ETV Bharat / entertainment

ZHZB BO Collection: 30 কোটি পার করে ফেলল ভিকি-সারার 'জরা হাটকে জরা বাঁচকে' - Zara Hatke Zara Bachke total collection

ইতিমধ্যেই 34 কোটির ব্যবসা করে ফেলল সারা-ভিকির নতুন ছবি 'জরা হাটকে জরা বাঁচকে' ৷ লক্ষণ উতেকরের এই ছবি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বক্স অফিসে ৷

ZHZB BO Collection
30 কোটি পার জরা হাটকে জরা বাঁচকের
author img

By

Published : Jun 8, 2023, 11:49 AM IST

হায়দরাবাদ, 8 জুন: মন্দির-বিতর্কের মাঝেই আবারও সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন সারা আলি খান এবং ভিকি কৌশল ৷ সারা আগেই বলেছিলেন তাঁর ছবি যদি মানুষের খারাপ লাগে তাতে তিনি দু:খিত হবেন তবে বিশ্বাস নিয়ে কথা বলার কোনও অধিকার কারও নেই ৷ এবার বক্স অফিস রিপোর্ট বলছে সারা আলি খানের 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিটি বেশ ভালোই দাগ কাটছে দর্শক মনে ৷ তাঁর এই ছবি ষষ্ঠ দিনেও বেশ ভালোই ব্যবসা করল বক্স অফিসে ৷

ইতিমধ্যেই 30 কোটির ক্লাবে ঢুকে পড়েছে লক্ষণ উতেকরের ছবিটি ৷ প্রথম দিনে বক্স অফিসে প্রায় 5.25 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল ছবিটি ৷ রোম্যান্টিক-কমেডি জনারের এই গল্পটি ষষ্ঠ দিনে আরও 3.60 কোটি টাকা আয় করে ফেলেছে । যার ফলে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 34.20 কোটিতে ৷ 6 দিনের শেষে ভিকি-সারার 'জরা হাটকে জরা বাঁচকে' বাজেটের টাকা তুলে নেওয়ার একদম কাছাকাছি যে পৌঁছে গিয়েছে তা বলাই বাহুল্য ৷

ছবির বাজেট ছিল প্রায় 40 কোটি ৷ তাই এই ছবি খুব তাড়াতাড়ি সেই টাকা ঘরে তুলে নেবে বলেই আশা নির্মাতাদের ৷ এর আগে ভিকির 'গোবিন্দা নাম মেরা' অবশ্য় তেমন প্রভাব ফেলতে পারেনি ৷ তাই রম-কম জনারে ভিকি আদৌ সফলতা পাবেন কি তা নিয়ে প্রশ্ন ছিলই ৷ তবে এই ছবির আয় নিশ্চয় আশা জাগবে নির্মাতাদের মনে ৷ আগামীতে ভিকিকে 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' বা 'শ্য়াম বাহাদুর'-এর মতো ছবিগুলিতে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তার থেকে একটু অন্য় ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৷
আরও পড়ুন: সাত বছর পর ট্রেনে, সাক্ষাৎ সুমনের সঙ্গেও ; স্বস্তিকার মুম্বই সফরের খুঁটিনাটি

'জরা হাটকে জরা বাঁচকে' তুলে ধরে কপিল-সৌম্যার প্রেমের একটি গল্প ৷ কপিল যৌথ পরিবারের সন্তান ৷ বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে মামা-মামিও থাকেন ৷ সৌম্যার সঙ্গে তার বিয়ের পরেও সমস্যা তৈরি হয় তাদের ব্য়ক্তিগত সময় নিয়ে ৷ একটা নতুন বাড়ির স্বপ্ন দেখে সৌম্যা ৷ সে বাড়ি করতে যা যা দরকার সবটাই করতে প্রস্তুত ৷ এমনকী একটা সময় সৌম্যা-কপিলকে নকল ডির্ভোসও দেয় সরকারি আবাস যোজনায় সুবিধালাভের জন্য় ৷ সরকারি লটারিতে সেই ঘর তারা শেষ পায় বটে কিন্তু যে বাড়ি নিয়ে তাদের এতো স্বপ্ন ছিল সেই বাড়িতে তারা থাকতে পারে না ৷ কেন তা জানতে হলে তো দেখে ফেলতে সৌম্যা আর কপিলের মিষ্টি প্রেমের গল্পটা ৷

