কলকাতা, 17 এপ্রিল : মানুষের জীবনে মতামত অনেক কিন্তু তা প্রকাশের জায়গা কম । ঘরে বাইরে এই সমস্যার সম্মুখীন কমবেশি আমরা প্রত্যেকেই । এ বার এই সমস্যার সমাধান ঘটাতে হাজির অভিনেতা দেবশঙ্কর হালদার (Debshankar Haldar in Apni Ki Bolen)। শুরু হল নতুন ননফিকশন 'আপনি কী বলেন'। এই শো-এর সঞ্চালনার দায়িত্বেই রয়েছেন অভিনেতা (Bengali TV show Apni Ki Bolen)। প্রতি পর্বে কোনও না কোনও ঘটনাকে তুলে ধরা হবে অভিনয়ের মাধ্যমে । এ বার সেই ঘটনা ঘিরে কার কী মতামত তা ব্যক্ত করতে পারবেন । মতামত জানাবেন সাধারণ মানুষ (new Bengali TV show)।
আরও পড়ুন: Bengali New Year celebration 2022 : টেলিভিশনের পর্দায় এবার গঙ্গাবক্ষে বর্ষবরণ, বসবে চাঁদের হাট
আনুষ্ঠানিক ঘোষণাপর্বে সঞ্চালক জানান, "এই শো-তে মতামত উঠে আসবে একেবারে নিজের ভিতর থেকে । সত্যি বলছি, এটা একটা নতুন ভাবনার, নতুন ধরনের অনুষ্ঠান । অনেক ঝুঁকি আছে । আমার বিশ্বাস, এই অনুষ্ঠান সকলের ভাল লাগবে । কিন্তু একে আরও ভাল করে তোলার চ্যালেঞ্জটা বড় কঠিন । অনুষ্ঠানটা এক ঘণ্টার । শুটিং করতে গিয়ে এমন কিছু মুহূর্তের সম্মুখীন হয়েছি যা ভোলার নয় । আসল কথা হল, আমরা একটা মানুষকে দেখার পর ভেবে নিই সে কেমন হতে পারে কিংবা কী বলতে পারে আর পারে না । তার চেহারা দেখে একটা খাঁচা তৈরি করি । কোনওটা ভিখিরির খাঁচা, কোনওটা ব্যবসায়ীর খাঁচা, কোনওটা অভিনেতা কিংবা রাজার খাঁচা । আমরা ভেবে নিই কে কী বলতে পারে । কিন্তু এই খাঁচা ভেঙে বেরিয়ে মানুষ এমন অনুভূতি আর মতামত দিয়েছেন যে লজ্জিত হয়েছি আমি । কে যেন আমাকে বলেছে দেবশঙ্কর আরও শেখো আরও ভাবো । তুমি যা ভাবছ তা সবসময় ঠিক নাও হতে পারে ।"
আরও পড়ুন: Kolkata International Film Festival : 25 এপ্রিল থেকে শুরু 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
অভিনেতা আরও জানান, "মানুষ এখানে এসে সহজ হতে পারছে কথা বলে । কোনও দায় নেই । কোনও চ্যালেঞ্জ নেই । বাড়ি থেকে আসার সময় কেউ তাদের বলে দেয়নি অনুষ্ঠানে গিয়ে তোমাকে লাটের বাট হতে হবে । তাই তারা মনের কথা বলেছে প্রাণ খুলে । আগামীতেও বলবে ।" প্রতি শনি ও রবিবার দুপুর 2টোয় সম্প্রচারিত হবে 'আপনি কী বলেন'।