ETV Bharat / entertainment

Debshankar Haldar in Apni Ki Bolen : প্রাণ খুলে বলুন মনের কথা, আপনি কী বলেন-এ শুনবেন দেবশঙ্কর

নয়া বাংলা টিভি শো 'আপনি কী বলেন'-এ (Bengali TV show Apni Ki Bolen) সঞ্চালনায় ফিরলেন দেবশঙ্কর হালদার (Debshankar Haldar in Apni Ki Bolen)।

Debshankar Haldar to host new Bengali TV show Apni Ki Bolen
প্রাণ খুলে বলুন মনের কথা, আপনি কী বলেন-এ সঞ্চালনায় ফিরলেন দেবশঙ্কর
author img

By

Published : Apr 17, 2022, 1:29 PM IST

কলকাতা, 17 এপ্রিল : মানুষের জীবনে মতামত অনেক কিন্তু তা প্রকাশের জায়গা কম । ঘরে বাইরে এই সমস্যার সম্মুখীন কমবেশি আমরা প্রত্যেকেই । এ বার এই সমস্যার সমাধান ঘটাতে হাজির অভিনেতা দেবশঙ্কর হালদার (Debshankar Haldar in Apni Ki Bolen)। শুরু হল নতুন ননফিকশন 'আপনি কী বলেন'। এই শো-এর সঞ্চালনার দায়িত্বেই রয়েছেন অভিনেতা (Bengali TV show Apni Ki Bolen)। প্রতি পর্বে কোনও না কোনও ঘটনাকে তুলে ধরা হবে অভিনয়ের মাধ্যমে । এ বার সেই ঘটনা ঘিরে কার কী মতামত তা ব্যক্ত করতে পারবেন । মতামত জানাবেন সাধারণ মানুষ (new Bengali TV show)।

আরও পড়ুন: Bengali New Year celebration 2022 : টেলিভিশনের পর্দায় এবার গঙ্গাবক্ষে বর্ষবরণ, বসবে চাঁদের হাট

আনুষ্ঠানিক ঘোষণাপর্বে সঞ্চালক জানান, "এই শো-তে মতামত উঠে আসবে একেবারে নিজের ভিতর থেকে । সত্যি বলছি, এটা একটা নতুন ভাবনার, নতুন ধরনের অনুষ্ঠান । অনেক ঝুঁকি আছে । আমার বিশ্বাস, এই অনুষ্ঠান সকলের ভাল লাগবে । কিন্তু একে আরও ভাল করে তোলার চ্যালেঞ্জটা বড় কঠিন । অনুষ্ঠানটা এক ঘণ্টার । শুটিং করতে গিয়ে এমন কিছু মুহূর্তের সম্মুখীন হয়েছি যা ভোলার নয় । আসল কথা হল, আমরা একটা মানুষকে দেখার পর ভেবে নিই সে কেমন হতে পারে কিংবা কী বলতে পারে আর পারে না । তার চেহারা দেখে একটা খাঁচা তৈরি করি । কোনওটা ভিখিরির খাঁচা, কোনওটা ব্যবসায়ীর খাঁচা, কোনওটা অভিনেতা কিংবা রাজার খাঁচা । আমরা ভেবে নিই কে কী বলতে পারে । কিন্তু এই খাঁচা ভেঙে বেরিয়ে মানুষ এমন অনুভূতি আর মতামত দিয়েছেন যে লজ্জিত হয়েছি আমি । কে যেন আমাকে বলেছে দেবশঙ্কর আরও শেখো আরও ভাবো । তুমি যা ভাবছ তা সবসময় ঠিক নাও হতে পারে ।"

আরও পড়ুন: Kolkata International Film Festival : 25 এপ্রিল থেকে শুরু 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

