ETV Bharat / entertainment

Tunisha Sharma Suicide Case: ধারাবাহিকের সেটে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা ! গ্রেফতার তাঁর সহ-অভিনেতা

ধারাবাহিকের সেটে অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যায় (Tunisha Sharma Suicide Case) প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল তাঁর সহ-অভিনেতা শিজান খানকে (Sheezan Khan arrested)৷

author img

By

Published : Dec 25, 2022, 11:10 AM IST

Tunisha Sharma ETV Bharat
তুনিশা শর্মা ও পুলিশ

মুম্বই, 25 ডিসেম্বর: টিভি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Suicide Case) আত্মহত্যার ঘটনায় তাঁর সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করল ওয়ালিব পুলিশ । শিজান খানের (Sheezan Khan arrested) বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ গতকাল একটি টিভি সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা শর্মা। এ ব্যাপারে তাঁর মা পুলিশে অভিযোগ দায়ের করেন (Actor Suicide Case)। এসিপি চন্দ্রকান্ত যাদব জানিয়েছেন, "আমরা তদন্ত করছি । আইপিসির 306 ধারায় মামলা নথিভুক্ত করার পরে পুলিশ শিজানকে গ্রেফতার করেছে ৷ আজ তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে (Entertainment News)৷

শনিবার টিভি ধারাবাহিকের সেটেই আত্মহত্যা করেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তুনিশা শর্মা । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশা । শনিবার মুম্বইয়ের নাইগাঁও এলাকায় ওই ধারাবাহিকের সেটেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ ।

টিভি শো ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে তুনিশার । চক্রবর্তী অশোক সম্রাট, গব্বর পুঞ্চওয়ালা, শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং, ইন্টারনেট ওয়ালা লাভ এবং ইশক সুবহান আল্লাহ-এর মতো বেশ কয়েকটি টিভি শো'তে উপস্থিত ছিলেন তিনি । এছাড়াও 'ফিতুর', 'বার বার দেখো', 'কহানি 2', 'দাবাং 3'-এর মতো ফিল্মেও দেখা গিয়েছে তুনিশাকে ৷

আরও পড়ুন: মাথা-পায়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি টেলি অভিনেতা শৈবাল

অভিনেত্রী তাঁর শেষ সোশাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, যাঁরা নিজেদের স্বপ্নের পেছনে ছোটেন, তাঁরা থামেন না । বছর কুড়ি'র অভিনেত্রী ইতিবাচক মানসিকতার জন্য অনেকের কাছেই পরিচিত ৷ তবুও কেন তিনি আত্মহননের পথ বেছে নিলেন, এই প্রশ্নেই তোলপাড় বিনোদনের দুনিয়া ৷ এ ক্ষেত্রেও কি তাহলে কাজ করেছে অবসাদ ? এখনও পর্যন্ত তা স্পষ্ট নয় ৷ তবে তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁক জিজ্ঞাসাবাদ করে তুনিশার মৃত্য়ুর কারণ জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ ধৃত শিজান তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ পুলিশের ৷

আরও পড়ুন: 'শ্বশুড়াল সিমার কা' খ্যাত অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

সাম্প্রতিককালে বিনোদনের জগতে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর আত্মঘাতী হয়েছেন ৷ শুধু বলিউড নয়, বাংলার গ্ল্যামার জগতের অনেকেও মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৷ এই তালিকায় এ বার নয়া সংযোজন তুনিশা শর্মা ৷

মুম্বই, 25 ডিসেম্বর: টিভি অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma Suicide Case) আত্মহত্যার ঘটনায় তাঁর সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করল ওয়ালিব পুলিশ । শিজান খানের (Sheezan Khan arrested) বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ গতকাল একটি টিভি সিরিয়ালের সেটে আত্মহত্যা করেন তুনিশা শর্মা। এ ব্যাপারে তাঁর মা পুলিশে অভিযোগ দায়ের করেন (Actor Suicide Case)। এসিপি চন্দ্রকান্ত যাদব জানিয়েছেন, "আমরা তদন্ত করছি । আইপিসির 306 ধারায় মামলা নথিভুক্ত করার পরে পুলিশ শিজানকে গ্রেফতার করেছে ৷ আজ তাঁকে আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে (Entertainment News)৷

শনিবার টিভি ধারাবাহিকের সেটেই আত্মহত্যা করেন জনপ্রিয় মারাঠি অভিনেত্রী তুনিশা শর্মা । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে অভিনয় করছিলেন তুনিশা । শনিবার মুম্বইয়ের নাইগাঁও এলাকায় ওই ধারাবাহিকের সেটেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ ।

টিভি শো ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে তুনিশার । চক্রবর্তী অশোক সম্রাট, গব্বর পুঞ্চওয়ালা, শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিং, ইন্টারনেট ওয়ালা লাভ এবং ইশক সুবহান আল্লাহ-এর মতো বেশ কয়েকটি টিভি শো'তে উপস্থিত ছিলেন তিনি । এছাড়াও 'ফিতুর', 'বার বার দেখো', 'কহানি 2', 'দাবাং 3'-এর মতো ফিল্মেও দেখা গিয়েছে তুনিশাকে ৷

আরও পড়ুন: মাথা-পায়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি টেলি অভিনেতা শৈবাল

অভিনেত্রী তাঁর শেষ সোশাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, যাঁরা নিজেদের স্বপ্নের পেছনে ছোটেন, তাঁরা থামেন না । বছর কুড়ি'র অভিনেত্রী ইতিবাচক মানসিকতার জন্য অনেকের কাছেই পরিচিত ৷ তবুও কেন তিনি আত্মহননের পথ বেছে নিলেন, এই প্রশ্নেই তোলপাড় বিনোদনের দুনিয়া ৷ এ ক্ষেত্রেও কি তাহলে কাজ করেছে অবসাদ ? এখনও পর্যন্ত তা স্পষ্ট নয় ৷ তবে তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর সহ-অভিনেতা শিজান খানকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁক জিজ্ঞাসাবাদ করে তুনিশার মৃত্য়ুর কারণ জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ ধৃত শিজান তুনিশাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ পুলিশের ৷

আরও পড়ুন: 'শ্বশুড়াল সিমার কা' খ্যাত অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোট

সাম্প্রতিককালে বিনোদনের জগতে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর আত্মঘাতী হয়েছেন ৷ শুধু বলিউড নয়, বাংলার গ্ল্যামার জগতের অনেকেও মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৷ এই তালিকায় এ বার নয়া সংযোজন তুনিশা শর্মা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.