ETV Bharat / entertainment

Yami Gautam Starrer Lost: নিঁখোজ থিয়েটার কর্মীর খোঁজে ইয়ামি, ওভার দ্য টপেই মুক্তি পাচ্ছে 'লস্ট' - ওভার দ্য টপেই মুক্তি পাচ্ছে লস্ট

ইয়ামি গৌতমের নতুন প্রজেক্ট 'লস্ট' সরাসরি মুক্তি পেতে চলেছে ওটিটিতেই (Yami Gautam movie Lost ) ৷ এই ছবির প্রিমিয়ার হতে চলেছে আগামী 16 ফেব্রুয়ারি ৷

Etv Bharat
লস্ট সরাসরি মুক্তি পেতে চলেছে ওটিটিতেই
author img

By

Published : Jan 26, 2023, 5:42 PM IST

মুম্বই, 26 জানুয়ারি: আ থার্সডে, দসবির পর ওটিটিতে মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতমের পরবর্তী প্রজেক্ট 'লস্ট' (Yami Gautam movie Lost) ৷ আগামী 16 ফেব্রুয়ারি প্রিমিয়ার হতে চলেছে এই ছবি ৷ এই ছবিতে আরও রয়েছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালম, পিয়া বাজপাই এবং তুষার পাণ্ডে ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'পিঙ্ক' ছবি খ্য়াত অনিরুদ্ধ রায় চৌধুরীকে ৷ গল্পের কাহিনি গড়ে উঠেছে কলকাতায় ৷ একটি সত্য় ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই কাহিনি ৷

নির্মাতারা জানিয়েছেন আাগামী 16 ফেব্রুয়ারি জি5-এ আসতে চলেছে এই ছবি (Yami Gautam upcoming movie on ott) ৷ এটি একটি ক্রাইম থ্রিলার ৷ হঠাৎ নিঁখোজ হয়ে যাওয়া এক থিয়েটার কর্মীর গল্প তুলে ধরে এই ছবি ৷ এক ক্রাইম রিপোর্টারকে নিয়ে শুরু হয় কাহিনির যাত্রা ৷ 'লস্ট'-এর কাহিনি লিখেছেন শ্য়ামল সেনগুপ্ত ৷ আর সংলাপের দায়িত্বে রয়েছেন রিতেশ শাহ ৷ ছবিতে সুরের দায়িত্ব সামলেছেন শান্তনু মৈত্র ৷ আর সম্পাদনা করেছেন বোধিসত্ত্ব বন্দোপাধ্যায় ৷

এদিন নিজেই অনুরাগীদের জন্য় ছবির নতুন পোস্টারটি শেয়ার করেছেন ইয়ামি ৷ ছবির ট্যাগলাইন একটাই 'সত্য কখনও হারিয়ে যায়না ৷' তাই ক্যাপশনে লেখা হয়েছে, 'সুবিচারের জন্য অনুসন্ধান তখনও চলতে থাকে যখন সামনের পথ অজানা ৷ কারণ সত্য কখনও হারিয়ে যায়না ৷' ছবিটি গত বছরের নভেম্বরে গোয়ায় ভারতের 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এই ছবিটির প্রযোজনা করেছে জি স্টুডিয়োস এবং নমো পিকচার্স (Lost to release on OTT) ৷

আরও পড়ুন: কবে আসছে 'গদর 2' ? ছবি মুক্তির দিনক্ষণ জানালেন সানি

বড়পর্দার পাশাপাশি ইয়ামি এখন ওয়েবেও বেশ পরিচিত মুখ ৷ কিছুদিন আগে হটস্টার-এর 'অ্যা থার্সডে'-তে তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের ৷ তাঁর দুরন্ত অভিনয়ের জন্য সিনে সমালোচকদেরও নজর কেড়েছিলেন তিনি ৷ এবার ফের একবার ক্রাইম থ্রিলার নিয়ে হাজির হতে চলেছেন ইয়ামি ৷ অনিরুদ্ধের কাজও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে বারবার তাই এই জুটি কাছে নিশ্চই বড় সাফল্য আশা করবেন অনুরাগীরা ৷

মুম্বই, 26 জানুয়ারি: আ থার্সডে, দসবির পর ওটিটিতে মুক্তি পেতে চলেছে ইয়ামি গৌতমের পরবর্তী প্রজেক্ট 'লস্ট' (Yami Gautam movie Lost) ৷ আগামী 16 ফেব্রুয়ারি প্রিমিয়ার হতে চলেছে এই ছবি ৷ এই ছবিতে আরও রয়েছেন পঙ্কজ কাপুর, রাহুল খান্না, নীল ভূপালম, পিয়া বাজপাই এবং তুষার পাণ্ডে ৷ ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'পিঙ্ক' ছবি খ্য়াত অনিরুদ্ধ রায় চৌধুরীকে ৷ গল্পের কাহিনি গড়ে উঠেছে কলকাতায় ৷ একটি সত্য় ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই কাহিনি ৷

নির্মাতারা জানিয়েছেন আাগামী 16 ফেব্রুয়ারি জি5-এ আসতে চলেছে এই ছবি (Yami Gautam upcoming movie on ott) ৷ এটি একটি ক্রাইম থ্রিলার ৷ হঠাৎ নিঁখোজ হয়ে যাওয়া এক থিয়েটার কর্মীর গল্প তুলে ধরে এই ছবি ৷ এক ক্রাইম রিপোর্টারকে নিয়ে শুরু হয় কাহিনির যাত্রা ৷ 'লস্ট'-এর কাহিনি লিখেছেন শ্য়ামল সেনগুপ্ত ৷ আর সংলাপের দায়িত্বে রয়েছেন রিতেশ শাহ ৷ ছবিতে সুরের দায়িত্ব সামলেছেন শান্তনু মৈত্র ৷ আর সম্পাদনা করেছেন বোধিসত্ত্ব বন্দোপাধ্যায় ৷

এদিন নিজেই অনুরাগীদের জন্য় ছবির নতুন পোস্টারটি শেয়ার করেছেন ইয়ামি ৷ ছবির ট্যাগলাইন একটাই 'সত্য কখনও হারিয়ে যায়না ৷' তাই ক্যাপশনে লেখা হয়েছে, 'সুবিচারের জন্য অনুসন্ধান তখনও চলতে থাকে যখন সামনের পথ অজানা ৷ কারণ সত্য কখনও হারিয়ে যায়না ৷' ছবিটি গত বছরের নভেম্বরে গোয়ায় ভারতের 53তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। এই ছবিটির প্রযোজনা করেছে জি স্টুডিয়োস এবং নমো পিকচার্স (Lost to release on OTT) ৷

আরও পড়ুন: কবে আসছে 'গদর 2' ? ছবি মুক্তির দিনক্ষণ জানালেন সানি

বড়পর্দার পাশাপাশি ইয়ামি এখন ওয়েবেও বেশ পরিচিত মুখ ৷ কিছুদিন আগে হটস্টার-এর 'অ্যা থার্সডে'-তে তাঁর অভিনয় নজর কেড়েছিল সকলের ৷ তাঁর দুরন্ত অভিনয়ের জন্য সিনে সমালোচকদেরও নজর কেড়েছিলেন তিনি ৷ এবার ফের একবার ক্রাইম থ্রিলার নিয়ে হাজির হতে চলেছেন ইয়ামি ৷ অনিরুদ্ধের কাজও যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে বারবার তাই এই জুটি কাছে নিশ্চই বড় সাফল্য আশা করবেন অনুরাগীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.