ETV Bharat / entertainment

Kanchan-Sreemoyee: ছোটপর্দায় একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী, ধারাবাহিকে 'প্রেম' করবেন তাঁরা ? - Kanchan Sreemoyee New Serial

রিল লাইফেও একসঙ্গে ধরা দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । এই প্রথমবার এক ধারাবাহিকে দেখা গেল তাঁদের । 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ' ধারাবাহিকে অভিনয় করছেন তাঁরা (Kanchan Sreemoyee New Serial ) ৷

Etv Bharat
ধারাবাহিকে ধরা দিলেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ
author img

By

Published : Mar 15, 2023, 11:31 AM IST

কলকাতা, 15 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। বিংশ শতকের সামাজিক অবস্থা উঠে আসবে এই ধারাবাহিকে ৷ এই ধারাবাহিকের নায়ক মাণিক থুড়ি সুকৃত সাহার পিসিমার চরিত্রে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ । ওদিকে জোকারের সাজে ধরা দিলেন কাঞ্চন মল্লিক । পর্বটি সম্প্রচারিত হবে 15 মার্চ । অর্থাৎ এক ধারাবাহিকে ধরা দিলেন শ্রীময়ী এবং কাঞ্চন (Kanchan Sreemoyee New Serial)৷

বেশ কিছুদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল যে নতুন কোনও ধারাবাহিকে জুটি বাঁধতে পারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । অবশেষে সত্যি হল সেই গুঞ্জন ৷ দু'জনেই ধারাবাহিকের ব্যাপারে কুলুপ এঁটেছিলেন মুখে । তবে, এবার পর্দাফাঁস । অপেক্ষার অবসান । প্রোমোতে দেখা দিলেন কাঞ্চন । আর শ্রীময়ীকে তো শুরুর দিন থেকেই দেখা যাচ্ছে ধারাবাহিকে । সেখানে তাঁরা অবশ্য জুটিতে নেই । তবে, জোকারের রূপে কীভাবে রয়েছেন কাঞ্চন, তা ভাববার বিষয় তো বটেই ।

Kanchan Sreemoyee
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে পিসিমার চরিত্রে রয়েছেন শ্রীময়ী

প্রসঙ্গত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাঝেই শ্রীময়ীর সঙ্গে নাম জড়ায় কাঞ্চনের । তাঁদের সম্পর্ক নিয়ে কয়েকদিন আগেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া । পিঙ্কির সঙ্গে কাঞ্চনের বিবাহবিচ্ছেদের মামলা আপাতত রয়েছে আদালতে ৷ তবে তার মাঝেই রিল লাইফে এক পর্দায় শ্রীময়ী এবং কাঞ্চন ৷ রিল লাইফে একটি ছবিতে স্বামী-স্ত্রী'র চরিত্রে অভিনয় করাকালীনই একে অপরের প্রেমে পড়েন পিঙ্কি এবং কাঞ্চন। এরপর বিয়ে । তাঁদের একটি পুত্র সন্তানও হয় ।

এমন এক সম্পর্কেও এর পরে ধরে চিড় । কারণ হিসেবে এক লহমায় মানুষজন তুলে ধরে যাঁর নাম সেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গেই এই প্রথমবার বাংলা টেলিভিশনে অভিনয় করতে দেখা যাবে কাঞ্চনকে । শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সম্পর্ক অজানা নয় । এই সম্পর্ক নিয়ে কাঁটাছেড়াও হয়েছে বিস্তর । এখন আর লুকোচুরি নেই কিছুতেই । একসঙ্গে দলীয় কাজ থেকে শুরু করে নানান অনুষ্ঠানেই অংশ নেন তাঁরা ।

আরও পড়ুন: প্রত্যেক মানুষই ভাবে প্রতিভা অনুযায়ী সে কাজ পায়নি: রাহুল

এর আগে 'কৃষ্ণকলি' ধারাবাহিকে রাধারানির চরিত্রে অভিনয় করেছেন শ্রীময়ী চট্টরাজ । অভিনয় করেছেন 'খুকুমণি হোম ডেলিভারি ' ধারাবাহিকে । ওদিকে কাঞ্চনকে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি বহুদিন । এর মাঝে 'দিদি নম্বর ওয়ান'-এ অবশ্য দেখা গিয়েছিল তাঁকে ৷ গল্পের দিকে তাকালে দেখা যাচ্ছে মাণিক এবং কমলা দু'জনের বাড়িতেই বিয়ে নিয়ে কথা শুরু হয়েছে । কিন্তু মাণিকের মতো ডানপিটে, বাউন্ডুলে, লেখাপড়ায় চুড়ান্ত ফাঁকিবাজকে কে দেবে পাত্রী? ওদিকে কমলার আবার সাহেব পাত্র পছন্দ নয় । তার পছন্দ সহজ সরল, ধুতি-পাঞ্জাবি পরা, এলোমেলো গোছের পাত্র । কী হতে চলেছে এরপরে ? ধারাবাহিকের পরতে পরতে আসছে চমক।

