ETV Bharat / entertainment

Anupam Roy New Album: অনুপমের নতুন মিউজিক অ্যালবাম প্রকাশে চাঁদের হাট

প্রকাশিত হল অনুপমের নতুন অ্য়ালবাম 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' ৷ মুক্তি পেয়েছে এই অ্যালবামের প্রথম তিনটি গান ৷ আরও পাঁচটি গান আসতে চলেছে কয়েকদিনের মধ্যেই ৷

Anupam Roy
অনুপমের নতুন গানের অ্যালবাম প্রকাশে হাজির তারকারা
author img

By

Published : Apr 1, 2023, 3:47 PM IST

অনুপম রায়ের নতুন অ্যালবাম প্রকাশে প্রদর্শনী

কলকাতা, 1 এপ্রিল: বেশ অনেকদিন পর বাংলা গানের অ্যালবাম নিয়ে হাজির জাতীয় পুরস্কারজয়ী সুরকার এবং সঙ্গীত শিল্পী অনুপম রায় । মুক্তি পেল তাঁর 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' শীর্ষক অ্যালবামের তিনটি গান । বাকি রয়েছে আরও পাঁচটি গান । ধীরে ধীরে আসবে সেগুলিও ।

বাংলা গানের অ্যালবামের সেই দিন আজ অতীত । পুজোর সময় নতুন ক্যাসেট আর তারপর নতুন অ্যালবাম নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা, তাতে এক প্রকার জল ঢেলে অন্য স্রোতে তরী বইয়ে দিয়েছে সিঙ্গলস । সিঙ্গলস-এ একটা গান দিয়েই তৈরি হয় মিউজিক ভিডিয়ো । কিন্তু না, এবার সঙ্গীতপ্রেমী মানুষের হাতের মুঠোয় আসছে অনুপমের আটটি গানের সংকলন 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' । এর মধ্যে তিনটি ইতিমধ্যেই রিলিজ করেছে । বাকি পাঁচটি রিলিজ করবে দিন কয়েকের মধ্যেই ।

অ্যালবাম প্রকাশ উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতার ই এম বাইপাসের ধারে 'কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটি'তে ৷ অনুপমের গানের সঙ্গে সাযুজ্য রেখে বিভিন্ন শিল্পকীর্তি তৈরি করেছেন শিল্পীরা । গ্রাফিক আর্ট থেকে শুরু করে ফোটোগ্রাফি, ইনস্টলেশন, টেক্সটাইল, ইন্টার‍্যাকটিভ ইনস্টলেশন, সেরামিক, চারকোল, আয়রন শিল্প সবই প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে । যা চলবে 2 এপ্রিল পর্যন্ত ।

গান প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর প্রথমদিনে হাজির ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, চূর্ণী গঙ্গোপাধ্য়ায়, চন্দ্রিল ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী-সহ আরও অনেকে । হাজির ছিলেন বহু চিত্রকর এবং ভাস্কররাও । সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদিন বলেন, "সঙ্গীত ও ছবি একসঙ্গে-এ এক অভিনব প্রয়াস । আমি অনুপমের ভক্ত । গুণী সুরকার, গায়ক এবং গীতিকার অনুপম ।" এদিন অনুপমকে প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি সৃজিত, কৌশিক, চূর্ণী, সোহিনী-সহ বাকি গুণীজনেরাও ।

আরও পড়ুন: অঙ্কুশ ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজে'র দ্বিতীয় ট্রেলার

অনুপম রায়ের নতুন অ্যালবাম প্রকাশে প্রদর্শনী

কলকাতা, 1 এপ্রিল: বেশ অনেকদিন পর বাংলা গানের অ্যালবাম নিয়ে হাজির জাতীয় পুরস্কারজয়ী সুরকার এবং সঙ্গীত শিল্পী অনুপম রায় । মুক্তি পেল তাঁর 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' শীর্ষক অ্যালবামের তিনটি গান । বাকি রয়েছে আরও পাঁচটি গান । ধীরে ধীরে আসবে সেগুলিও ।

বাংলা গানের অ্যালবামের সেই দিন আজ অতীত । পুজোর সময় নতুন ক্যাসেট আর তারপর নতুন অ্যালবাম নিয়ে মানুষের মধ্যে যে উন্মাদনা, তাতে এক প্রকার জল ঢেলে অন্য স্রোতে তরী বইয়ে দিয়েছে সিঙ্গলস । সিঙ্গলস-এ একটা গান দিয়েই তৈরি হয় মিউজিক ভিডিয়ো । কিন্তু না, এবার সঙ্গীতপ্রেমী মানুষের হাতের মুঠোয় আসছে অনুপমের আটটি গানের সংকলন 'অদৃশ্য নাগরদোলার ট্রিপ' । এর মধ্যে তিনটি ইতিমধ্যেই রিলিজ করেছে । বাকি পাঁচটি রিলিজ করবে দিন কয়েকের মধ্যেই ।

অ্যালবাম প্রকাশ উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয় কলকাতার ই এম বাইপাসের ধারে 'কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটি'তে ৷ অনুপমের গানের সঙ্গে সাযুজ্য রেখে বিভিন্ন শিল্পকীর্তি তৈরি করেছেন শিল্পীরা । গ্রাফিক আর্ট থেকে শুরু করে ফোটোগ্রাফি, ইনস্টলেশন, টেক্সটাইল, ইন্টার‍্যাকটিভ ইনস্টলেশন, সেরামিক, চারকোল, আয়রন শিল্প সবই প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে । যা চলবে 2 এপ্রিল পর্যন্ত ।

গান প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর প্রথমদিনে হাজির ছিলেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে শুরু করে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, চূর্ণী গঙ্গোপাধ্য়ায়, চন্দ্রিল ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী-সহ আরও অনেকে । হাজির ছিলেন বহু চিত্রকর এবং ভাস্কররাও । সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এদিন বলেন, "সঙ্গীত ও ছবি একসঙ্গে-এ এক অভিনব প্রয়াস । আমি অনুপমের ভক্ত । গুণী সুরকার, গায়ক এবং গীতিকার অনুপম ।" এদিন অনুপমকে প্রশংসায় ভরিয়ে দিতে ভোলেননি সৃজিত, কৌশিক, চূর্ণী, সোহিনী-সহ বাকি গুণীজনেরাও ।

আরও পড়ুন: অঙ্কুশ ঐন্দ্রিলার 'লাভ ম্যারেজে'র দ্বিতীয় ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.