ETV Bharat / entertainment

TV Actor Passes Away: হার্ট অ্যাটাকে অকালপ্রয়াণ অন্তঃসত্ত্বা চিকিৎসক-অভিনেত্রীর, সদ্যোজাত ভর্তি আইসিইউতে - রেঞ্জুশা মেনন

Malayalam Television serial star passes away: হার্ট অ্যাটাকে প্রয়াত হলেন অন্তঃসত্ত্বা মালয়ালম টিভি অভিনেত্রী ডা. প্রিয়া ৷ তাঁর সদ্যোজাত সন্তান ভর্তি রয়েছে আইসিইউতে ৷

TV Actor Passes Away
অকালপ্রয়াণ অন্তঃসত্ত্বা টিভি অভিনেত্রীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 4:24 PM IST

Updated : Nov 1, 2023, 5:46 PM IST

তিরুবনন্তপুরম, 1 নভেম্বর: মালয়ালম টেলিভিশনের তারকা ডা. প্রিয়ার অকালপ্রয়াণ । হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে । 35 বছরের এই অভিনেত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ গর্ভবতী প্রিয়া রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ৷ সেখানেই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয় । এ দিকে, প্রিয়ার গর্ভের সন্তান বর্তমানে আইসিইউতে রয়েছে । তার জন্য প্রার্থনা করছেন প্রিয়ার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা ৷ প্রিয়া তিরুবনন্তপুরম জেলার পূজাপুরার বাসিন্দা ছিলেন ।

কেরল টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য কঠিন সময় চলছে ৷ রেঞ্জুশা মেননের অস্বাভাবিক মৃত্যুর দুদিন কাটতে না কাটতেই আজ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 35 বছরের অভিনেত্রী আট মাসের অন্তঃসন্ত্বা ডা. প্রিয়া ৷ তিনি তিরুবনন্তপুরমের পিআরএস হাসপাতালের চিকিৎসক ছিলেন ৷ সেখান থেকেই এমডি করছিলেন তিনি । রুটিন চেক-আপের জন্য হাসপাতালে পৌঁছনোর পর আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী ।

আরও পড়ুন: নকল ছবি দেখে মুগ্ধ বিগ বি, গুণগান করলেন সোশাল মিডিয়ায়

মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন উল্লেখযোগ্য অভিনেত্রী ডা. প্রিয়া 'কারুথামুথু'-তে তাঁর ভূমিকার জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন । তবে, বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি । মালয়ালম অভিনেতা কিশোর সত্য ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে প্রিয়ার প্রয়াণের খবরটি শেয়ার করেন ।

তিনি লেখেন, "মালয়ালম টেলিভিশন সেক্টরে আরও একটি অপ্রত্যাশিত মৃত্যু । ডা. প্রিয়া গতকাল কার্ডিয়াক অ্যারেস্টে মারা গিয়েছেন । তিনি আট মাসের গর্ভবতী ছিলেন । শিশুটি আইসিইউতে রয়েছে । প্রিয়ার অন্য কোনও স্বাস্থ্য সমস্যা ছিল না ৷"

তিনি তাঁর পোস্টে আরও লেখেন, "একমাত্র মেয়ের এই অকালপ্রয়াণ মেনে নিতে পারছে না তাঁর পরিবার ৷ তাঁর মায়ের চোখের জল থামছেই না ৷ অন্তঃসত্ত্বা প্রিয়াকে ফেলে গত 6 মাস কোথাও যাননি তাঁর স্বামী নান্না । স্ত্রীর প্রয়াণে তিনিও ভেঙে পড়েছেন ৷ গতরাতে হাসপাতালে যাওয়ার সময় তাঁদের মন ছিল বিষণ্ণতায় ভরা ৷ তাঁদের সান্ত্বনা দিতে আপনি কী বলবেন ? ঈশ্বর কেন এই নিষ্ঠুরতা দেখালেন ? মন বার বার বারবার প্রশ্ন করতে থাকে...উত্তর না পাওয়া প্রশ্ন...রেঞ্জুষার মৃত্যুর মর্মান্তিক খবরের পরই আরও একটা মৃত্যু...মাত্র 35 বছর বয়সি একজন মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন মনকে বলতে দেওয়া হয় না । সমবেদনা...প্রিয়ার স্বামী এবং মা এই অবস্থা থেকে কীভাবে ফিরে আসবেন...জানি না...মনকে এর জন্য শক্তি দিতে দিন ৷"

উল্লেখ্য, দুদিন আগেই মালয়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেননের মর্মান্তিক মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার হয়েছিল তাঁর ফ্ল্যাট থেকে ৷

