ETV Bharat / entertainment

Tunisha Sharma Suicide Case: তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা, সহ-অভিনেতা তথা প্রাক্তন বয়ফ্রেন্ড শিজানের পুলিশি হেফাজত - আত্মহত্যায় প্ররোচনার ঘটনা

সহ-অভিনেতা শিজানের বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনেছেন তুনিশার মা। সেই অভিযোগের ভিত্তিতেই শিজানকে গ্রেফতার করে ওয়ালিব পুলিশ ৷ রবিবার শিজান খানকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

Tunisha Sharma Suicide Case
তুনিশা শর্মা ও তাঁর সহঅভিনেতা শিজান খান
author img

By

Published : Dec 25, 2022, 3:47 PM IST

Updated : Dec 25, 2022, 4:56 PM IST

মুম্বই, 25 ডিসেম্বর: টিভি সিরিয়ালের শ্যুটিং সেটেই গতকাল আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী তুনিশা শর্মা । গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma Suicide Case) । হাসপাতালে নিয়ে যাওয়া হলে আলিবাবা দস্তানি কবুল-খ্যাত অভিনেত্রীকে মৃত ঘোষণা করা হয় ৷ ঘটনায় তাঁর সহ-অভিনেতা শীজানের বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনেছেন তুনিশার মা। সেই অভিযোগের ভিত্তিতেই শিজানকে গ্রেফতার করে ওয়ালিব পুলিশ ৷ রবিবার শিজান খানকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

রবিবার সকালে তুনিশা শর্মার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে গলায় ফাঁস লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিনেত্রীর মা মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই অভিযোগ করেছেন, তুনিশার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল শিজানের সঙ্গে। দিনকয়েক আগে সেই প্রেমের সম্পর্কে ছেদ পড়েছিল ৷ যার কারণেই মেয়ে আত্মহ্যার পথ বেছে নিয়েছে ৷ এরপরই শিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ অভিনেতাকে গ্রেফতার করে।

তুনিশা শর্মার আরেক কো-স্টার পার্থ জুৎশিকে রবিবার পুলিশ এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। ওয়ালিব পুলিশ সূত্রের খবর, শ্যুটিং চলাকালীন চা-পানের বিরতি চলছিল ৷ বিরতি শেষ হওয়ার পর যখন সকলেই দেখেন যে তুনিশা ফিরে আসছেন না, মেক-আপ রুমের দরজা বন্ধ, তখন পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন ৷ পুলিশের সঙ্গে কথা বলার পর থানার বাইরে সাংবাদিকদের তুনিশা সম্পর্কে প্রশ্ন করা হলে পার্থ জানান, তুনিশা মানসিক চাপে ছিল কিন্তু কোনওরকম মাদক সেবন করেননি। এরপর তাঁকে শিজান খান এবং তুনিশার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি উত্তর দেন এটি তাঁদের ব্যক্তিগত বিষয় এই সম্পর্কে তিনি কিছুই জানেন না ৷

উল্লেখ্য, আগামী 4 জানুয়ারি তুনিশার একুশে পা দিতেন ৷ কিন্তু ক্রিসমাসের ঠিক আগের দিনই থমকে গেল তুনিশার জীবন। নিজেই নিজেকে শেষ করে দিলেন অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 20 বছর। গতকাল, শ্যুটিং সেটের মেক আপ রুমেই উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। উল্লখ্য, মৃত্যুর পাঁচ ঘণ্টা আগেও সোশাল মিডিয়ায় এক বার্তা দিয়েছিলেন আত্মঘাতী অভিনেত্রী। নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, যারা তাঁদের প্যাশনকে ভালোবাসেন তাঁরা যেন কখনও নিজেদের ইচ্ছেকে শেষ হতে দেন না ৷

মুম্বই, 25 ডিসেম্বর: টিভি সিরিয়ালের শ্যুটিং সেটেই গতকাল আত্মঘাতী হয়েছেন অভিনেত্রী তুনিশা শর্মা । গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তুনিশা শর্মা (Tunisha Sharma Suicide Case) । হাসপাতালে নিয়ে যাওয়া হলে আলিবাবা দস্তানি কবুল-খ্যাত অভিনেত্রীকে মৃত ঘোষণা করা হয় ৷ ঘটনায় তাঁর সহ-অভিনেতা শীজানের বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনেছেন তুনিশার মা। সেই অভিযোগের ভিত্তিতেই শিজানকে গ্রেফতার করে ওয়ালিব পুলিশ ৷ রবিবার শিজান খানকে আদালতে তোলা হলে বিচারক তাঁকে চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

রবিবার সকালে তুনিশা শর্মার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে গলায় ফাঁস লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে ৷ পাশাপাশি শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অভিনেত্রীর মা মেয়ের মৃত্যুর খবর পাওয়ার পরই অভিযোগ করেছেন, তুনিশার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল শিজানের সঙ্গে। দিনকয়েক আগে সেই প্রেমের সম্পর্কে ছেদ পড়েছিল ৷ যার কারণেই মেয়ে আত্মহ্যার পথ বেছে নিয়েছে ৷ এরপরই শিজানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ অভিনেতাকে গ্রেফতার করে।

তুনিশা শর্মার আরেক কো-স্টার পার্থ জুৎশিকে রবিবার পুলিশ এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। ওয়ালিব পুলিশ সূত্রের খবর, শ্যুটিং চলাকালীন চা-পানের বিরতি চলছিল ৷ বিরতি শেষ হওয়ার পর যখন সকলেই দেখেন যে তুনিশা ফিরে আসছেন না, মেক-আপ রুমের দরজা বন্ধ, তখন পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ এসে দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন ৷ পুলিশের সঙ্গে কথা বলার পর থানার বাইরে সাংবাদিকদের তুনিশা সম্পর্কে প্রশ্ন করা হলে পার্থ জানান, তুনিশা মানসিক চাপে ছিল কিন্তু কোনওরকম মাদক সেবন করেননি। এরপর তাঁকে শিজান খান এবং তুনিশার সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি উত্তর দেন এটি তাঁদের ব্যক্তিগত বিষয় এই সম্পর্কে তিনি কিছুই জানেন না ৷

উল্লেখ্য, আগামী 4 জানুয়ারি তুনিশার একুশে পা দিতেন ৷ কিন্তু ক্রিসমাসের ঠিক আগের দিনই থমকে গেল তুনিশার জীবন। নিজেই নিজেকে শেষ করে দিলেন অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 20 বছর। গতকাল, শ্যুটিং সেটের মেক আপ রুমেই উদ্ধার হয় অভিনেত্রীর ঝুলন্ত দেহ। উল্লখ্য, মৃত্যুর পাঁচ ঘণ্টা আগেও সোশাল মিডিয়ায় এক বার্তা দিয়েছিলেন আত্মঘাতী অভিনেত্রী। নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, যারা তাঁদের প্যাশনকে ভালোবাসেন তাঁরা যেন কখনও নিজেদের ইচ্ছেকে শেষ হতে দেন না ৷

Last Updated : Dec 25, 2022, 4:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.