ETV Bharat / entertainment

Bigg Boss 17 Highlights: 'বিগ বসে'র ঘরে একলা অঙ্কিতা, ইশা-খানজাদির 'আগলি' ড্রামা - Bigg Boss 17 highlights

বিনোদনের ভরপুর রসদ নিয়ে হাজির বিগ বস ৷ প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে খুলছে প্রতিটি প্রতিযোগীর মুখোশ ৷ সামনে আসছে সম্পর্ক ভাঙার আওয়াজও ৷

Etv Bharat
বিগ বস প্রতিযোগী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2023, 5:08 PM IST

হায়দরাবাদ, 19 অক্টোবর: শুরু থেকেই 'বিগ বস-17'এর ঘরে চরম উত্তেজনা ৷ 15 অক্টোবর থেকে শুরু হয়েছে জনপ্রিয় এই রিয়েলিটি শো ৷ তারপর থেকেই এই ঘর সাক্ষী থাকছে হাজারো ড্রামার ৷ জিগনা ভোরা ও সোনিয়া বনশলের ছোট্ট ঝগড়া আকার নেয় সাংঘাতিক ৷ খানজাদি, ইশা, অনুরাগ, আলিয়াস বাবু ভাইয়া, ঐশ্বর্য, অর্চনা এবং অভিষেক জড়িয়ে পড়েন সেই তর্কাতর্কিতে ৷ সহজ কথায় রিয়েলিটি শুরুর প্রথম সপ্তাহেই একাধিক রঙ পরিবর্তন দেখা গেল 'বিগ বসে'র নতুন সংস্করণে ৷

প্রথম ইস্যু ইশা মালভিয়াকে আগলি বলেন খানজাদি, প্রতিবাদ অভিষেক কুমারের

খানজাদি ও ইশা মালব্যের ঝগড়ায় জড়িয়ে পরেন অভিষেক কুমার ৷ খানজাদির প্রতি ইশার ব্যবহার নিয়ে শুরু হয় তর্ক ৷ শুধু তাই নয়, খানজাদিকে নিয়েকে পিছনে আলোচনা করেছেন ইশা, সেই নিয়েও শুরু হয় ঝামেলা ৷ ইশা সেই বিষয়ে অনেকবার খানজাদিকে বোঝানোর চেষ্টা করেন, তাঁকে নিয়ে আলোচনা হয়নি ৷ কিন্তু তাঁর কথায় কান দেননি খানজাদি ৷ এরপর ইশা, খানজাদিকে নিয়ে মশকরা করতে শুরু করেন ৷ তিনি বলেন, খানজাদি আয়নায় নিজের মুখ দেখুক ৷ এর পরিপ্রেক্ষিতেই ইশাকে কুৎসিত বলে মন্তব্য করেন খানজাদি ৷ তারপরেই খানজাদির মন্তব্যের প্রতিবাদ করেন অভিষেক কুমার ৷ অঙ্কিতা ও ভিকও খানজাদিকে এমন মন্তব্য করতে বারণ করেন ৷ তারপরেই শুরু হয় বিবাদ ৷

অঙ্কিতা লোখন্ডে-ভিকি জৈনের ভবিষ্যতে সন্তান পরিকল্পনা

'বিগ বসে'র ঘরে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা করার কথা শোনা গেল অঙ্কিতা-ভিকির কাছ থেকে ৷ অঙ্কিতা, ইশা, অভিষেক ও ফিরোজা খান গার্ডেনে বসেছিলেন ৷ ভিকি কেন বিগ বসের ঘরে আসলেন, সেখানেই তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা চলছিল ৷ সেখানেই অঙ্কিতা বলেন, "বিগ বস সবসময় দেখতে পছন্দ করত ভিকি ৷ সে চাইত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ৷" এরপরেই অঙ্কিতা জানিয়েছেন, তাঁরা এই বছর বিগ বসের ঘরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, কারণ আগামী বছর অঙ্কিতা-ভিকি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন ৷

ভিকি থাকলেও একলা অনুভব করছেন অঙ্কিতা

জমে উঠেছে খেলা ৷ যাঁর প্রভাব পড়েছে অঙ্কিতা-ভিকির সম্পর্কে ৷ বিগ বসের ঘরে কাঁদতে দেখা গেল অঙ্কিতাকে ৷ তিনি স্বামী ভিকিকে বলেন, "তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এতটুকু কেয়ার করছ না ৷ তুমি ঘর থেকে আসার সময় বলেছিলে, আমরা একসঙ্গে থাকব ৷ আমরা দু'জন একসঙ্গে কোথাও নেই ৷ আমার কাছে তোমার কোনও সাপোর্ট নেই ৷"

'বিগ বস'-এর 17তম সিজন নিয়ে সঞ্চালক সলমন আগেই বলেছিলেন, আগের মতো এই খেলা হবে না ৷ এবার খেলতে গেলে লাগবে 'দিল', 'দিমাগ' আর 'দম' ৷ আর প্রতিযোগীদের ক্লাস নিতে শনিবার ও রবিবার রাত 9টায় টিভির পর্দায় আসবেন সলমন খান ৷