অভিনেতা আরও জানান, "মানুষ এখানে এসে সহজ হতে পারছে কথা বলে । কোনও দায় নেই । কোনও চ্যালেঞ্জ নেই । বাড়ি থেকে আসার সময় কেউ তাদের বলে দেয়নি অনুষ্ঠানে গিয়ে তোমাকে লাটের বাট হতে হবে । তাই তারা মনের কথা বলেছে প্রাণ খুলে । আগামীতেও বলবে ।" প্রতি শনি ও রবিবার দুপুর 2টোয় সম্প্রচারিত হবে 'আপনি কী বলেন'।

কলকাতা, 17 এপ্রিল : মানুষের জীবনে মতামত অনেক কিন্তু তা প্রকাশের জায়গা কম । ঘরে বাইরে এই সমস্যার সম্মুখীন কমবেশি আমরা প্রত্যেকেই । এ বার এই সমস্যার সমাধান ঘটাতে হাজির অভিনেতা দেবশঙ্কর হালদার (Debshankar Haldar in Apni Ki Bolen)। শুরু হল নতুন ননফিকশন 'আপনি কী বলেন'। এই শো-এর সঞ্চালনার দায়িত্বেই রয়েছেন অভিনেতা (Bengali TV show Apni Ki Bolen)। প্রতি পর্বে কোনও না কোনও ঘটনাকে তুলে ধরা হবে অভিনয়ের মাধ্যমে । এ বার সেই ঘটনা ঘিরে কার কী মতামত তা ব্যক্ত করতে পারবেন । মতামত জানাবেন সাধারণ মানুষ (new Bengali TV show)।

আরও পড়ুন: Bengali New Year celebration 2022 : টেলিভিশনের পর্দায় এবার গঙ্গাবক্ষে বর্ষবরণ, বসবে চাঁদের হাট

আনুষ্ঠানিক ঘোষণাপর্বে সঞ্চালক জানান, "এই শো-তে মতামত উঠে আসবে একেবারে নিজের ভিতর থেকে । সত্যি বলছি, এটা একটা নতুন ভাবনার, নতুন ধরনের অনুষ্ঠান । অনেক ঝুঁকি আছে । আমার বিশ্বাস, এই অনুষ্ঠান সকলের ভাল লাগবে । কিন্তু একে আরও ভাল করে তোলার চ্যালেঞ্জটা বড় কঠিন । অনুষ্ঠানটা এক ঘণ্টার । শুটিং করতে গিয়ে এমন কিছু মুহূর্তের সম্মুখীন হয়েছি যা ভোলার নয় । আসল কথা হল, আমরা একটা মানুষকে দেখার পর ভেবে নিই সে কেমন হতে পারে কিংবা কী বলতে পারে আর পারে না । তার চেহারা দেখে একটা খাঁচা তৈরি করি । কোনওটা ভিখিরির খাঁচা, কোনওটা ব্যবসায়ীর খাঁচা, কোনওটা অভিনেতা কিংবা রাজার খাঁচা । আমরা ভেবে নিই কে কী বলতে পারে । কিন্তু এই খাঁচা ভেঙে বেরিয়ে মানুষ এমন অনুভূতি আর মতামত দিয়েছেন যে লজ্জিত হয়েছি আমি । কে যেন আমাকে বলেছে দেবশঙ্কর আরও শেখো আরও ভাবো । তুমি যা ভাবছ তা সবসময় ঠিক নাও হতে পারে ।"

আরও পড়ুন: Kolkata International Film Festival : 25 এপ্রিল থেকে শুরু 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

অভিনেতা আরও জানান, "মানুষ এখানে এসে সহজ হতে পারছে কথা বলে । কোনও দায় নেই । কোনও চ্যালেঞ্জ নেই । বাড়ি থেকে আসার সময় কেউ তাদের বলে দেয়নি অনুষ্ঠানে গিয়ে তোমাকে লাটের বাট হতে হবে । তাই তারা মনের কথা বলেছে প্রাণ খুলে । আগামীতেও বলবে ।" প্রতি শনি ও রবিবার দুপুর 2টোয় সম্প্রচারিত হবে 'আপনি কী বলেন'।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.