ETV Bharat / entertainment

Bigg Boss 17: প্রয়োজন বুদ্ধি-শক্তির মার প্যাচ! বিগ বসের ঘরে দাবার চালেই মাত হবেন প্রতিযোগীরা - বিগ বসের ঘরে

বিগ বস 17-র ঘরে কারা, তার ঝলক আগেই দেখা গিয়েছে প্রোমোতে ৷ এবার কেমন সাজানো হয়েছে বিগ বসের অন্দরমহল, তা ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
বিগ বস 17-র ঘর
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 5:55 PM IST

হায়দরাবাদ, 14 অক্টোবর: রবিবার ঠিক রাত নটায় শুরু হতে চলেছে বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় রিয়েলিটি শো বিগ বস ৷ সকল প্রতিযোগীদের ক্লাস নিতে আরও একবার দেখা যাবে সলমন খানকে ৷ তার আগে প্রতিযোগীদের ঝলক ও বিগ বস ঘরের ঝলক কালার্স টিভির তরফ থেকে শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷

প্রতিবার বিগ বসের ঘরে থাকে বিশেষ চমক ৷ এক এক সময় থিম অনুযায়ী সাজানো হয় প্রতিযোগীদের ঘর ৷ শনিবার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় বিগ বস 17-র ঘর কেমন সাজানো হয়েছে তার একটা ছোট্ট ট্যুর করানো হয়েছে দর্শকদের ৷ ক্যাপশনে লেখা, "বিগ বস-এর আপনাদের স্বাগত ৷ এখানে মাথা, মন ও শক্তির প্রয়োগ করতে হবে প্রতিযোগীদের ৷"

ভিডিয়োতে দেখানো হয়েছে লিভিং এরিয়া যেখানে সকলকে টাস্ক দেওয়া হয় কিংবা ক্লাস নেওয়া হয়, রিল্যাক্স করার জন্য তৈরি করা হয়েছে স্পা রুম, রয়েছে আর্কাইভ রুম ৷ তাছাড়া জিম-কিচেন ও শোওয়ার ঘরও সেজে উঠেছে অন্য রকমভাবে ৷ বিশেষ করে নজর কেড়েছে দাবার ঘুঁটি দিয়ে ঘর সাজানোগুলি ৷

এর আগে সামনে আনা হয়েছে প্রতিযোগীদের প্রোমো ৷ তাঁদের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি ৷ তবে প্রোমো দেখে অনেক দর্শক ও অনুরাগীরা আন্দাজ করতে পারছেন এবারে বিগ বসের ঘরে কারা কারা উপস্থিত থাকতে পারেন ৷ তার মধ্যে উঠে এসেছে অঙ্কিতা লোখন্ডে-ভিকি জৈন ও ইশা মালব্য, মান্নরা চোপড়া, অভিষেক কুমারের নাম ৷

15 অক্টোবর ফার্স্ট ডে ফার্স্ট শো হতে চলেছে বিগ বস 17 -র ৷ সোম থেকে শুক্রবার রাত 10 টায় ও শনিবার-রবিবার রাত ন'টায় টিভির পর্দায় দেখা যাবে রিয়েলিটি শো বিগ বস ৷ পাশাপাশি জিও সিনেমাতে এই অনুষ্ঠান লাইভ দেখতে পারেন দর্শকরা ৷

আরও পড়ুন: বিগ বসের ঘরে কারা? প্রোমোতেই চমক অনুরাগীদের

হায়দরাবাদ, 14 অক্টোবর: রবিবার ঠিক রাত নটায় শুরু হতে চলেছে বিনোদন দুনিয়ার সবচেয়ে বড় রিয়েলিটি শো বিগ বস ৷ সকল প্রতিযোগীদের ক্লাস নিতে আরও একবার দেখা যাবে সলমন খানকে ৷ তার আগে প্রতিযোগীদের ঝলক ও বিগ বস ঘরের ঝলক কালার্স টিভির তরফ থেকে শেয়ার করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷

প্রতিবার বিগ বসের ঘরে থাকে বিশেষ চমক ৷ এক এক সময় থিম অনুযায়ী সাজানো হয় প্রতিযোগীদের ঘর ৷ শনিবার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় বিগ বস 17-র ঘর কেমন সাজানো হয়েছে তার একটা ছোট্ট ট্যুর করানো হয়েছে দর্শকদের ৷ ক্যাপশনে লেখা, "বিগ বস-এর আপনাদের স্বাগত ৷ এখানে মাথা, মন ও শক্তির প্রয়োগ করতে হবে প্রতিযোগীদের ৷"

ভিডিয়োতে দেখানো হয়েছে লিভিং এরিয়া যেখানে সকলকে টাস্ক দেওয়া হয় কিংবা ক্লাস নেওয়া হয়, রিল্যাক্স করার জন্য তৈরি করা হয়েছে স্পা রুম, রয়েছে আর্কাইভ রুম ৷ তাছাড়া জিম-কিচেন ও শোওয়ার ঘরও সেজে উঠেছে অন্য রকমভাবে ৷ বিশেষ করে নজর কেড়েছে দাবার ঘুঁটি দিয়ে ঘর সাজানোগুলি ৷

এর আগে সামনে আনা হয়েছে প্রতিযোগীদের প্রোমো ৷ তাঁদের পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি ৷ তবে প্রোমো দেখে অনেক দর্শক ও অনুরাগীরা আন্দাজ করতে পারছেন এবারে বিগ বসের ঘরে কারা কারা উপস্থিত থাকতে পারেন ৷ তার মধ্যে উঠে এসেছে অঙ্কিতা লোখন্ডে-ভিকি জৈন ও ইশা মালব্য, মান্নরা চোপড়া, অভিষেক কুমারের নাম ৷

15 অক্টোবর ফার্স্ট ডে ফার্স্ট শো হতে চলেছে বিগ বস 17 -র ৷ সোম থেকে শুক্রবার রাত 10 টায় ও শনিবার-রবিবার রাত ন'টায় টিভির পর্দায় দেখা যাবে রিয়েলিটি শো বিগ বস ৷ পাশাপাশি জিও সিনেমাতে এই অনুষ্ঠান লাইভ দেখতে পারেন দর্শকরা ৷

আরও পড়ুন: বিগ বসের ঘরে কারা? প্রোমোতেই চমক অনুরাগীদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.