ETV Bharat / entertainment

Dipanwita Rakshit New Project : 'ডিপ্রেশন বা আত্মহত্যা'-কে না বলতে আগে থেকেই বিকল্প রাস্তা তৈরির পথে খুকুমণি - Dipanwita Rakshit is Starting a Gym Point As a Side Business

পর্দার খুকুমণি অর্থাৎ দীপান্বিতা রক্ষিত এবার নিজেকে আবিষ্কার করতে চলেছেন অন্য কায়দায় । জিম পয়েন্ট খুলছেন তিনি । নাম রেখেছেন 'দ্য লায়ন্স ফিটনেস স্টুডিয়ো' । জিমের পাশাপাশি সঠিক ডায়েট চার্টও দেবেন অভিনেত্রী (Dipanwita Rakshit is Starting a Gym Point As a Side Business) ।

Dipanwita Rakshit
"ডিপ্রেশন বা আত্মহত্যা নয়, প্রজেক্ট থেকে উপার্জিত অর্থ ভাল কাজে ইনভেস্ট করাই বুদ্ধিমানের কাজ"-- মনে করেন খুকুমণি
author img

By

Published : Jun 21, 2022, 1:33 PM IST

কলকাতা, 21 জুন: সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি' । গল্পের নায়িকা খুকুমণির বিখ্যাত সেই সব সংলাপ "হামানদিস্তায় চেপে, শিলনোড়ায় বেটে..."- দিনকয়েক আগে মুখের বুলি হয়ে উঠেছিল অনেকেরই । তাকে ভোলা কি সত্যিই সোজা নাকি ? এক এক জনকে একেক নামে ডাকত সে । যেমন ধাপার ফুলকপি, ফুলটুসি কাকিমা, ফোড়ন বাবা, ঝুনো নারকেল । এই সব নাম তার মুখে শুনতে পছন্দ করতেন দর্শকও । আর তাতেই কয়েক সপ্তাহে বাজিমাত করেছিল 'খুকুমণি হোম ডেলিভারি' ।

টেলি কেরিয়ার তাঁর বেশিদিনের নয় । 'সাঁঝের বাতি'-তে নেগেটিভ এবং পজিটিভ দুই ইমেজেই দেখা গিয়েছিল তাঁকে । এরপর নিজের অভিনয়সৌকর্যে সরাসরি লিড রোলে চলে আসেন অভিনেত্রী । স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত 'খুকুমণি হোম ডেলিভারি'তে এক ভিন্নধর্মী নায়িকার চরিত্রে তাঁকে দেখা যায় । প্রতিবাদী, ডাকাবুকো- সহজ কথায় রাফ অ্যান্ড টাফ ইমেজে তাঁকে পেয়েছেন দর্শক । এমনকী অ্যাকশন সিনেও দেখা গিয়েছে তাঁকে । এহেন খুকুমণি অর্থাৎ দীপান্বিতা রক্ষিত এবার নিজেকে আবিষ্কার করতে চলেছেন অন্য কায়দায় । জিম পয়েন্ট খুলছেন তিনি । নাম রেখেছেন 'দ্য লায়ন্স ফিটনেস স্টুডিয়ো' । জিমের পাশাপাশি সঠিক ডায়েট চার্টও দেবেন দীপান্বিতা (Dipanwita Rakshit is Starting a Gym Point As a Side Business) ।

Dipanwita Rakshit New Project
জিম পয়েন্ট খুলছেন তিনি । নাম রেখেছেন 'দ্য লায়ন্স ফিটনেস স্টুডিয়ো'

অনেকেই জানেন অভিনেত্রী বাস্তবে রন্ধন পটীয়সী । আগামী 30 জুন তাঁর এই জিম স্টুডিয়োর শুভ উদ্বোধন । এখন এতসমস্ত ব্যবসার ঝক্কি সামলে কি সুযোগ হবে অভিনয়ে মনযোগ দেওয়ার, নাকি ধীরে ধীরে অভিনয় ছেড়ে দূরে সরে যাবেন দীপান্বিতা ? এ প্রশ্নের উত্তরে ইটিভি ভারতকে তিনি জানান, "না না, অভিনয় ছাড়ব না । আমার মতে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর একটা সাইড বিজনেস করা উচিত । কারণ অনেক সময়ই দেখছি কারোকে কিছুদিন বসে থাকতে হলেই, টাকার অভাব হলেই আর কেরিয়ারে বড় কিছু না করতে পারলেই তারা আত্মহত্যা করে ফেলছে । তাই আমার মনে হয় কোনও প্রজেক্ট থেকে উপার্জনের অর্থ খোলামকুচির মতো না উড়িয়ে ভাল কাজের জন্য ইনভেস্ট করলে নিজেরই সুবিধা হবে আগামিদিনে । তা হলে কিছুদিন কাজ না থাকলেও সেদিকে মন দেওয়া যাবে আর অর্থও আসবে । "