কলকাতা, 15 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক 'কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ'। বিংশ শতকের সামাজিক অবস্থা উঠে আসবে এই ধারাবাহিকে ৷ এই ধারাবাহিকের নায়ক মাণিক থুড়ি সুকৃত সাহার পিসিমার চরিত্রে রয়েছেন শ্রীময়ী চট্টরাজ । ওদিকে জোকারের সাজে ধরা দিলেন কাঞ্চন মল্লিক । পর্বটি সম্প্রচারিত হবে 15 মার্চ । অর্থাৎ এক ধারাবাহিকে ধরা দিলেন শ্রীময়ী এবং কাঞ্চন (Kanchan Sreemoyee New Serial)৷

বেশ কিছুদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল যে নতুন কোনও ধারাবাহিকে জুটি বাঁধতে পারেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ । অবশেষে সত্যি হল সেই গুঞ্জন ৷ দু'জনেই ধারাবাহিকের ব্যাপারে কুলুপ এঁটেছিলেন মুখে । তবে, এবার পর্দাফাঁস । অপেক্ষার অবসান । প্রোমোতে দেখা দিলেন কাঞ্চন । আর শ্রীময়ীকে তো শুরুর দিন থেকেই দেখা যাচ্ছে ধারাবাহিকে । সেখানে তাঁরা অবশ্য জুটিতে নেই । তবে, জোকারের রূপে কীভাবে রয়েছেন কাঞ্চন, তা ভাববার বিষয় তো বটেই ।

Kanchan Sreemoyee
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে পিসিমার চরিত্রে রয়েছেন শ্রীময়ী

প্রসঙ্গত, পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কের মাঝেই শ্রীময়ীর সঙ্গে নাম জড়ায় কাঞ্চনের । তাঁদের সম্পর্ক নিয়ে কয়েকদিন আগেই উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া । পিঙ্কির সঙ্গে কাঞ্চনের বিবাহবিচ্ছেদের মামলা আপাতত রয়েছে আদালতে ৷ তবে তার মাঝেই রিল লাইফে এক পর্দায় শ্রীময়ী এবং কাঞ্চন ৷ রিল লাইফে একটি ছবিতে স্বামী-স্ত্রী'র চরিত্রে অভিনয় করাকালীনই একে অপরের প্রেমে পড়েন পিঙ্কি এবং কাঞ্চন। এরপর বিয়ে । তাঁদের একটি পুত্র সন্তানও হয় ।

এমন এক সম্পর্কেও এর পরে ধরে চিড় । কারণ হিসেবে এক লহমায় মানুষজন তুলে ধরে যাঁর নাম সেই শ্রীময়ী চট্টরাজের সঙ্গেই এই প্রথমবার বাংলা টেলিভিশনে অভিনয় করতে দেখা যাবে কাঞ্চনকে । শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের সম্পর্ক অজানা নয় । এই সম্পর্ক নিয়ে কাঁটাছেড়াও হয়েছে বিস্তর । এখন আর লুকোচুরি নেই কিছুতেই । একসঙ্গে দলীয় কাজ থেকে শুরু করে নানান অনুষ্ঠানেই অংশ নেন তাঁরা ।

আরও পড়ুন: প্রত্যেক মানুষই ভাবে প্রতিভা অনুযায়ী সে কাজ পায়নি: রাহুল

এর আগে 'কৃষ্ণকলি' ধারাবাহিকে রাধারানির চরিত্রে অভিনয় করেছেন শ্রীময়ী চট্টরাজ । অভিনয় করেছেন 'খুকুমণি হোম ডেলিভারি ' ধারাবাহিকে । ওদিকে কাঞ্চনকে বাংলা ধারাবাহিকে দেখা যায়নি বহুদিন । এর মাঝে 'দিদি নম্বর ওয়ান'-এ অবশ্য দেখা গিয়েছিল তাঁকে ৷ গল্পের দিকে তাকালে দেখা যাচ্ছে মাণিক এবং কমলা দু'জনের বাড়িতেই বিয়ে নিয়ে কথা শুরু হয়েছে । কিন্তু মাণিকের মতো ডানপিটে, বাউন্ডুলে, লেখাপড়ায় চুড়ান্ত ফাঁকিবাজকে কে দেবে পাত্রী? ওদিকে কমলার আবার সাহেব পাত্র পছন্দ নয় । তার পছন্দ সহজ সরল, ধুতি-পাঞ্জাবি পরা, এলোমেলো গোছের পাত্র । কী হতে চলেছে এরপরে ? ধারাবাহিকের পরতে পরতে আসছে চমক।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.