ETV Bharat / entertainment

Sonali Phogat Died In Goa প্রয়াত বিগবস খ্যাত বিজেপি নেত্রী সোনালি ফোগট, বয়স হয়েছিল 41 - Sonali Phogat Died In Goa

প্রয়াত বিজেপি নেত্রী তথা বিগবস খ্য়াত তারকা সোনালি ফোগট (Sonali Phogat passes away ) ৷ টিকটকেও একসময়ে ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে গোয়ায় মৃত্যু হয়েছে তাঁর (BJP Leader Sonali Phogat passes away )৷

Sonali Phogat Died In Goa
প্রয়াত বিগবস খ্য়াত বিজেপি নেত্রী সোনালি ফোগাট
author img

By

Published : Aug 23, 2022, 10:49 AM IST

Updated : Aug 23, 2022, 11:38 AM IST

পানাজি, 23 অগস্ট: প্রয়াত বিজেপি নেত্রী তথা বিগবস খ্যাত তারকা সোনালি ফোগট (Sonali Phogat passes away)৷ টিকটকেও একসময় খুবই জনপ্রিয় ছিলেন তিনি ৷ গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ সোমবার 41 বছর বয়সি এই তারকা নেত্রী তাঁর অসুস্থতার কথা হোটেলের কর্মীদের জানান ৷ এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ স্থানীয় পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে (BJP Leader Sonali Phogat passes away ) ৷

সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় এই তারকা প্রার্থীর ৷ সোনালির জন্ম হরিয়ানার ভুথান গ্রামে ৷ তাঁর বাবা-মা রওনা দিয়েছেন গোয়ার উদ্দেশে ৷ এর আগে 2016 সালে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তাঁর স্বামীর ৷ সোনালির স্বামী সঞ্জয় ফোগটকে মৃত অবস্থায় পাওয়া যায় একটি খামার বাড়িতে ৷

গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে আদমপুর আসন থেকে লড়াই করেছিলেন তিনি (BJP Leader Sonali Phogat )৷ এইসময়ই সবচেয়ে বেশি লাইমলাইটে উঠে আসেন সোনালি ৷ এছাড়া বেশ কয়েকটি ধারাবাহিকেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ একইসঙ্গে সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন তিনি ৷ কয়েকটি ছবি ও ভিডিয়ো অ্যালবামেও কাজ করেছেন ।

আরও পড়ুন: মায়ের আশীর্বাদ আছে লড়তে ভয় পাই না, বয়কট লাইগার ট্রেন্ড নিয়ে মুখ খুললেন বিজয়

আদমপুর থেকে নির্বাচনে বিজেপির হয়ে অবশ্য় জিততে পারেননি সোনালি ৷ 1968 সালে বিষ্ণোই পরিবারের শক্ত ঘাঁটি ছিল আদমপুর এবং তা 2019 সালের এই বিধানসভা নির্বাচনেও সেই আসন ধরে রেখেছিলেন কুলদীপ ৷ তবে সোনালি বেশ ভালোই মৌখিক লড়াই চালিয়েছিলেন প্রচার চলাকালীন ৷ এছাড়া বিজেপি মহিলা মোর্চার সহ-সভাপতি এবং হিসার জোন কলা পরিষদের পরিচালকও ছিলেন তিনি ।

পানাজি, 23 অগস্ট: প্রয়াত বিজেপি নেত্রী তথা বিগবস খ্যাত তারকা সোনালি ফোগট (Sonali Phogat passes away)৷ টিকটকেও একসময় খুবই জনপ্রিয় ছিলেন তিনি ৷ গোয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ সোমবার 41 বছর বয়সি এই তারকা নেত্রী তাঁর অসুস্থতার কথা হোটেলের কর্মীদের জানান ৷ এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে শেষ রক্ষা হয়নি ৷ স্থানীয় পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য় পাঠিয়েছে (BJP Leader Sonali Phogat passes away ) ৷

সোমবার রাতে হাসপাতালেই মৃত্যু হয় এই তারকা প্রার্থীর ৷ সোনালির জন্ম হরিয়ানার ভুথান গ্রামে ৷ তাঁর বাবা-মা রওনা দিয়েছেন গোয়ার উদ্দেশে ৷ এর আগে 2016 সালে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় তাঁর স্বামীর ৷ সোনালির স্বামী সঞ্জয় ফোগটকে মৃত অবস্থায় পাওয়া যায় একটি খামার বাড়িতে ৷

গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী কুলদীপ বিষ্ণোইয়ের বিরুদ্ধে আদমপুর আসন থেকে লড়াই করেছিলেন তিনি (BJP Leader Sonali Phogat )৷ এইসময়ই সবচেয়ে বেশি লাইমলাইটে উঠে আসেন সোনালি ৷ এছাড়া বেশ কয়েকটি ধারাবাহিকেও দেখা গিয়েছে এই অভিনেত্রীকে ৷ একইসঙ্গে সোশাল মিডিয়াতেও বেশ সক্রিয় ছিলেন তিনি ৷ কয়েকটি ছবি ও ভিডিয়ো অ্যালবামেও কাজ করেছেন ।

আরও পড়ুন: মায়ের আশীর্বাদ আছে লড়তে ভয় পাই না, বয়কট লাইগার ট্রেন্ড নিয়ে মুখ খুললেন বিজয়

আদমপুর থেকে নির্বাচনে বিজেপির হয়ে অবশ্য় জিততে পারেননি সোনালি ৷ 1968 সালে বিষ্ণোই পরিবারের শক্ত ঘাঁটি ছিল আদমপুর এবং তা 2019 সালের এই বিধানসভা নির্বাচনেও সেই আসন ধরে রেখেছিলেন কুলদীপ ৷ তবে সোনালি বেশ ভালোই মৌখিক লড়াই চালিয়েছিলেন প্রচার চলাকালীন ৷ এছাড়া বিজেপি মহিলা মোর্চার সহ-সভাপতি এবং হিসার জোন কলা পরিষদের পরিচালকও ছিলেন তিনি ।

Last Updated : Aug 23, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.