ETV Bharat / entertainment

এবার আইপিএস-এর ভূমিকায় গৌরব মণ্ডল, সুঠাম চেহারা ও নতুন লুক দেখে আপ্লুত ভক্তরা - তুঁতে

Gourab Mondal in Tunte: তুঁতে ধারাবাহিকে এ বার আইপিএস-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতা গৌরব মণ্ডলকে ৷ সেই লুক নিজেই পোস্ট করলেন গৌরব ৷

Gourab Mondal
গৌরব মণ্ডল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 12:43 PM IST

Updated : Dec 18, 2023, 2:46 PM IST

কলকাতা, 18 ডিসেম্বর: এ বার আইপিএস-এর ভূমিকায় গৌরব মণ্ডল । টানা মাইথোলজিক্যাল চরিত্র, এক তরুণীর বাবার চরিত্র করার পর এ বার রীতিমতো নায়কের ইমেজে গৌরব । 'কনে বউ'-এর পর ফের নায়কোচিত ইমেজে অভিনেতা । সামাজিক মাধ্যমে নিজেই পোস্ট করলেন আইপিএস সিদ্ধার্থর লুক ।

'তুঁতে' ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে সম্প্রতি । গল্প নিয়েছে অন্যদিকে মোড় । ধারাবাহিকের ভিলেন চরিত্র অভিষেক (রাজীব বসু) এই মুহূর্তে শ্রীঘরে । তাঁকে বাঁচাতে মরিয়া ধারাবাহিকের অ্যান্টাগনিস্ট থুড়ি অভিষেকের জন্মদাত্রী মন্দিরা সেনগুপ্ত । এই নিয়েই এগিয়ে চলেছে বাংলা টেলিভিশনের 'তুঁতে' ধারাবাহিকের গল্প ।

গল্পের নায়িকা তুঁতের বুদ্ধিমত্তায় একের পর এক বিপদ কাটিয়ে উঠছে লাহিড়ি পরিবার । মেগা সিরিয়ালে যেমনটা হয় আর কী । তবে, এই মুহূর্তের অন্যতম খবরটি হল, এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব মণ্ডল । তাঁকে দেখা যাবে আইপিএস সিদ্ধার্থর চরিত্রে । প্রোমোতে ইতিমধ্যেই সামনে এসেছে গৌরব মণ্ডলের আইপিএস লুকের ঝলক । ও দিকে, তুঁতেকে দেখা যাচ্ছে বৈধব্য বেশে । সে গঙ্গায় অস্থি বিসর্জন করছে রঙ্গণের । আর সিদ্ধার্থ গ্রেফতার করছে তুঁতেকে । অভিযোগ, তুঁতে নাকি খুন করেছে রঙ্গণ লাহিড়িকে । কিন্তু কেন ? এর পিছনে কে আছে ? সবটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।

প্রসঙ্গত, 'বেদেনি মলুয়ার কথা' ধারাবাহিকের মাধ্যমে বাংলা ধারাবাহিকে অভিষেক ঘটে গৌরবের । রাজকুমার সূর্যর চরিত্রে অভিনয় করে প্রথম মাইথোলজিকাল চরিত্রে পদার্পণ করেন তিনি । এরপর 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে সকলের মনে জায়গা করে নেন গৌরব । এরপর গৌরবকে দেখা যায় মহাদেবের চরিত্রে 'ওম নমঃ শিবায়' ধারাবাহিকে । সেই ধারাবাহিকেও যথেষ্ট সাফল্য অর্জন করেন গৌরব । এরপর 'আরব্য রজনী' ধারাবাহিকে সুলতান শাহরিয়ার চরিত্রে অভিনয় করেন । পরপর মাইথোলজিক্যাল চরিত্র করতে করতে এক প্রকার তকমা লেগে গিয়েছিল তাঁর কেরিয়ারে ।

এরপর নিজেকে ফ্যামিলি ড্রামাতে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে ওঠেন এই অভিনেতা । অভিনয় করেন 'কনে বউ' ধারাবাহিকে । সেখানে তাঁর বিপরীতে ছিলেন সৌমিতৃষা কুণ্ডু । যিনি আজকের মিঠাই । এরপর 'নয়নতারা' ধারাবাহিকে নিজের বয়সের তুলনায় বেশ খানিকটা বেশি বয়সি এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন গৌরব । এহেন গৌরব সুগায়কও বটে । একইসঙ্গে ফিটনেস ফ্রিক ।

সম্প্রতি মুজাফ্ফর আলির নির্দেশনায় মিউজিক্যাল থিয়েটারের জন্য বাংলায় গান রেকর্ড করেছেন গৌরব । সেই খবর সোশাল মিডিয়াতেই জানিয়েছেন তিনি । এই মুহূর্তে 'তুঁতে' ধারাবাহিকের জন্যই আউটডোরে রয়েছেন গৌরব । আর তাই তিনি জানিয়েছেন, "খুব ইন্টারেস্টিং চরিত্রটা । তবে, আউটডোরে আছি । একটু সময় পেলেই চরিত্রটি নিয়ে বিস্তারিত জানাতে পারব ।"

আরও পড়ুন:

  1. সম্পন্ন সৌরভ-দর্শনার বিবাহ অভিযান, ভালোবাসার শহরে মন্টু পাইলটের কাহানি ঠিক যেন লাভ স্টোরি; দেখুন ভিডিয়ো
  2. মহারাজা, তোমারে সেলাম! হীরকরাজ্য ছাড়লেন সত্যজিৎ-সঙ্গী অনুপ ঘোষাল
  3. বাংলা ধারাবাহিকে আরও দুই শিশু শিল্পীর আগমন, মিহি-তোজোর মজাদার খুনসুটি মন জয় করছে দর্শকদের

