ETV Bharat / entertainment

Durgo Rawhoshyo Shoot: 'দুর্গের দরজা খুলছে খুব তাড়াতাড়ি!' সৃজিতের শুটিংয়ের ঝলক শেয়ার করে জানালেন নির্মাতারা - New Pics Form Durgo Rawhoshyo Shoot

রবিবার টিজারের পর সোমবারও শুটিংয়ের অদেখা ছবি নিয়ে হাজির হলেন 'দুর্গ রহস্য' নির্মাতারা ৷ ছবিতে কামানের সামনে দেখা গেল ব্যোমকেশ এবং অজিতকে ৷

Durgo Rawhoshyo Shoot
দুর্গ রহস্য সিরিজের টিজার হাজির
author img

By

Published : Aug 14, 2023, 2:33 PM IST

কলকাতা, 14 অগস্ট: দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে প্রেক্ষাগৃহে ৷ এবার সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' কেমন হয় তা দেখার অপেক্ষায় বাঙালি অনুরাগীরা ৷ সৃজিত অবশ্য় বড়পর্দার জন্য় ছবি বানাচ্ছেন না ৷ ঠিক যেভাবে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজে পা রেখেছিলেন তিনি ৷ এবারও তাঁর লক্ষ্য সেটাই ৷ হইচই-এর জন্য় তিনি বানাচ্ছেন এই সিরিজটি ৷ রবিবারই মুক্তি পেয়েছে তাঁর এই সিরিজের টিজার ৷ আর এবার ওটিটি প্লার্টফর্ম হইচই-এর পক্ষ থেকে সামনে এল শুটিংয়ের আরও একটি ঝলক ৷

ছবিতে দেখা গিয়েছে একটি বিশাল কামানের সামনে দাঁড়িয়ে ব্যোমকেশ এবং অজিত ৷ পুলিশ অফিসারের বেশেও একজনকে দেখা গিয়েছে তাঁদের পাশেই যদিও তাঁর মুখটি চেনা যায়নি ৷ ছবির ক্যাপশনে নির্মাতারা লেখেন, "দুর্গের দরজা খুলছে খুব তাড়াতাড়ি !" বোঝাই যায় রহস্যের জাল গুটিয়ে এনেছেন পরিচালক ৷ সৃজিতের এই সিরিজে অনির্বাণ ভট্টাচার্য হয়েছেন ব্যোমকেশ, রাহুল বন্দোপাধ্যায় হয়েছেন অজিত আর সত্য়বতী হয়েছেন সোহিনী সরকার ৷

এর আগে সিরিজটির টিজারে অনির্বাণকে পাওয়া গিয়েছিল একেবারে চেনা ছন্দে ৷ আগেও একাধিকবার ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ৷ তাই তাঁর মেজাজটি অনেকেরই বেশ চেনা ৷ টিজারেও তাঁর কণ্ঠে একটি অনবদ্য সংলাপ রয়েছে ৷ অজিতের উদ্দেশ্যে ব্যোমকেশ বলে, "আসলে সত্যান্বেষী সবাই অজিত - আমি, তুমি, সত্য ৷ শুধু সবার সত্যটা আলাদা ৷" ইতিমধ্য়েই 60 হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ঝলক ৷

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন উপহার, মুক্তি পেল দেবের 'বাঘা যতীন' ছবির প্রি টিজার

সাসপেন্স থ্রিলারে সাধারণত গানের অবকাশ থাকেনা বললেই চলে ৷ কিন্ত এই গল্পে আছে গান ৷ কয়েক দিন আগেই গানটি সামনে এনেছিলেন সৃজিত ৷ কারণ দুর্গ, গুপ্তধন, হত্য়া খুনোখুনির পাশাপাশি প্রেমও একটি বড় ভূমিকা পালন করে এখানে ৷ কারণ সত্যবতী এই গল্পে গর্ভবতী ৷ তাই সত্যান্বেষণের পাশাপাশি দায়িত্বশীল স্বামীর কাজটিও সমানে করে যেতে হয় ব্যোমকেশকে ৷

কলকাতা, 14 অগস্ট: দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে প্রেক্ষাগৃহে ৷ এবার সৃজিত মুখোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' কেমন হয় তা দেখার অপেক্ষায় বাঙালি অনুরাগীরা ৷ সৃজিত অবশ্য় বড়পর্দার জন্য় ছবি বানাচ্ছেন না ৷ ঠিক যেভাবে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজে পা রেখেছিলেন তিনি ৷ এবারও তাঁর লক্ষ্য সেটাই ৷ হইচই-এর জন্য় তিনি বানাচ্ছেন এই সিরিজটি ৷ রবিবারই মুক্তি পেয়েছে তাঁর এই সিরিজের টিজার ৷ আর এবার ওটিটি প্লার্টফর্ম হইচই-এর পক্ষ থেকে সামনে এল শুটিংয়ের আরও একটি ঝলক ৷

ছবিতে দেখা গিয়েছে একটি বিশাল কামানের সামনে দাঁড়িয়ে ব্যোমকেশ এবং অজিত ৷ পুলিশ অফিসারের বেশেও একজনকে দেখা গিয়েছে তাঁদের পাশেই যদিও তাঁর মুখটি চেনা যায়নি ৷ ছবির ক্যাপশনে নির্মাতারা লেখেন, "দুর্গের দরজা খুলছে খুব তাড়াতাড়ি !" বোঝাই যায় রহস্যের জাল গুটিয়ে এনেছেন পরিচালক ৷ সৃজিতের এই সিরিজে অনির্বাণ ভট্টাচার্য হয়েছেন ব্যোমকেশ, রাহুল বন্দোপাধ্যায় হয়েছেন অজিত আর সত্য়বতী হয়েছেন সোহিনী সরকার ৷

এর আগে সিরিজটির টিজারে অনির্বাণকে পাওয়া গিয়েছিল একেবারে চেনা ছন্দে ৷ আগেও একাধিকবার ব্যোমকেশ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ৷ তাই তাঁর মেজাজটি অনেকেরই বেশ চেনা ৷ টিজারেও তাঁর কণ্ঠে একটি অনবদ্য সংলাপ রয়েছে ৷ অজিতের উদ্দেশ্যে ব্যোমকেশ বলে, "আসলে সত্যান্বেষী সবাই অজিত - আমি, তুমি, সত্য ৷ শুধু সবার সত্যটা আলাদা ৷" ইতিমধ্য়েই 60 হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন এই ঝলক ৷

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের প্রাক্কালে নতুন উপহার, মুক্তি পেল দেবের 'বাঘা যতীন' ছবির প্রি টিজার

সাসপেন্স থ্রিলারে সাধারণত গানের অবকাশ থাকেনা বললেই চলে ৷ কিন্ত এই গল্পে আছে গান ৷ কয়েক দিন আগেই গানটি সামনে এনেছিলেন সৃজিত ৷ কারণ দুর্গ, গুপ্তধন, হত্য়া খুনোখুনির পাশাপাশি প্রেমও একটি বড় ভূমিকা পালন করে এখানে ৷ কারণ সত্যবতী এই গল্পে গর্ভবতী ৷ তাই সত্যান্বেষণের পাশাপাশি দায়িত্বশীল স্বামীর কাজটিও সমানে করে যেতে হয় ব্যোমকেশকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.