হায়দরাবাদ, 8 জুন: মন্দির-বিতর্কের মাঝেই আবারও সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিয়েছেন সারা আলি খান এবং ভিকি কৌশল ৷ সারা আগেই বলেছিলেন তাঁর ছবি যদি মানুষের খারাপ লাগে তাতে তিনি দু:খিত হবেন তবে বিশ্বাস নিয়ে কথা বলার কোনও অধিকার কারও নেই ৷ এবার বক্স অফিস রিপোর্ট বলছে সারা আলি খানের 'জরা হাটকে জরা বাঁচকে' ছবিটি বেশ ভালোই দাগ কাটছে দর্শক মনে ৷ তাঁর এই ছবি ষষ্ঠ দিনেও বেশ ভালোই ব্যবসা করল বক্স অফিসে ৷

ইতিমধ্যেই 30 কোটির ক্লাবে ঢুকে পড়েছে লক্ষণ উতেকরের ছবিটি ৷ প্রথম দিনে বক্স অফিসে প্রায় 5.25 কোটি টাকা দিয়ে খাতা খুলেছিল ছবিটি ৷ রোম্যান্টিক-কমেডি জনারের এই গল্পটি ষষ্ঠ দিনে আরও 3.60 কোটি টাকা আয় করে ফেলেছে । যার ফলে এই ছবির মোট আয় দাঁড়িয়েছে 34.20 কোটিতে ৷ 6 দিনের শেষে ভিকি-সারার 'জরা হাটকে জরা বাঁচকে' বাজেটের টাকা তুলে নেওয়ার একদম কাছাকাছি যে পৌঁছে গিয়েছে তা বলাই বাহুল্য ৷

ছবির বাজেট ছিল প্রায় 40 কোটি ৷ তাই এই ছবি খুব তাড়াতাড়ি সেই টাকা ঘরে তুলে নেবে বলেই আশা নির্মাতাদের ৷ এর আগে ভিকির 'গোবিন্দা নাম মেরা' অবশ্য় তেমন প্রভাব ফেলতে পারেনি ৷ তাই রম-কম জনারে ভিকি আদৌ সফলতা পাবেন কি তা নিয়ে প্রশ্ন ছিলই ৷ তবে এই ছবির আয় নিশ্চয় আশা জাগবে নির্মাতাদের মনে ৷ আগামীতে ভিকিকে 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' বা 'শ্য়াম বাহাদুর'-এর মতো ছবিগুলিতে যে ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তার থেকে একটু অন্য় ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ৷
আরও পড়ুন: সাত বছর পর ট্রেনে, সাক্ষাৎ সুমনের সঙ্গেও ; স্বস্তিকার মুম্বই সফরের খুঁটিনাটি

'জরা হাটকে জরা বাঁচকে' তুলে ধরে কপিল-সৌম্যার প্রেমের একটি গল্প ৷ কপিল যৌথ পরিবারের সন্তান ৷ বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে মামা-মামিও থাকেন ৷ সৌম্যার সঙ্গে তার বিয়ের পরেও সমস্যা তৈরি হয় তাদের ব্য়ক্তিগত সময় নিয়ে ৷ একটা নতুন বাড়ির স্বপ্ন দেখে সৌম্যা ৷ সে বাড়ি করতে যা যা দরকার সবটাই করতে প্রস্তুত ৷ এমনকী একটা সময় সৌম্যা-কপিলকে নকল ডির্ভোসও দেয় সরকারি আবাস যোজনায় সুবিধালাভের জন্য় ৷ সরকারি লটারিতে সেই ঘর তারা শেষ পায় বটে কিন্তু যে বাড়ি নিয়ে তাদের এতো স্বপ্ন ছিল সেই বাড়িতে তারা থাকতে পারে না ৷ কেন তা জানতে হলে তো দেখে ফেলতে সৌম্যা আর কপিলের মিষ্টি প্রেমের গল্পটা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.