ETV Bharat / entertainment

Fakira New Album: ফকিরার নয়া নিবেদন 'হরে কৃষ্ণ', শেষ হল রেকর্ডিং - Fakira New Album Hare Krishna

শীঘ্রই আসতে চলেছে 'ফকিরা'র দ্বিতীয় অ্যালবাম 'হরে কৃষ্ণ' (Fakira New Album)। শেষ হয়েছে রেকর্ডিং পর্ব । অ্যালবামে থাকছে মোট আটটি পরিচিত এবং অপরিচিত লোকগান ৷

Fakira New Album
'ফকিরা'র নয়া নিবেদন 'হরে কৃষ্ণ', শেষ হল রেকর্ডিং
author img

By

Published : Sep 12, 2022, 9:38 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর: বাংলা ব্যান্ড 'ফকিরা'র দ্বিতীয় অ্যালবাম 'হরে কৃষ্ণ' আসতে চলেছে শীঘ্রই (Fakira New Album)। শেষ হয়েছে রেকর্ডিং পর্ব । আটটি লোকগান নিয়ে এই 'হরে কৃষ্ণ' অ্যালবামটি আনতে চলেছে 'ফকিরা'। যার মধ্যে কিছু গান প্রচলিত । সেগুলি মানুষ আগেও শুনেছেন । আবার কিছু গান এখন শোনা যায় না বললেই চলে ।

ফকিরার 'হরে কৃষ্ণ' গানটি আসলে তিনটি গানের মিশেলে তৈরি । শ্রীচৈতন্য মুখনিঃসৃত বাণী 'হরে কৃষ্ণ', 'এখনও সে বৃন্দাবনে', 'হরি হরায়ে নম কৃষ্ণ' এই তিনটি পদ একত্রিত করে তৈরি হয়েছে 'ফকিরা'র 'হরে কৃষ্ণ' গান । উল্লেখ্য, 'ফকিরা'র প্রথম অ্যালবাম 'ইতরপনা' -তে যেমন প্রথমবার মানুষ বাংলা কাওয়ালী শুনেছিলেন, এই অ্যালবামেও তার অন্যথা হবে না বলে জানিয়েছে দল । সবকিছু মিলিয়ে প্রথম অ্যালবামের মতোই এই অ্যালবামও বাংলা গানের জগতে সাড়া ফেলতে চলেছে বলে আশাবাদী দলের সদস্যরা ।

প্রসঙ্গত, ফকিরা শুধু লোকগান করবে বলেই তৈরি হয়নি । 2011 সালে তিমিরের আয়োজন করা আসানসোলের একটি অনুষ্ঠান থেকেই ফকিরার এই সিদ্ধান্ত । পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষ ও তার বাইরেও ফকিরার সংগীতের সঙ্গে সময় কাটানো কিছু মানুষের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে । আর সেই জোরেই বাংলাদেশ, আমেরিকা সহ সারা ভারতে 'ফকিরা' অনুষ্ঠান করে চলেছে স্বমহিমায় । তাঁদের প্রথম অ্যালবাম 'ইতরপনা' - মির্চি মিউজি়ক অ্যাওয়ার্ড পায় ও দীর্ঘদিন বেস্ট সেলিং বেঙ্গলি নন ফিল্ম মিউজিক এর তালিকার শীর্ষ স্থানে থাকে (Fakira Second Album)।

বিভিন্ন কারণে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে কিছু বছর সময় লেগে গেল 'ফকিরা'র(Fakira New Album Hare Krishna) । এর মধ্যেই তাঁরা রিলিজ করেছেন তাঁদের সিঙ্গেল । রতন কাহারকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গান 'বড়লোকের বিটি লো' থাকছে অ্যালবামে । দ্বিতীয় অ্যালবাম, মিউজিক ভিডিয়ো এবং ওয়েবসাইট একসঙ্গে প্রকাশ করতে চলেছে 'ফকিরা' । জানা গিয়েছে, চলতি বছরের পুজোর আগেই আগামী 16 সেপ্টেম্বর এসে পড়বে গান ও ভিডিয়ো ।

আরও পড়ুন: এ বছর পুজোয় 'ভটভটি' দুল পরবেন দেবলীনা

'হরে কৃষ্ণ'র নির্মাণের কাহিনি নিয়ে জানা গিয়েছে, 2019 সালে ফকিরার দ্বিতীয় অ্যালবাম 'হরে কৃষ্ণ' রেকর্ড হয়ে গেলেও কোভিডের কারণে তা বের করা সম্ভব হয়নি । এই বছর পুজোর আগে প্রকাশ পাবে সেই অ্যালবাম । অ্যালবামটি রেকর্ড হয়েছে মুম্বাইয়ের ' যশরাজ ফিল্মস স্টুডিয়ো'তে । তিমিরের কথায় - "দ্বিতীয় অ্যালবামের কাজ করতে করতেই আমাদের মাথায় আসে একসঙ্গে আটটি গানকে একটা ভিডিয়োতে রাখার কথা । প্রকাশ পেলেই এর স্বাদ পাবেন । আমরা ভারতের অন্যতম সেরা স্টুডিওতে রেকর্ড করেছি ।

