অদ্বিতীয় পশুরাজ সিংহ । কিন্তু কেন বাহন হিসাবে পশুরাজকেই বেছে নেওয়া হল (Mythological Story on Devi Durga)?

কথিত আছে, দেবী পার্বতী যখন দেবাদিদেবের জন্য তপস্যা করছিলেন তখন পশুরাজ সিংহ তাঁকে শিকার হিসেবে বেছে নেয় ( Stories on Ma Durga)। সে ছিল সত্যযুগ। তাই সবকিছু অদ্ভুত লাগলেও তা হয়তোবা সত্যই । সেদিন তপস্যারত প্রাণীকে ভক্ষণ করবে না বলে পশুরাজ অপেক্ষা করতে থাকে মা দুর্গার ধ্যান ভাঙা পর্যন্ত । বছরের পর বছর সাধরণত দেবীকে দেখে পশুরাজের মধ্যে আসে বিরাট পরিবর্তন । দেবীর সিদ্ধিলাভের পর পশুরাজ স্বেচ্ছায় তাঁর বাহন হওয়ার সিদ্ধান্ত নেয় (Stories on The Lion and Durga Maa) ।

এরপর থেকেই দেবীর নানা রূপে এবং নানা লীলায় পশুরাজই তাঁর সঙ্গে থেকেছে ছায়ার মতো । কখনও বাহক রূপে, কখনও রক্ষাকারী রূপে । দেবী তাঁর নানান সিংহবাহিনী রূপে দেখিয়েছেন নানান লীলা । এক ঝলকে সেই সব পৌরাণিক গল্পে ফিরে যাওয়া যাক । মহিষাসুরমর্দিনী রূপে মহিষাসুর বধ করে পৃথিবীকে কলুষমুক্ত করেন তিনি । আবার দেবী চণ্ডিকারূপে বধ করেন অসুরদ্বয় শুম্ভ এবং নিশুম্ভকে । দেবী চণ্ডিকাও সিংহবাহিনী, অষ্টভুজা ।

দেবী জগদ্ধাত্রী রূপে দেবতাদের অহংকার হরণ করে সেই অহংকার দোষকে হস্তীর রূপ দেন তিনি ৷ সেই হস্তী দেবীর সিংহের পদতলে বিরাজ করে । দেবী জগদ্ধাত্রী সিংহপৃষ্ঠে চতুর্ভূজা, ত্রিনয়না । এই দেবীর আরাধনা করলে মানুষ নিজের সকল দম্ভ থেকে মুক্ত হয় ।

দেবী কুষ্মাণ্ডারূপে তিনি সৃজন করেন ব্রহ্মান্ড । তাঁর ত্রিনয়ন থেকে সৃষ্টি হয় মহালক্ষ্মী, মহাকালী ও মহা সরস্বতীর । দেবী সিংহবাহিনী, অষ্টভুজা । তাঁর একটি হাত সর্বদাই অভয় মুদ্রায় থাকে । সিংহবাহিনী দেবী জয়দুর্গা কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা । শক্তির মূল উৎসে এই দেবীর অধিষ্ঠান । দেবীর সঙ্গে থাকেন তাঁর সখিদ্বয় জয়া ও বিজয়া । দেবী স্কন্ধমাতা তারকাসুর বধকারী কার্তিকেয় জননী । সিংহবাহিনী এই দেবী চিত্তশুদ্ধি করেন । দেবীর একহাতে অভয় মুদ্রা, অন্যহাতে ধরে থাকেন পুত্র স্কন্ধকে ।

দেবী কামাখ্যা কামদেবের তপস্যায় তুষ্ট হয়ে তাঁর শরীরকে কলুষমুক্ত করেন । দেবী কামাখ্যার আরাধনায় মনস্কামনা পূর্ণ হয় । এই দেবী সিংহবাহিনী, দ্বাদশভূজা এবং ষড় মস্তকযুক্তা। তাঁর প্রতিটি মুখেই থাকে ত্রিনয়ন ।

আরও পড়ুন: চাই হিট! শাহরুখের জন্য চোখ ধাঁধানো অ্য়াকশন সিকোয়েন্সের পরিকল্পনা

সিংহবাহিনী দেবী গন্ধেশ্বরী চতুর্ভূজা । গন্ধাসুরকে বধ করে তিনি গন্ধবণিক সম্প্রদায়কে রক্ষা করেন । দেবী গন্ধেশ্বরী মূলত পূজিত হন গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে । এই দেবী সবরকম বিপদ থেকে রক্ষা করেন । দেবীর সিংহবাহিনী এই নানা রূপে তাঁর পাশে ছিলেন পশুরাজ সিংহ । দেবীর সন্তানদের পাশাপাশি মর্তে খাতির যত্ন পান পশুরাজও । বিজয়া দশমীতে তাঁকেও পরম যত্নে পানের আলতো ছোঁয়ায় বরণ করে নেন মহিলারা । যে ধারার অন্যথা হবে না কোনওদিন ।

কলকাতা: আমরা সকলেই জানি দেবী দুর্গার বাহন পশুরাজ সিংহ । কিন্তু কীভাবে সিংহ হয়ে উঠল দেবীর বাহন ? অনেকেরই সেই কাহিনি জানা, আবার অনেকের নয় । দেবী যে শুধু মহিষাসুরমর্দিনী রূপে সিংহের পিঠে চড়ে মর্ত্যে আসেন তা নয়, দেবীর আরও অনেক সিংহবাহিনী রূপ রয়েছে । সব রূপেই তাঁর বাহন এক এবং অদ্বিতীয় পশুরাজ সিংহ । কিন্তু কেন বাহন হিসাবে পশুরাজকেই বেছে নেওয়া হল (Mythological Story on Devi Durga)?