কলকাতা, 18 ডিসেম্বর: এ বার আইপিএস-এর ভূমিকায় গৌরব মণ্ডল । টানা মাইথোলজিক্যাল চরিত্র, এক তরুণীর বাবার চরিত্র করার পর এ বার রীতিমতো নায়কের ইমেজে গৌরব । 'কনে বউ'-এর পর ফের নায়কোচিত ইমেজে অভিনেতা । সামাজিক মাধ্যমে নিজেই পোস্ট করলেন আইপিএস সিদ্ধার্থর লুক ।

'তুঁতে' ধারাবাহিকের সময় পরিবর্তন হয়েছে সম্প্রতি । গল্প নিয়েছে অন্যদিকে মোড় । ধারাবাহিকের ভিলেন চরিত্র অভিষেক (রাজীব বসু) এই মুহূর্তে শ্রীঘরে । তাঁকে বাঁচাতে মরিয়া ধারাবাহিকের অ্যান্টাগনিস্ট থুড়ি অভিষেকের জন্মদাত্রী মন্দিরা সেনগুপ্ত । এই নিয়েই এগিয়ে চলেছে বাংলা টেলিভিশনের 'তুঁতে' ধারাবাহিকের গল্প ।

গল্পের নায়িকা তুঁতের বুদ্ধিমত্তায় একের পর এক বিপদ কাটিয়ে উঠছে লাহিড়ি পরিবার । মেগা সিরিয়ালে যেমনটা হয় আর কী । তবে, এই মুহূর্তের অন্যতম খবরটি হল, এই ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌরব মণ্ডল । তাঁকে দেখা যাবে আইপিএস সিদ্ধার্থর চরিত্রে । প্রোমোতে ইতিমধ্যেই সামনে এসেছে গৌরব মণ্ডলের আইপিএস লুকের ঝলক । ও দিকে, তুঁতেকে দেখা যাচ্ছে বৈধব্য বেশে । সে গঙ্গায় অস্থি বিসর্জন করছে রঙ্গণের । আর সিদ্ধার্থ গ্রেফতার করছে তুঁতেকে । অভিযোগ, তুঁতে নাকি খুন করেছে রঙ্গণ লাহিড়িকে । কিন্তু কেন ? এর পিছনে কে আছে ? সবটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।

প্রসঙ্গত, 'বেদেনি মলুয়ার কথা' ধারাবাহিকের মাধ্যমে বাংলা ধারাবাহিকে অভিষেক ঘটে গৌরবের । রাজকুমার সূর্যর চরিত্রে অভিনয় করে প্রথম মাইথোলজিকাল চরিত্রে পদার্পণ করেন তিনি । এরপর 'ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ' ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে সকলের মনে জায়গা করে নেন গৌরব । এরপর গৌরবকে দেখা যায় মহাদেবের চরিত্রে 'ওম নমঃ শিবায়' ধারাবাহিকে । সেই ধারাবাহিকেও যথেষ্ট সাফল্য অর্জন করেন গৌরব । এরপর 'আরব্য রজনী' ধারাবাহিকে সুলতান শাহরিয়ার চরিত্রে অভিনয় করেন । পরপর মাইথোলজিক্যাল চরিত্র করতে করতে এক প্রকার তকমা লেগে গিয়েছিল তাঁর কেরিয়ারে ।

এরপর নিজেকে ফ্যামিলি ড্রামাতে প্রতিষ্ঠিত করতে মরিয়া হয়ে ওঠেন এই অভিনেতা । অভিনয় করেন 'কনে বউ' ধারাবাহিকে । সেখানে তাঁর বিপরীতে ছিলেন সৌমিতৃষা কুণ্ডু । যিনি আজকের মিঠাই । এরপর 'নয়নতারা' ধারাবাহিকে নিজের বয়সের তুলনায় বেশ খানিকটা বেশি বয়সি এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন গৌরব । এহেন গৌরব সুগায়কও বটে । একইসঙ্গে ফিটনেস ফ্রিক ।

সম্প্রতি মুজাফ্ফর আলির নির্দেশনায় মিউজিক্যাল থিয়েটারের জন্য বাংলায় গান রেকর্ড করেছেন গৌরব । সেই খবর সোশাল মিডিয়াতেই জানিয়েছেন তিনি । এই মুহূর্তে 'তুঁতে' ধারাবাহিকের জন্যই আউটডোরে রয়েছেন গৌরব । আর তাই তিনি জানিয়েছেন, "খুব ইন্টারেস্টিং চরিত্রটা । তবে, আউটডোরে আছি । একটু সময় পেলেই চরিত্রটি নিয়ে বিস্তারিত জানাতে পারব ।"

আরও পড়ুন:

  1. সম্পন্ন সৌরভ-দর্শনার বিবাহ অভিযান, ভালোবাসার শহরে মন্টু পাইলটের কাহানি ঠিক যেন লাভ স্টোরি; দেখুন ভিডিয়ো
  2. মহারাজা, তোমারে সেলাম! হীরকরাজ্য ছাড়লেন সত্যজিৎ-সঙ্গী অনুপ ঘোষাল
  3. বাংলা ধারাবাহিকে আরও দুই শিশু শিল্পীর আগমন, মিহি-তোজোর মজাদার খুনসুটি মন জয় করছে দর্শকদের
Last Updated : Dec 18, 2023, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.