কলকাতা, 12 সেপ্টেম্বর: বাংলা ব্যান্ড 'ফকিরা'র দ্বিতীয় অ্যালবাম 'হরে কৃষ্ণ' আসতে চলেছে শীঘ্রই (Fakira New Album)। শেষ হয়েছে রেকর্ডিং পর্ব । আটটি লোকগান নিয়ে এই 'হরে কৃষ্ণ' অ্যালবামটি আনতে চলেছে 'ফকিরা'। যার মধ্যে কিছু গান প্রচলিত । সেগুলি মানুষ আগেও শুনেছেন । আবার কিছু গান এখন শোনা যায় না বললেই চলে ।

ফকিরার 'হরে কৃষ্ণ' গানটি আসলে তিনটি গানের মিশেলে তৈরি । শ্রীচৈতন্য মুখনিঃসৃত বাণী 'হরে কৃষ্ণ', 'এখনও সে বৃন্দাবনে', 'হরি হরায়ে নম কৃষ্ণ' এই তিনটি পদ একত্রিত করে তৈরি হয়েছে 'ফকিরা'র 'হরে কৃষ্ণ' গান । উল্লেখ্য, 'ফকিরা'র প্রথম অ্যালবাম 'ইতরপনা' -তে যেমন প্রথমবার মানুষ বাংলা কাওয়ালী শুনেছিলেন, এই অ্যালবামেও তার অন্যথা হবে না বলে জানিয়েছে দল । সবকিছু মিলিয়ে প্রথম অ্যালবামের মতোই এই অ্যালবামও বাংলা গানের জগতে সাড়া ফেলতে চলেছে বলে আশাবাদী দলের সদস্যরা ।

প্রসঙ্গত, ফকিরা শুধু লোকগান করবে বলেই তৈরি হয়নি । 2011 সালে তিমিরের আয়োজন করা আসানসোলের একটি অনুষ্ঠান থেকেই ফকিরার এই সিদ্ধান্ত । পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষ ও তার বাইরেও ফকিরার সংগীতের সঙ্গে সময় কাটানো কিছু মানুষের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে । আর সেই জোরেই বাংলাদেশ, আমেরিকা সহ সারা ভারতে 'ফকিরা' অনুষ্ঠান করে চলেছে স্বমহিমায় । তাঁদের প্রথম অ্যালবাম 'ইতরপনা' - মির্চি মিউজি়ক অ্যাওয়ার্ড পায় ও দীর্ঘদিন বেস্ট সেলিং বেঙ্গলি নন ফিল্ম মিউজিক এর তালিকার শীর্ষ স্থানে থাকে (Fakira Second Album)।

বিভিন্ন কারণে দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করতে কিছু বছর সময় লেগে গেল 'ফকিরা'র(Fakira New Album Hare Krishna) । এর মধ্যেই তাঁরা রিলিজ করেছেন তাঁদের সিঙ্গেল । রতন কাহারকে শ্রদ্ধা জানিয়ে তাঁর গান 'বড়লোকের বিটি লো' থাকছে অ্যালবামে । দ্বিতীয় অ্যালবাম, মিউজিক ভিডিয়ো এবং ওয়েবসাইট একসঙ্গে প্রকাশ করতে চলেছে 'ফকিরা' । জানা গিয়েছে, চলতি বছরের পুজোর আগেই আগামী 16 সেপ্টেম্বর এসে পড়বে গান ও ভিডিয়ো ।

আরও পড়ুন: এ বছর পুজোয় 'ভটভটি' দুল পরবেন দেবলীনা

'হরে কৃষ্ণ'র নির্মাণের কাহিনি নিয়ে জানা গিয়েছে, 2019 সালে ফকিরার দ্বিতীয় অ্যালবাম 'হরে কৃষ্ণ' রেকর্ড হয়ে গেলেও কোভিডের কারণে তা বের করা সম্ভব হয়নি । এই বছর পুজোর আগে প্রকাশ পাবে সেই অ্যালবাম । অ্যালবামটি রেকর্ড হয়েছে মুম্বাইয়ের ' যশরাজ ফিল্মস স্টুডিয়ো'তে । তিমিরের কথায় - "দ্বিতীয় অ্যালবামের কাজ করতে করতেই আমাদের মাথায় আসে একসঙ্গে আটটি গানকে একটা ভিডিয়োতে রাখার কথা । প্রকাশ পেলেই এর স্বাদ পাবেন । আমরা ভারতের অন্যতম সেরা স্টুডিওতে রেকর্ড করেছি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.