ETV Bharat / entertainment

New Music Video: যুদ্ধ নয় শান্তির বার্তা দিতে নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির অনুপ , প্রদ্যুৎ এবং কিশোর - New Music Video

"যুদ্ধ নয় শান্তি চাই" এই বার্তাই ফের একবার মিউজিক ভিডিয়োর মাধ্যমে তুলে ধরতে চলেছেন তিন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ জলোটা, পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় এবং কিশোর সোধা ৷ 'জিমা' পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পী পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মুক্তি পেল এই নতুন গান "রোশনি হো শরহাদোঁ মেঁ" (New Music Video Roshni Ho Sarhadon Mein) ৷

Music video for peace
শান্তির বার্তা দিতে হাজির মিউজিক ভিডিও 'রোশনি হো শরহাদোঁ মেঁ'
author img

By

Published : Jun 17, 2022, 11:27 AM IST

কলকাতা, 17 জুন : "যুদ্ধ নয় শান্তি চাই"-এই স্লোগান বহু প্রাচীন । এবার এই স্লোগান পাথেয় করেই হাজির হল নতুন একটি মিউজিক ভিডিয়ো । তাতে নানা ভূমিকায় রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ জলোটা, পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় এবং কিশোর সোধা । তাঁরা গানে গানে শোনালেন যুদ্ধ বিরোধিতার কথা । কোনও মূল্যেই সাধারণ মানুষ যুদ্ধ কামনা করে না । কারণ কথাতেই আছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় ৷

যুদ্ধ আমাদের সমাজের জন্য অভিশাপ ছাড়া আর কিছুই নয় । এত সত্য জানা সত্ত্বেও যুদ্ধ নির্মূল হয় কই? সাম্প্রতিককালের কিছু বিক্ষিপ্ত ঘটনাও যুদ্ধেরই নামান্তর, বলার অপেক্ষা রাখে না । বিশ্বব্যাপী যে উত্তপ্ত পরিস্থিতি তা স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করছে । একইসঙ্গে আর্থ-সামাজিক অবস্থাও টালমাটাল । এহেন পরিস্থিতিতেই গানের পথে শান্তির বার্তা দিতে হাজির সঙ্গীত শিল্পী অনুপ জলোটা, পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, এবং কিশোর সোধা ।

গানই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে । এর প্রমাণ মিলেছে আগেও । ভারতে স্বাধীনতা সংগ্রামের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলকে এক সারিতে এনেছিল । এবার কার্যত সেই কবিগুরুর পথেই হাঁটলেন আজকের শিল্পীরা । 'জিমা' পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পী পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে "রোশনি হো শরহাদোঁ মেঁ" গানটি রিলিজ হল তাঁরই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (New Music Video Roshni Ho Sarhadon Mein)। গানটি গেয়েছেন পদ্মশ্রী অনুপ জলোটা এবং প্রখ্যাত গায়ক সুপ্রতীক দাস । ট্রাম্পেট বাজিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর সোধা, পিয়ানো বাজিয়েছেন অভীক গঙ্গোপাধ্যায় ।গানটি লিখেছেন নীতু সাইনি । সুর এবং সংগীত পরিচালনা করেছেন পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় ।

New Music Video
'জিমা' পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পী পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মুক্তি পেল এই নতুন গান "রোশনি হো শরহাদোঁ মেঁ"

এদিন অনুপ জলোটা বলেন, "পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে আমি আনন্দ পাই । তিনি একজন অলরাউন্ডার । তিনি যেমন তবলা বাজান, তেমনি গানের সুরও করেন ।" কিশোর সোধার কথায়, "এটি সত্যিই একটি শান্তির গান । আমি এই গানে ট্রাম্পেট বাজিয়েছি । এই গানের কথা খুবই অর্থবহ ।"

আরও পড়ুন : 'লাল সিং চাড্ডা'-কে চ্যালেঞ্জ দেবে 'রক্ষা বন্ধন'

পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় বলেন, "যুদ্ধ আমাদের জীবনে নেতিবাচকতা নিয়ে আসে । চারপাশে কেবল ধ্বংসই দেখা যায় । এটি আমাদের জীবনকে দুর্বিসহ করে তোলে এবং অর্থনীতির জন্যও অত্যন্ত ক্ষতিকর । এটি জীবনের সঙ্গে জুয়া খেলার মতো । আমরা অসংখ্য জীবন হারাই। তাই যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলে ভাসতে লাগল ধ্বংসযজ্ঞের ছবি । এমনকি লাদাখে ভারত-চীনের মধ্যে যখন উত্তেজনা নতুনভাবে দেখা দিল, একটি গান তৈরি করার ভাবনা আমার মনে উঁকি দিল তখনই । আমি সবার কাছে আমার ইচ্ছা প্রকাশ করলাম । একটি নতুন গান রেকর্ড করার জন্য অনুপজি, কিশোরজি, সবাই একমত হলেন । অবশেষে, এটি বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশিত হল যেটি আমার জন্মদিনও । এটি সুদীপ্ত চন্দের ভাবনায় সুন্দরভাবে পরিষ্ফুট । আশা করি এই কাজ সবার ভালো লাগবে ।" এই গান মানুষের মনে শান্তির বার্তা দেবে বলে আশাবাদী শিপ্লীরা ।

