ETV Bharat / entertainment

Alor Theekana: আলোর ঠিকানায় নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির অঙ্কুশ-ঐন্দ্রিলা - Bengali Serial

বাংলা ধারাবাহিক (Bengali Serial) আলোর ঠিকানায় (Alor Theekana) নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির থাকছেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও ঐন্দ্রিলা সেন ৷

Ankush Hazra Oindrila Sen to be present in Alor Theekana special episode
আলোর ঠিকানায় নব্দম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির অঙ্কুশ-ঐন্দ্রিলা
author img

By

Published : Nov 13, 2022, 12:11 PM IST

Updated : Nov 13, 2022, 12:17 PM IST

কলকাতা, 13 নভেম্বর: 'আলোর ঠিকানা' (Alor Theekana) ধারাবাহিকে আসছে নতুন চমক । বিয়ের মরশুম চলছে গল্পে । গল্প এগিয়ে চলেছে আলো নামের একটি মেয়েকে কেন্দ্রে রেখে ।

ছোটবেলা থেকেই তার বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন । পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা । তার জীবন পালটে যায় যেদিন হঠাৎ তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে । তার বিয়ে ঠিক হয় স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের ছেলে অভিরাজের সঙ্গে । সেই বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন বিবাহিত, বাড়ির ছোট ছেলের সঙ্গে আলোর বিয়ে ঠিক হয় । বাড়ির ব্যবসা সামলায় তিন বৌ আর ভাইরা বাড়ির কাজকর্ম দেখভাল করে ।

Ankush Hazra Oindrila Sen to be present in Alor Theekana special episode
আলোর ঠিকানায় নব্দম্পতি

এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য । আলো যখন এই পরিবারের সত্যিটা জানতে পারে তখন তার জীবনের সামনে এসে পড়ে এক সংকট । কী করবে আলো ? তবে, এতকিছুর আগে দরকার বিয়েটা । সেই বিয়ের পর্বই আসছে দর্শকের জন্য ।

Ankush Hazra Oindrila Sen to be present in Alor Theekana special episode
অঙ্কুশ-ঐন্দ্রিলা

আরও পড়ুন: ফের শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলার, রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে

আলোর বিয়েতে হাজির হবেন অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা (Oindrila Sen)। এর আগে 'মন ফাগুন' ধারাবাহিকেও এ রকম গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল অঙ্কুশকে । এ বার আরও একবার । তাদের নিয়ে সেই এপিসোড দেখতে হলে টিভির পর্দায় চোখ রাখতে হবে 19 নভেম্বর, ঠিক রাত সাড়ে 9 টায় ৷

কলকাতা, 13 নভেম্বর: 'আলোর ঠিকানা' (Alor Theekana) ধারাবাহিকে আসছে নতুন চমক । বিয়ের মরশুম চলছে গল্পে । গল্প এগিয়ে চলেছে আলো নামের একটি মেয়েকে কেন্দ্রে রেখে ।

ছোটবেলা থেকেই তার বাবার স্বপ্নই তার নিজের স্বপ্ন । পড়াশোনা নিয়েই আলোর বেড়ে ওঠা । তার জীবন পালটে যায় যেদিন হঠাৎ তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসে । তার বিয়ে ঠিক হয় স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের ছেলে অভিরাজের সঙ্গে । সেই বাড়িতে চার ভাইয়ের মধ্যে প্রথম তিন জন বিবাহিত, বাড়ির ছোট ছেলের সঙ্গে আলোর বিয়ে ঠিক হয় । বাড়ির ব্যবসা সামলায় তিন বৌ আর ভাইরা বাড়ির কাজকর্ম দেখভাল করে ।

Ankush Hazra Oindrila Sen to be present in Alor Theekana special episode
আলোর ঠিকানায় নব্দম্পতি

এই পরিবারের মধ্যে লুকিয়ে আছে একটি রহস্য । আলো যখন এই পরিবারের সত্যিটা জানতে পারে তখন তার জীবনের সামনে এসে পড়ে এক সংকট । কী করবে আলো ? তবে, এতকিছুর আগে দরকার বিয়েটা । সেই বিয়ের পর্বই আসছে দর্শকের জন্য ।

Ankush Hazra Oindrila Sen to be present in Alor Theekana special episode
অঙ্কুশ-ঐন্দ্রিলা

আরও পড়ুন: ফের শারীরিক অবস্থার অবনতি ঐন্দ্রিলার, রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে

আলোর বিয়েতে হাজির হবেন অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra) এবং ঐন্দ্রিলা (Oindrila Sen)। এর আগে 'মন ফাগুন' ধারাবাহিকেও এ রকম গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছিল অঙ্কুশকে । এ বার আরও একবার । তাদের নিয়ে সেই এপিসোড দেখতে হলে টিভির পর্দায় চোখ রাখতে হবে 19 নভেম্বর, ঠিক রাত সাড়ে 9 টায় ৷

Last Updated : Nov 13, 2022, 12:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.