ETV Bharat / entertainment

Kapil Sharma 41th Birthday : জন্মদিন উদযাপনে হিমাচল সফরে কপিল শর্মা - Kapil Sharma 41th Birthday

2 এপ্রিল নিজের একচল্লিশ-তম জন্মদিন পরিবারের সঙ্গে ধর্মশালায় উদযাপন করতে চলেছেন কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma in Dharamshala ) ৷

Kapil Sharma 41th Birthday
জন্মদিন উদযাপনের জন্য় হিমাচল সফরে কপিল
author img

By

Published : Apr 1, 2022, 5:23 PM IST

ধর্মশালা, 1 এপ্রিল : 2 এপ্রিল একচল্লিশে পা দিতে চলেছেন কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা ৷ জন্মদিন উদযাপনের জন্য আপাতত হিমাচল সফরে রয়েছেন বলিউডের এই জনপ্রিয় তারকা (Kapil Sharma in Dharamshala ) ৷ জানা গিয়েছে, গত 30 মার্চ পরিবার-সহ ধর্মশালায় পৌঁছান এই টিভি স্টার ৷ আপাতত ম্যাকলিওডগঞ্জের একটি বেসরকারি হোটেলে রয়েছেন তাঁরা ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাকলিওডগঞ্জ বাজারে বেশ কিছুক্ষণ বেড়াতে দেখা যায় কপিলকে ৷ তাঁকে দেখতে অনুরাগীদের ভিড়ও ছিল চোখে পড়ার মত ৷ অনুরাগীদের সঙ্গে কিছু সেলফিও তোলেন এই কৌতুক শিল্পী ৷ এর পর তিব্বতের ধর্মগুরু দালাই লামার বাসভবনে পৌঁছান কপিল । সেখানে তিব্বতি বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গেও বেশ কিছু ছবি তুলতে দেখা যায় তাঁকে ৷

আরও পড়ুন : রাবণের পরে এবার চেঙ্গিজের অবতারে জিৎ, সঙ্গী সুস্মিতা

কপিল আরও কয়েকদিন ধর্মশালায় থাকবেন বলেই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত কপিলের জন্ম 1981 সালে 2 এপ্রিল পঞ্জাবের অমৃতসরে ৷ তাঁর বাবা ছিলেন একজন পুলিশ আধিকারিক ৷ শুধু ছোটপর্দায় নয় বড়পর্দাতেও 'কিস কিস কো পেয়ার করু', 'ফিরঙ্গি'-র মত একাধিক দারুণ ছবি উপহার দিয়েছেন তিনি ৷

ধর্মশালা, 1 এপ্রিল : 2 এপ্রিল একচল্লিশে পা দিতে চলেছেন কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা ৷ জন্মদিন উদযাপনের জন্য আপাতত হিমাচল সফরে রয়েছেন বলিউডের এই জনপ্রিয় তারকা (Kapil Sharma in Dharamshala ) ৷ জানা গিয়েছে, গত 30 মার্চ পরিবার-সহ ধর্মশালায় পৌঁছান এই টিভি স্টার ৷ আপাতত ম্যাকলিওডগঞ্জের একটি বেসরকারি হোটেলে রয়েছেন তাঁরা ৷

বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাকলিওডগঞ্জ বাজারে বেশ কিছুক্ষণ বেড়াতে দেখা যায় কপিলকে ৷ তাঁকে দেখতে অনুরাগীদের ভিড়ও ছিল চোখে পড়ার মত ৷ অনুরাগীদের সঙ্গে কিছু সেলফিও তোলেন এই কৌতুক শিল্পী ৷ এর পর তিব্বতের ধর্মগুরু দালাই লামার বাসভবনে পৌঁছান কপিল । সেখানে তিব্বতি বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গেও বেশ কিছু ছবি তুলতে দেখা যায় তাঁকে ৷

আরও পড়ুন : রাবণের পরে এবার চেঙ্গিজের অবতারে জিৎ, সঙ্গী সুস্মিতা

কপিল আরও কয়েকদিন ধর্মশালায় থাকবেন বলেই জানা গিয়েছে ৷ প্রসঙ্গত কপিলের জন্ম 1981 সালে 2 এপ্রিল পঞ্জাবের অমৃতসরে ৷ তাঁর বাবা ছিলেন একজন পুলিশ আধিকারিক ৷ শুধু ছোটপর্দায় নয় বড়পর্দাতেও 'কিস কিস কো পেয়ার করু', 'ফিরঙ্গি'-র মত একাধিক দারুণ ছবি উপহার দিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.