আরও পড়ুন: 'হিরোশিমা-নাগাসাকির দৃষ্টান্ত টেনে গাজায় হামলার যুক্তি দিচ্ছে ইজরায়েল, আর সভ্য বিশ্ব তা শুনছে'

তিরুবনন্তপুরম, 1 নভেম্বর: মালয়ালম টেলিভিশনের তারকা ডা. প্রিয়ার অকালপ্রয়াণ । হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে । 35 বছরের এই অভিনেত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ গর্ভবতী প্রিয়া রুটিন চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন ৷ সেখানেই আচমকা তাঁর হার্ট অ্যাটাক হয় । এ দিকে, প্রিয়ার গর্ভের সন্তান বর্তমানে আইসিইউতে রয়েছে । তার জন্য প্রার্থনা করছেন প্রিয়ার পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা ৷ প্রিয়া তিরুবনন্তপুরম জেলার পূজাপুরার বাসিন্দা ছিলেন ।

কেরল টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য কঠিন সময় চলছে ৷ রেঞ্জুশা মেননের অস্বাভাবিক মৃত্যুর দুদিন কাটতে না কাটতেই আজ একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন 35 বছরের অভিনেত্রী আট মাসের অন্তঃসন্ত্বা ডা. প্রিয়া ৷ তিনি তিরুবনন্তপুরমের পিআরএস হাসপাতালের চিকিৎসক ছিলেন ৷ সেখান থেকেই এমডি করছিলেন তিনি । রুটিন চেক-আপের জন্য হাসপাতালে পৌঁছনোর পর আচমকা হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী ।

আরও পড়ুন: নকল ছবি দেখে মুগ্ধ বিগ বি, গুণগান করলেন সোশাল মিডিয়ায়

মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন উল্লেখযোগ্য অভিনেত্রী ডা. প্রিয়া 'কারুথামুথু'-তে তাঁর ভূমিকার জন্য বিশেষ জনপ্রিয় ছিলেন । তবে, বিয়ের পর অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন তিনি । মালয়ালম অভিনেতা কিশোর সত্য ইনস্টাগ্রামে তাঁর ভক্তদের সঙ্গে প্রিয়ার প্রয়াণের খবরটি শেয়ার করেন ।

তিনি লেখেন, "মালয়ালম টেলিভিশন সেক্টরে আরও একটি অপ্রত্যাশিত মৃত্যু । ডা. প্রিয়া গতকাল কার্ডিয়াক অ্যারেস্টে মারা গিয়েছেন । তিনি আট মাসের গর্ভবতী ছিলেন । শিশুটি আইসিইউতে রয়েছে । প্রিয়ার অন্য কোনও স্বাস্থ্য সমস্যা ছিল না ৷"

তিনি তাঁর পোস্টে আরও লেখেন, "একমাত্র মেয়ের এই অকালপ্রয়াণ মেনে নিতে পারছে না তাঁর পরিবার ৷ তাঁর মায়ের চোখের জল থামছেই না ৷ অন্তঃসত্ত্বা প্রিয়াকে ফেলে গত 6 মাস কোথাও যাননি তাঁর স্বামী নান্না । স্ত্রীর প্রয়াণে তিনিও ভেঙে পড়েছেন ৷ গতরাতে হাসপাতালে যাওয়ার সময় তাঁদের মন ছিল বিষণ্ণতায় ভরা ৷ তাঁদের সান্ত্বনা দিতে আপনি কী বলবেন ? ঈশ্বর কেন এই নিষ্ঠুরতা দেখালেন ? মন বার বার বারবার প্রশ্ন করতে থাকে...উত্তর না পাওয়া প্রশ্ন...রেঞ্জুষার মৃত্যুর মর্মান্তিক খবরের পরই আরও একটা মৃত্যু...মাত্র 35 বছর বয়সি একজন মানুষ যখন এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন মনকে বলতে দেওয়া হয় না । সমবেদনা...প্রিয়ার স্বামী এবং মা এই অবস্থা থেকে কীভাবে ফিরে আসবেন...জানি না...মনকে এর জন্য শক্তি দিতে দিন ৷"

উল্লেখ্য, দুদিন আগেই মালয়ালম অভিনেত্রী রেঞ্জুশা মেননের মর্মান্তিক মৃত্যু হয় ৷ তাঁর দেহ উদ্ধার হয়েছিল তাঁর ফ্ল্যাট থেকে ৷

আরও পড়ুন: 'হিরোশিমা-নাগাসাকির দৃষ্টান্ত টেনে গাজায় হামলার যুক্তি দিচ্ছে ইজরায়েল, আর সভ্য বিশ্ব তা শুনছে'

Last Updated : Nov 1, 2023, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.