কলকাতা, 17 জুন : "যুদ্ধ নয় শান্তি চাই"-এই স্লোগান বহু প্রাচীন । এবার এই স্লোগান পাথেয় করেই হাজির হল নতুন একটি মিউজিক ভিডিয়ো । তাতে নানা ভূমিকায় রয়েছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী অনুপ জলোটা, পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় এবং কিশোর সোধা । তাঁরা গানে গানে শোনালেন যুদ্ধ বিরোধিতার কথা । কোনও মূল্যেই সাধারণ মানুষ যুদ্ধ কামনা করে না । কারণ কথাতেই আছে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায় ৷

যুদ্ধ আমাদের সমাজের জন্য অভিশাপ ছাড়া আর কিছুই নয় । এত সত্য জানা সত্ত্বেও যুদ্ধ নির্মূল হয় কই? সাম্প্রতিককালের কিছু বিক্ষিপ্ত ঘটনাও যুদ্ধেরই নামান্তর, বলার অপেক্ষা রাখে না । বিশ্বব্যাপী যে উত্তপ্ত পরিস্থিতি তা স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত সৃষ্টি করছে । একইসঙ্গে আর্থ-সামাজিক অবস্থাও টালমাটাল । এহেন পরিস্থিতিতেই গানের পথে শান্তির বার্তা দিতে হাজির সঙ্গীত শিল্পী অনুপ জলোটা, পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়, এবং কিশোর সোধা ।

গানই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে । এর প্রমাণ মিলেছে আগেও । ভারতে স্বাধীনতা সংগ্রামের সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলকে এক সারিতে এনেছিল । এবার কার্যত সেই কবিগুরুর পথেই হাঁটলেন আজকের শিল্পীরা । 'জিমা' পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পী পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে "রোশনি হো শরহাদোঁ মেঁ" গানটি রিলিজ হল তাঁরই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে (New Music Video Roshni Ho Sarhadon Mein)। গানটি গেয়েছেন পদ্মশ্রী অনুপ জলোটা এবং প্রখ্যাত গায়ক সুপ্রতীক দাস । ট্রাম্পেট বাজিয়েছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কিশোর সোধা, পিয়ানো বাজিয়েছেন অভীক গঙ্গোপাধ্যায় ।গানটি লিখেছেন নীতু সাইনি । সুর এবং সংগীত পরিচালনা করেছেন পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় ।

New Music Video
'জিমা' পুরষ্কার বিজয়ী সঙ্গীতশিল্পী পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে মুক্তি পেল এই নতুন গান "রোশনি হো শরহাদোঁ মেঁ"

এদিন অনুপ জলোটা বলেন, "পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে আমি আনন্দ পাই । তিনি একজন অলরাউন্ডার । তিনি যেমন তবলা বাজান, তেমনি গানের সুরও করেন ।" কিশোর সোধার কথায়, "এটি সত্যিই একটি শান্তির গান । আমি এই গানে ট্রাম্পেট বাজিয়েছি । এই গানের কথা খুবই অর্থবহ ।"

আরও পড়ুন : 'লাল সিং চাড্ডা'-কে চ্যালেঞ্জ দেবে 'রক্ষা বন্ধন'

পন্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় বলেন, "যুদ্ধ আমাদের জীবনে নেতিবাচকতা নিয়ে আসে । চারপাশে কেবল ধ্বংসই দেখা যায় । এটি আমাদের জীবনকে দুর্বিসহ করে তোলে এবং অর্থনীতির জন্যও অত্যন্ত ক্ষতিকর । এটি জীবনের সঙ্গে জুয়া খেলার মতো । আমরা অসংখ্য জীবন হারাই। তাই যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, সোশ্যাল মিডিয়া, নিউজ চ্যানেলে ভাসতে লাগল ধ্বংসযজ্ঞের ছবি । এমনকি লাদাখে ভারত-চীনের মধ্যে যখন উত্তেজনা নতুনভাবে দেখা দিল, একটি গান তৈরি করার ভাবনা আমার মনে উঁকি দিল তখনই । আমি সবার কাছে আমার ইচ্ছা প্রকাশ করলাম । একটি নতুন গান রেকর্ড করার জন্য অনুপজি, কিশোরজি, সবাই একমত হলেন । অবশেষে, এটি বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশিত হল যেটি আমার জন্মদিনও । এটি সুদীপ্ত চন্দের ভাবনায় সুন্দরভাবে পরিষ্ফুট । আশা করি এই কাজ সবার ভালো লাগবে ।" এই গান মানুষের মনে শান্তির বার্তা দেবে বলে আশাবাদী শিপ্লীরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.