আরও পড়ুন : "পঙ্কজ আমাকে অন্য এক ভারতের খোঁজ দিয়েছেন", অভিনেতা সম্পর্কে সৃজিত

তিনি আরও বলেন, "তা হলে আর ডিপ্রেশনে যেতে হবে না । প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকেই একটা প্রজেক্ট শেষ করার পর কিছু মাস বসে থাকতে হয় । ব্যতিক্রম আছে অবশ্য । সেই সময়টায় উপার্জিত অর্থ বিজনেসে ইনভেস্ট করতে পারলে ডিপ্রেশনও আসবে না, আর আর্থিক সমস্যাও হবে না বলে আমার বিশ্বাস । এর ফলে, শহরকে অহরহ আত্মহত্যার খবরে আহত হতে হবে না ।"

কলকাতা, 21 জুন: সম্প্রতি শেষ হয়েছে ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি' । গল্পের নায়িকা খুকুমণির বিখ্যাত সেই সব সংলাপ "হামানদিস্তায় চেপে, শিলনোড়ায় বেটে..."- দিনকয়েক আগে মুখের বুলি হয়ে উঠেছিল অনেকেরই । তাকে ভোলা কি সত্যিই সোজা নাকি ? এক এক জনকে একেক নামে ডাকত সে । যেমন ধাপার ফুলকপি, ফুলটুসি কাকিমা, ফোড়ন বাবা, ঝুনো নারকেল । এই সব নাম তার মুখে শুনতে পছন্দ করতেন দর্শকও । আর তাতেই কয়েক সপ্তাহে বাজিমাত করেছিল 'খুকুমণি হোম ডেলিভারি' ।

টেলি কেরিয়ার তাঁর বেশিদিনের নয় । 'সাঁঝের বাতি'-তে নেগেটিভ এবং পজিটিভ দুই ইমেজেই দেখা গিয়েছিল তাঁকে । এরপর নিজের অভিনয়সৌকর্যে সরাসরি লিড রোলে চলে আসেন অভিনেত্রী । স্নেহাশিস চক্রবর্তী প্রযোজিত 'খুকুমণি হোম ডেলিভারি'তে এক ভিন্নধর্মী নায়িকার চরিত্রে তাঁকে দেখা যায় । প্রতিবাদী, ডাকাবুকো- সহজ কথায় রাফ অ্যান্ড টাফ ইমেজে তাঁকে পেয়েছেন দর্শক । এমনকী অ্যাকশন সিনেও দেখা গিয়েছে তাঁকে । এহেন খুকুমণি অর্থাৎ দীপান্বিতা রক্ষিত এবার নিজেকে আবিষ্কার করতে চলেছেন অন্য কায়দায় । জিম পয়েন্ট খুলছেন তিনি । নাম রেখেছেন 'দ্য লায়ন্স ফিটনেস স্টুডিয়ো' । জিমের পাশাপাশি সঠিক ডায়েট চার্টও দেবেন দীপান্বিতা (Dipanwita Rakshit is Starting a Gym Point As a Side Business) ।

Dipanwita Rakshit New Project
জিম পয়েন্ট খুলছেন তিনি । নাম রেখেছেন 'দ্য লায়ন্স ফিটনেস স্টুডিয়ো'

অনেকেই জানেন অভিনেত্রী বাস্তবে রন্ধন পটীয়সী । আগামী 30 জুন তাঁর এই জিম স্টুডিয়োর শুভ উদ্বোধন । এখন এতসমস্ত ব্যবসার ঝক্কি সামলে কি সুযোগ হবে অভিনয়ে মনযোগ দেওয়ার, নাকি ধীরে ধীরে অভিনয় ছেড়ে দূরে সরে যাবেন দীপান্বিতা ? এ প্রশ্নের উত্তরে ইটিভি ভারতকে তিনি জানান, "না না, অভিনয় ছাড়ব না । আমার মতে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর একটা সাইড বিজনেস করা উচিত । কারণ অনেক সময়ই দেখছি কারোকে কিছুদিন বসে থাকতে হলেই, টাকার অভাব হলেই আর কেরিয়ারে বড় কিছু না করতে পারলেই তারা আত্মহত্যা করে ফেলছে । তাই আমার মনে হয় কোনও প্রজেক্ট থেকে উপার্জনের অর্থ খোলামকুচির মতো না উড়িয়ে ভাল কাজের জন্য ইনভেস্ট করলে নিজেরই সুবিধা হবে আগামিদিনে । তা হলে কিছুদিন কাজ না থাকলেও সেদিকে মন দেওয়া যাবে আর অর্থও আসবে । "

আরও পড়ুন : "পঙ্কজ আমাকে অন্য এক ভারতের খোঁজ দিয়েছেন", অভিনেতা সম্পর্কে সৃজিত

তিনি আরও বলেন, "তা হলে আর ডিপ্রেশনে যেতে হবে না । প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীকেই একটা প্রজেক্ট শেষ করার পর কিছু মাস বসে থাকতে হয় । ব্যতিক্রম আছে অবশ্য । সেই সময়টায় উপার্জিত অর্থ বিজনেসে ইনভেস্ট করতে পারলে ডিপ্রেশনও আসবে না, আর আর্থিক সমস্যাও হবে না বলে আমার বিশ্বাস । এর ফলে, শহরকে অহরহ আত্মহত্যার খবরে আহত হতে হবে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.