আরও পড়ুন: সলমনের টিমে 'সোয়্যাগ সে স্বাগত', প্রথমবার ভাইজানের ছবির গানে অরিজিৎ

হায়দরাবাদ, 19 অক্টোবর: শুরু থেকেই 'বিগ বস-17'এর ঘরে চরম উত্তেজনা ৷ 15 অক্টোবর থেকে শুরু হয়েছে জনপ্রিয় এই রিয়েলিটি শো ৷ তারপর থেকেই এই ঘর সাক্ষী থাকছে হাজারো ড্রামার ৷ জিগনা ভোরা ও সোনিয়া বনশলের ছোট্ট ঝগড়া আকার নেয় সাংঘাতিক ৷ খানজাদি, ইশা, অনুরাগ, আলিয়াস বাবু ভাইয়া, ঐশ্বর্য, অর্চনা এবং অভিষেক জড়িয়ে পড়েন সেই তর্কাতর্কিতে ৷ সহজ কথায় রিয়েলিটি শুরুর প্রথম সপ্তাহেই একাধিক রঙ পরিবর্তন দেখা গেল 'বিগ বসে'র নতুন সংস্করণে ৷

প্রথম ইস্যু ইশা মালভিয়াকে আগলি বলেন খানজাদি, প্রতিবাদ অভিষেক কুমারের

খানজাদি ও ইশা মালব্যের ঝগড়ায় জড়িয়ে পরেন অভিষেক কুমার ৷ খানজাদির প্রতি ইশার ব্যবহার নিয়ে শুরু হয় তর্ক ৷ শুধু তাই নয়, খানজাদিকে নিয়েকে পিছনে আলোচনা করেছেন ইশা, সেই নিয়েও শুরু হয় ঝামেলা ৷ ইশা সেই বিষয়ে অনেকবার খানজাদিকে বোঝানোর চেষ্টা করেন, তাঁকে নিয়ে আলোচনা হয়নি ৷ কিন্তু তাঁর কথায় কান দেননি খানজাদি ৷ এরপর ইশা, খানজাদিকে নিয়ে মশকরা করতে শুরু করেন ৷ তিনি বলেন, খানজাদি আয়নায় নিজের মুখ দেখুক ৷ এর পরিপ্রেক্ষিতেই ইশাকে কুৎসিত বলে মন্তব্য করেন খানজাদি ৷ তারপরেই খানজাদির মন্তব্যের প্রতিবাদ করেন অভিষেক কুমার ৷ অঙ্কিতা ও ভিকও খানজাদিকে এমন মন্তব্য করতে বারণ করেন ৷ তারপরেই শুরু হয় বিবাদ ৷

অঙ্কিতা লোখন্ডে-ভিকি জৈনের ভবিষ্যতে সন্তান পরিকল্পনা

'বিগ বসে'র ঘরে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা করার কথা শোনা গেল অঙ্কিতা-ভিকির কাছ থেকে ৷ অঙ্কিতা, ইশা, অভিষেক ও ফিরোজা খান গার্ডেনে বসেছিলেন ৷ ভিকি কেন বিগ বসের ঘরে আসলেন, সেখানেই তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা চলছিল ৷ সেখানেই অঙ্কিতা বলেন, "বিগ বস সবসময় দেখতে পছন্দ করত ভিকি ৷ সে চাইত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ৷" এরপরেই অঙ্কিতা জানিয়েছেন, তাঁরা এই বছর বিগ বসের ঘরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, কারণ আগামী বছর অঙ্কিতা-ভিকি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন ৷

ভিকি থাকলেও একলা অনুভব করছেন অঙ্কিতা

জমে উঠেছে খেলা ৷ যাঁর প্রভাব পড়েছে অঙ্কিতা-ভিকির সম্পর্কে ৷ বিগ বসের ঘরে কাঁদতে দেখা গেল অঙ্কিতাকে ৷ তিনি স্বামী ভিকিকে বলেন, "তুমি আমাদের সম্পর্কটা নিয়ে এতটুকু কেয়ার করছ না ৷ তুমি ঘর থেকে আসার সময় বলেছিলে, আমরা একসঙ্গে থাকব ৷ আমরা দু'জন একসঙ্গে কোথাও নেই ৷ আমার কাছে তোমার কোনও সাপোর্ট নেই ৷"

'বিগ বস'-এর 17তম সিজন নিয়ে সঞ্চালক সলমন আগেই বলেছিলেন, আগের মতো এই খেলা হবে না ৷ এবার খেলতে গেলে লাগবে 'দিল', 'দিমাগ' আর 'দম' ৷ আর প্রতিযোগীদের ক্লাস নিতে শনিবার ও রবিবার রাত 9টায় টিভির পর্দায় আসবেন সলমন খান ৷

আরও পড়ুন: সলমনের টিমে 'সোয়্যাগ সে স্বাগত', প্রথমবার ভাইজানের ছবির গানে অরিজিৎ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.