ETV Bharat / entertainment

New Web Series Bodhon: পুজোতে অন্য দুর্গাদের গল্প বলবে দিতিপ্রিয়া-সন্দীপ্তার 'বোধন' - Sandipta Sen

দিতিপ্রিয়া রায় এবং সন্দীপ্তা সেনের হাত ধরে এই পুজোতে আসছে নতুন ওয়েব সিরিজ 'বোধন' (Ditipriya Roy Sandipta Sen Starrer Bodhon)৷ সিরিজটির পরিচালনার দায়িত্ব রয়েছে অদিতি রায়ের কাঁধে ৷

New Web Series Bodhon
পুজোতে অন্য দুর্গাদের গল্প বলবে দিতিপ্রিয়া-সন্দীপ্তার 'বোধন'
author img

By

Published : Sep 10, 2022, 11:01 AM IST

Updated : Sep 10, 2022, 11:10 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর: এবার পুজোয় আসছে বেশ অনেকগুলি ছবি ৷ আগামী 30 সেপ্টেম্বরই একইসঙ্গে মুক্তি পেতে চলেছে 'কাছের মানুষ', 'কর্ণসুবর্ণের গুপ্তধন' এবং 'অতি উত্তম'-এর মত ছবিগুলি ৷ তাই পুজোয় মন পড়ে থাকতেই পারে সিনেমাহলে ৷ কিন্তু ওয়েবের বিনোদনও কিন্তু পুজোয় মোটেই থেমে থাকছে না ৷ বরং দিতিপ্রিয়া রায় এবং সন্দীপ্তা সেনের হাত ধরে এই পুজোতেই আসছে নতুন ওয়েব সিরিজ 'বোধন' (Ditipriya Roy Sandipta Sen Starrer Bodhon)৷ নারী শক্তির জাগরণের গল্প তুলে ধরবে এই কাহিনি(New Web Series Bodhon) ৷

এই হইচই অরিজিনাল সিরিজের পোস্টার শেয়ার করে শুক্রবার দিতিপ্রিয়া লেখেন, 'এই পুজোয় হোক নারী শক্তির বোধন ! বোধন আসছে খুব তাড়াতাড়ি (Ditipriya Roy New Series)৷' সিরিজের যে পোস্টার শেয়ার করেছেন দিতি তাতে দুই অভিনেত্রীর লুক ছাড়াও সামনে এসেছে সমাজের বেশ কিছু এমন মন্তব্য় যা মেয়েদের সকাল বিকেল শুনতে হয় ৷

দিতিপ্রিয়ার লুক দেখেই বোঝা যায় সিরিজে এই চরিত্রটির ওপর চলানো হয়েছে মারাত্মক অত্যাচার ৷ আর অন্যদিকে কলেজের অধ্যাপিকার লুকে সামনে এসেছেন সন্দীপ্তা(Sandipta Sen) ৷ পিছনে রয়েছে বোর্ড আর সঙ্গে লেখা কিছু মন্তব্য যা সমাজ ছুঁড়ে দেয় এই ধরণের প্রচুর নারীদের দিকে ৷ যেমন, "রাতে ভদ্রবাড়ির মেয়েরা রাস্তায় বেড়োয় না", কিংবা "স্লিভলেস ব্লাউজ পরে কি কেউ কলেজে পড়াতে আসে ?"

আরও পড়ুন: ফের প্রযোজনায় বাস্তবের হর গৌরী যিশু নীলাঞ্জনা

স্পষ্টতই বোঝা যায়, এই সিরিজে আদ্যপান্ত উঠে আসবে নারী কেন্দ্রিক নানা সমস্য়ার কথা ৷ সিরিজটির পরিচালনার দায়িত্ব রয়েছে অদিতি রায়ের কাঁধে ৷ এর আগে ছোট পর্দায় সারদা মা রূপে ধরা দিয়েছিলেন সন্দীপ্তা সেন আর রানি রাসমনি রূপে ধরা দিয়েছিলেন দিতিপ্রিয়া রায় ৷ এবার এক পর্দায় তাঁরা ঠিক কতটা জমিয়ে তুলতে পারেন আসর সেটাই দেখার ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর: এবার পুজোয় আসছে বেশ অনেকগুলি ছবি ৷ আগামী 30 সেপ্টেম্বরই একইসঙ্গে মুক্তি পেতে চলেছে 'কাছের মানুষ', 'কর্ণসুবর্ণের গুপ্তধন' এবং 'অতি উত্তম'-এর মত ছবিগুলি ৷ তাই পুজোয় মন পড়ে থাকতেই পারে সিনেমাহলে ৷ কিন্তু ওয়েবের বিনোদনও কিন্তু পুজোয় মোটেই থেমে থাকছে না ৷ বরং দিতিপ্রিয়া রায় এবং সন্দীপ্তা সেনের হাত ধরে এই পুজোতেই আসছে নতুন ওয়েব সিরিজ 'বোধন' (Ditipriya Roy Sandipta Sen Starrer Bodhon)৷ নারী শক্তির জাগরণের গল্প তুলে ধরবে এই কাহিনি(New Web Series Bodhon) ৷

এই হইচই অরিজিনাল সিরিজের পোস্টার শেয়ার করে শুক্রবার দিতিপ্রিয়া লেখেন, 'এই পুজোয় হোক নারী শক্তির বোধন ! বোধন আসছে খুব তাড়াতাড়ি (Ditipriya Roy New Series)৷' সিরিজের যে পোস্টার শেয়ার করেছেন দিতি তাতে দুই অভিনেত্রীর লুক ছাড়াও সামনে এসেছে সমাজের বেশ কিছু এমন মন্তব্য় যা মেয়েদের সকাল বিকেল শুনতে হয় ৷

দিতিপ্রিয়ার লুক দেখেই বোঝা যায় সিরিজে এই চরিত্রটির ওপর চলানো হয়েছে মারাত্মক অত্যাচার ৷ আর অন্যদিকে কলেজের অধ্যাপিকার লুকে সামনে এসেছেন সন্দীপ্তা(Sandipta Sen) ৷ পিছনে রয়েছে বোর্ড আর সঙ্গে লেখা কিছু মন্তব্য যা সমাজ ছুঁড়ে দেয় এই ধরণের প্রচুর নারীদের দিকে ৷ যেমন, "রাতে ভদ্রবাড়ির মেয়েরা রাস্তায় বেড়োয় না", কিংবা "স্লিভলেস ব্লাউজ পরে কি কেউ কলেজে পড়াতে আসে ?"

আরও পড়ুন: ফের প্রযোজনায় বাস্তবের হর গৌরী যিশু নীলাঞ্জনা

স্পষ্টতই বোঝা যায়, এই সিরিজে আদ্যপান্ত উঠে আসবে নারী কেন্দ্রিক নানা সমস্য়ার কথা ৷ সিরিজটির পরিচালনার দায়িত্ব রয়েছে অদিতি রায়ের কাঁধে ৷ এর আগে ছোট পর্দায় সারদা মা রূপে ধরা দিয়েছিলেন সন্দীপ্তা সেন আর রানি রাসমনি রূপে ধরা দিয়েছিলেন দিতিপ্রিয়া রায় ৷ এবার এক পর্দায় তাঁরা ঠিক কতটা জমিয়ে তুলতে পারেন আসর সেটাই দেখার ৷

Last Updated : Sep 10, 2022, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.