কথিত আছে, দেবী পার্বতী যখন দেবাদিদেবের জন্য তপস্যা করছিলেন তখন পশুরাজ সিংহ তাঁকে শিকার হিসেবে বেছে নেয় ( Stories on Ma Durga)। সে ছিল সত্যযুগ। তাই সবকিছু অদ্ভুত লাগলেও তা হয়তোবা সত্যই । সেদিন তপস্যারত প্রাণীকে ভক্ষণ করবে না বলে পশুরাজ অপেক্ষা করতে থাকে মা দুর্গার ধ্যান ভাঙা পর্যন্ত । বছরের পর বছর সাধরণত দেবীকে দেখে পশুরাজের মধ্যে আসে বিরাট পরিবর্তন । দেবীর সিদ্ধিলাভের পর পশুরাজ স্বেচ্ছায় তাঁর বাহন হওয়ার সিদ্ধান্ত নেয় (Stories on The Lion and Durga Maa) ।

এরপর থেকেই দেবীর নানা রূপে এবং নানা লীলায় পশুরাজই তাঁর সঙ্গে থেকেছে ছায়ার মতো । কখনও বাহক রূপে, কখনও রক্ষাকারী রূপে । দেবী তাঁর নানান সিংহবাহিনী রূপে দেখিয়েছেন নানান লীলা । এক ঝলকে সেই সব পৌরাণিক গল্পে ফিরে যাওয়া যাক । মহিষাসুরমর্দিনী রূপে মহিষাসুর বধ করে পৃথিবীকে কলুষমুক্ত করেন তিনি । আবার দেবী চণ্ডিকারূপে বধ করেন অসুরদ্বয় শুম্ভ এবং নিশুম্ভকে । দেবী চণ্ডিকাও সিংহবাহিনী, অষ্টভুজা ।

দেবী জগদ্ধাত্রী রূপে দেবতাদের অহংকার হরণ করে সেই অহংকার দোষকে হস্তীর রূপ দেন তিনি ৷ সেই হস্তী দেবীর সিংহের পদতলে বিরাজ করে । দেবী জগদ্ধাত্রী সিংহপৃষ্ঠে চতুর্ভূজা, ত্রিনয়না । এই দেবীর আরাধনা করলে মানুষ নিজের সকল দম্ভ থেকে মুক্ত হয় ।

দেবী কুষ্মাণ্ডারূপে তিনি সৃজন করেন ব্রহ্মান্ড । তাঁর ত্রিনয়ন থেকে সৃষ্টি হয় মহালক্ষ্মী, মহাকালী ও মহা সরস্বতীর । দেবী সিংহবাহিনী, অষ্টভুজা । তাঁর একটি হাত সর্বদাই অভয় মুদ্রায় থাকে । সিংহবাহিনী দেবী জয়দুর্গা কৃষ্ণবর্ণা, চতুর্ভুজা । শক্তির মূল উৎসে এই দেবীর অধিষ্ঠান । দেবীর সঙ্গে থাকেন তাঁর সখিদ্বয় জয়া ও বিজয়া । দেবী স্কন্ধমাতা তারকাসুর বধকারী কার্তিকেয় জননী । সিংহবাহিনী এই দেবী চিত্তশুদ্ধি করেন । দেবীর একহাতে অভয় মুদ্রা, অন্যহাতে ধরে থাকেন পুত্র স্কন্ধকে ।

দেবী কামাখ্যা কামদেবের তপস্যায় তুষ্ট হয়ে তাঁর শরীরকে কলুষমুক্ত করেন । দেবী কামাখ্যার আরাধনায় মনস্কামনা পূর্ণ হয় । এই দেবী সিংহবাহিনী, দ্বাদশভূজা এবং ষড় মস্তকযুক্তা। তাঁর প্রতিটি মুখেই থাকে ত্রিনয়ন ।

আরও পড়ুন: চাই হিট! শাহরুখের জন্য চোখ ধাঁধানো অ্য়াকশন সিকোয়েন্সের পরিকল্পনা

সিংহবাহিনী দেবী গন্ধেশ্বরী চতুর্ভূজা । গন্ধাসুরকে বধ করে তিনি গন্ধবণিক সম্প্রদায়কে রক্ষা করেন । দেবী গন্ধেশ্বরী মূলত পূজিত হন গন্ধবণিক সম্প্রদায়ের মধ্যে । এই দেবী সবরকম বিপদ থেকে রক্ষা করেন । দেবীর সিংহবাহিনী এই নানা রূপে তাঁর পাশে ছিলেন পশুরাজ সিংহ । দেবীর সন্তানদের পাশাপাশি মর্তে খাতির যত্ন পান পশুরাজও । বিজয়া দশমীতে তাঁকেও পরম যত্নে পানের আলতো ছোঁয়ায় বরণ করে নেন মহিলারা । যে ধারার অন্যথা হবে না কোনওদিন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.