ETV Bharat / entertainment

Dev on Arijit: আগামী ছবির জন্য ডান্স ডান্স জুনিয়রের অরিজিৎকে লক করলেন দেব - Dev Locks Arijit For His New project

ডান্স ডান্স জুনিয়ারে মাতিয়ে দিচ্ছে ছোট্ট অরিজিৎ ৷ তাঁর নাচে মুগ্ধ বিচারক দেবও ৷ তিনি এও জানান আগামী কোনও ছবিতে তাঁর ছোটবেলা দেখানো হলে তিনি তাকেই নেবেন(Dev Locks Arijit For His New project) ৷

Dev on Arijit
আগামী ছবির জন্য ডান্স ডান্স জুনিয়রের অরিজিতকে লক করলেন দেব
author img

By

Published : Aug 30, 2022, 7:26 PM IST

কলকাতা, 30 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে জমজমাট ডান্স রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'(Dance Dance Junior Season 3 )। ছোটদের নাচে মাতোয়ারা বাংলা । প্রতি পর্বেই কোনও না-কোনও চমকপ্রদ থিম নিয়ে হাজির এই অনুষ্ঠান । সাড়া জাগানো পারফরম্যান্স দেখাতে পারলেই ওয়ান লেবেল আপ পারফরম্যান্সের শিরোপা মেলে । তাই এক ইঞ্চি জমি না-ছাড়ার মানসিকতা নিয়ে নাচের মঞ্চ তোলপাড় করছে ছোটরা ।

এই সপ্তাহে বিভিন্ন সুপারহিট গানের সঙ্গে পারফর্ম করল ছোটরা ৷ যেসব গানে এর আগে বড় পর্দায় নেচেছিলেন বিভিন্ন সুপারস্টাররা । এক প্রকার চোখ ধাঁধিয়ে গিয়েছিল বিচারকমণ্ডলীর । জয়াপ্রদা, মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, করিনা, হৃত্বিক, দেব, রুক্মিণী বাদ পড়েননি কেউই । এদিন দেব-রুক্মিণী জুটির 'কে তুই বল...' গানের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সে সকলের মন জয় করে নেয় ছোট্ট অরিজিৎ (Dev Locks Arijit For His New project )।

ক্যাপ্টেন দীপান্বিতা এদিন বলেই বসলেন দেবকে, "তোমার অনেক ছবিতে তো তোমার ছোটবেলা দেখানো হয় । সেখানে ছোট্ট দেবের চরিত্রে অরিজিৎ পারফেক্ট।" দেবও এই কথায় সম্মতি জানিয়ে বলেন, "হ্যাঁ, একদম ঠিক । অরিজিৎ আমি তোকে লক করলাম । এরপর কোনও ছবিতে আমার ছোটবেলা দেখানো হলে তোকেই নেব (Dev on Arijit )।"

Dev Locks Arijit For His New project
অরিজিতকে অবশ্য এর আগে ছোট্ট দেব বলে ডেকে ফেলেছেন দেবপ্রিয়া রুক্মিণীও ।

আরও পড়ুন: চড় কাণ্ডের পর বড় সিদ্ধান্ত, অস্কার মঞ্চে আর সঞ্চালনা করবেন না রক

এরপর হাততালিতে ফেটে পড়ে মঞ্চ। অরিজিৎকে অবশ্য এর আগে ছোট্ট দেব বলে ডেকে ফেলেছেন 'দেবপ্রিয়া' রুক্মিণীও । অরিজিতের আরও একটা নাম আছে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে আর তা হল 'মুগলি'। সে সারাক্ষণ মুগলির মতো ঝুলে ঝুলে পারফর্ম করে । এভাবেই হেসে খেলে নাচে গানে জমজমাট ছোটদের নাচের মঞ্চ । প্রায় প্রতি সপ্তাহেই হাজির হচ্ছেন কোনও না-কোনও বলিউড তারকা । তাঁদেরকেও তাক লাগিয়ে দিচ্ছে খুদেরা ।

কলকাতা, 30 অগস্ট: বাংলা টেলিভিশনের পর্দায় চলছে জমজমাট ডান্স রিয়ালিটি শো 'ডান্স ডান্স জুনিয়র সিজন 3'(Dance Dance Junior Season 3 )। ছোটদের নাচে মাতোয়ারা বাংলা । প্রতি পর্বেই কোনও না-কোনও চমকপ্রদ থিম নিয়ে হাজির এই অনুষ্ঠান । সাড়া জাগানো পারফরম্যান্স দেখাতে পারলেই ওয়ান লেবেল আপ পারফরম্যান্সের শিরোপা মেলে । তাই এক ইঞ্চি জমি না-ছাড়ার মানসিকতা নিয়ে নাচের মঞ্চ তোলপাড় করছে ছোটরা ।

এই সপ্তাহে বিভিন্ন সুপারহিট গানের সঙ্গে পারফর্ম করল ছোটরা ৷ যেসব গানে এর আগে বড় পর্দায় নেচেছিলেন বিভিন্ন সুপারস্টাররা । এক প্রকার চোখ ধাঁধিয়ে গিয়েছিল বিচারকমণ্ডলীর । জয়াপ্রদা, মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, করিনা, হৃত্বিক, দেব, রুক্মিণী বাদ পড়েননি কেউই । এদিন দেব-রুক্মিণী জুটির 'কে তুই বল...' গানের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সে সকলের মন জয় করে নেয় ছোট্ট অরিজিৎ (Dev Locks Arijit For His New project )।

ক্যাপ্টেন দীপান্বিতা এদিন বলেই বসলেন দেবকে, "তোমার অনেক ছবিতে তো তোমার ছোটবেলা দেখানো হয় । সেখানে ছোট্ট দেবের চরিত্রে অরিজিৎ পারফেক্ট।" দেবও এই কথায় সম্মতি জানিয়ে বলেন, "হ্যাঁ, একদম ঠিক । অরিজিৎ আমি তোকে লক করলাম । এরপর কোনও ছবিতে আমার ছোটবেলা দেখানো হলে তোকেই নেব (Dev on Arijit )।"

Dev Locks Arijit For His New project
অরিজিতকে অবশ্য এর আগে ছোট্ট দেব বলে ডেকে ফেলেছেন দেবপ্রিয়া রুক্মিণীও ।

আরও পড়ুন: চড় কাণ্ডের পর বড় সিদ্ধান্ত, অস্কার মঞ্চে আর সঞ্চালনা করবেন না রক

এরপর হাততালিতে ফেটে পড়ে মঞ্চ। অরিজিৎকে অবশ্য এর আগে ছোট্ট দেব বলে ডেকে ফেলেছেন 'দেবপ্রিয়া' রুক্মিণীও । অরিজিতের আরও একটা নাম আছে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে আর তা হল 'মুগলি'। সে সারাক্ষণ মুগলির মতো ঝুলে ঝুলে পারফর্ম করে । এভাবেই হেসে খেলে নাচে গানে জমজমাট ছোটদের নাচের মঞ্চ । প্রায় প্রতি সপ্তাহেই হাজির হচ্ছেন কোনও না-কোনও বলিউড তারকা । তাঁদেরকেও তাক লাগিয়ে দিচ্ছে খুদেরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.