মুম্বই, 11 ডিসেম্বর: 'ইমম্যাচিওর', স্কুল জীবন, প্রথম প্রেম আর একরাশ নস্টালজিয়াকে প্রথম মরশুম থেকেই উসকে দিয়েছিল এই ওয়েব সিরিজ ৷ এবার সিরিজটির তৃতীয় সিজনের ট্রেলার নিয়ে হাজির নির্মাতারা ৷ সোমবার ট্রেলারটি শেয়ার করে তাঁরা লিখেছেন, "স্কুলের সেশন শুরু, সুতরাং নাটকও শুরু ৷ ইমম্যাচিওর সিজন 3 আসছে 15 ডিসেম্বর ৷ মুক্তি পেল ট্রেলার ৷"
টিভিএফ-এর এই ওয়েব সিরিজ প্রথম থেকেই নজর কেড়েছে ৷ স্কুল জীবনের খুচরো হাসির সাতকাহন দিয়ে তৈরি এই গল্প ৷ ধ্রুব, কবীর এবং সুসু এই তিন চরিত্রকে কেন্দ্রে রেখেই এগিয়ে চলে কাহিনি ৷ তাদের বন্ধুত্ব, সহজ হাসি ঠাট্টা, প্রেমের এক অদ্ভুত মিশেল ট্রেলারে ৷ ট্রেলারে যে আভাস মিলেছে তাতে এবারও যেমন থাকবে প্রেম আর হাসির মশলা তেমনই থাকবে মতবিরোধ আর দ্বন্দ্বের ছবি ৷ এবারের সিজনে শেষ হতে চলেছে ধ্রুবদের স্কুলজীবন ৷ এবার তারা বয়ঃসন্ধি পেরিয়ে পা রাখছে যৌবনে ৷ তাই মনঃস্তত্ত্বের জটিলতা এবার আরও সুন্দর সব সমীকরণ তৈরি করতে চলেছে ৷
এই সিরিজে প্রধান চরিত্রে রয়েছেন ওমকার কুলকার্নি, চিন্ময় চন্দ্রাশুশ এবং নমন জৈন ৷ আর সিরিজটির লেখক তথা পরিচালনার দায়িত্বে রয়েছেন অনন্ত সিং ৷ প্রযোজনা দায়িত্বে রয়েছে টিভিএফ ৷ ওটিটি প্লার্টফর্ম আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷
তিনি বলেন, "বয়ঃসন্ধির গল্প সবসময় দর্শকের মধ্যে একটা অন্যরকমের আবেদন তৈরি করে ৷ 'ইমম্যাচিওর'-ও এমনই একটি সিরিজ যা এর প্রকৃষ্ট উদাহরণ ৷ এবারে আমাদের চরিত্ররা বয়ঃসন্ধির নানান সমস্যার মধ্যে দিয়ে এগোবে ৷ কারণ ওদের স্কুলজীবনও খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে ৷ দেখে ভালো লাগছে ওমকার, চিন্ময়, নমনরা চরিত্র হিসাবে বড় হয়ে উঠছে ৷ পাশাপাশি অভিনেতা হিসাবেও ওরা উন্নতি করছে ৷ এই সিজনে ওদের পারফরম্যান্সেই তার প্রমাণ রয়েছে ৷"
আরও পড়ুন: