ETV Bharat / entertainment

Yaariyan 2 controversy: বিতর্কের মুখে যশের প্রথম বলিউডি ছবি, ধর্মীয় ভাবাবেগের আঘাতের অভিযোগে সরব শিখ সংগঠন - যশ দাশগুপ্তর প্রথম বলিউডি ছবি

যশ দাশগুপ্তর প্রথম বলিউডি ছবি 'ইয়ারিয়া 2' নিয়ে শুরু হল বিতর্ক ৷ ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল এই ছবির বিরুদ্ধে ৷

Yaariyan 2 controversy
যশ দাশগুপ্তর প্রথম বলিউডি ছবি নিয়ে বিতর্ক শুরু
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 8:05 PM IST

হায়দরাবাদ, 29 অগস্ট: বিপাকে যশ দাশগুপ্তর অভিনীত প্রথম বলিউডি ছবি 'ইয়ারিয়াঁ 2' ৷ রাধিকা রাও এবং বিনয় সপ্রু পরিচালিত এই ছবির একটি গান নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ গানটির নাম 'শউরে ঘর' ৷ এই গানটি তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এমনটাই দাবি করেছে শিরোমনি গুরদুয়ারা প্রবন্ধক কমিটি ৷ তাঁদের দাবি, শিখ ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃপান ৷ এই গানে সেই কৃপানেরই অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ৷

গুরু নানকের 'পঞ্চ ক'-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কৃপান ৷ শিরোমনি গুরদুয়ারা প্রবন্ধক কমিটি সম্প্রতি টুইটারে তাঁদের দাবি জানিয়ে লেখে,"আমরা রাধিকা রাও এবং বিনয় সপ্রু পরিচালিত 'ইয়ারিয়াঁ 2' ছবির 'শউরে ঘর' গানের কিছু দৃশ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এখানে দেখানো হয়েছে একজন (সাধারণ) শিখ 'কক্কর-কৃপান' পরে দৌড়াচ্ছেন ৷ যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না ৷ সারা বিশ্বের শিখ জাতির জন্য় এটি অত্যন্ত অবমাননাকর ৷ শিখ ধর্মের নীতি অনুসারে কেবল একজন দীক্ষিত শিখ ধর্মাবলম্বী মানুষই এই কৃপান সঙ্গে রাখার অনুমতি পান ৷ আর এই অধিকার তাঁকে ভারতীয় সংবিধানও দেয় ৷"

  • We raise our strong objection to these visuals filmed, published in 'Saure Ghar' song of 'Yaariyan 2' film directed by Radhika Rao & Vinay Sapru @SapruAndRao, as actor is seen wearing Sikh Kakaar (symbol of Sikh faith) Kirpan in a highly objectionable manner which cannot be… pic.twitter.com/FZXooNMsoH

    — Shiromani Gurdwara Parbandhak Committee (@SGPCAmritsar) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁরা দাবি করেন, টি সিরিজের ইউটিউব চ্যানেল অন্য সমস্ত সোশাল মিডিয়া প্লার্টফর্ম থেকে এই গানটিকে এখনই সরিয়ে দিতে হবে ৷ তাঁদের এই টুইটে ট্যাগ করা রয়েছে তথ্য় ও সম্প্রচার মন্ত্রককেও ৷ এই নিয়ে মুখ খুলেছেন বিজেপি মুখপাত্র আরপি সিংও ৷ তিনি টুইটে করে জানান, শিখদেরকে এমনিতেই বলিউডি ছবি ও বিজ্ঞাপণে নিন্ম মানের কমিক চরিত্রে দেখানো হয় ৷ তাঁদের বোকা এবং হাসির খোরাক বানানো হয় ৷

  • .@ianuragthakur @ILalpura
    Vilification & Mocking of Sikhs with low grade comic characters was not enough now bollywood & advertising agencies has regularly started insulting Sikh sentiments.
    Kirpan which is an integral part of Khalsa, is among Sikh's five articles of faith, and… pic.twitter.com/wTm5Ehkl3A

    — RP Singh National Spokesperson BJP (@rpsinghkhalsa) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

তিনি আরও দাবি করেছেন, কৃপান হল খালসার একটি গুরুত্বপূর্ণ এবার নির্মাতারা সেসব নিয়েও ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন ৷ যা কখনওই উচিত নয় ৷ যশের সঙ্গে এই ছবিতে রয়েছেন ওয়ারিনা হুসেন, আনাস্বরা রাজন, প্রিয়া প্রকাশ, দিব্যা খোসলা কুমার এবং মিজানও ৷ এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 20 অক্টোবর ৷

হায়দরাবাদ, 29 অগস্ট: বিপাকে যশ দাশগুপ্তর অভিনীত প্রথম বলিউডি ছবি 'ইয়ারিয়াঁ 2' ৷ রাধিকা রাও এবং বিনয় সপ্রু পরিচালিত এই ছবির একটি গান নিয়েই তৈরি হয়েছে বিতর্ক ৷ গানটির নাম 'শউরে ঘর' ৷ এই গানটি তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এমনটাই দাবি করেছে শিরোমনি গুরদুয়ারা প্রবন্ধক কমিটি ৷ তাঁদের দাবি, শিখ ধর্মাবলম্বীদের কাছে অতি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃপান ৷ এই গানে সেই কৃপানেরই অবমাননা করা হয়েছে বলে অভিযোগ ৷

গুরু নানকের 'পঞ্চ ক'-এর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল কৃপান ৷ শিরোমনি গুরদুয়ারা প্রবন্ধক কমিটি সম্প্রতি টুইটারে তাঁদের দাবি জানিয়ে লেখে,"আমরা রাধিকা রাও এবং বিনয় সপ্রু পরিচালিত 'ইয়ারিয়াঁ 2' ছবির 'শউরে ঘর' গানের কিছু দৃশ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷ এখানে দেখানো হয়েছে একজন (সাধারণ) শিখ 'কক্কর-কৃপান' পরে দৌড়াচ্ছেন ৷ যা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না ৷ সারা বিশ্বের শিখ জাতির জন্য় এটি অত্যন্ত অবমাননাকর ৷ শিখ ধর্মের নীতি অনুসারে কেবল একজন দীক্ষিত শিখ ধর্মাবলম্বী মানুষই এই কৃপান সঙ্গে রাখার অনুমতি পান ৷ আর এই অধিকার তাঁকে ভারতীয় সংবিধানও দেয় ৷"

  • We raise our strong objection to these visuals filmed, published in 'Saure Ghar' song of 'Yaariyan 2' film directed by Radhika Rao & Vinay Sapru @SapruAndRao, as actor is seen wearing Sikh Kakaar (symbol of Sikh faith) Kirpan in a highly objectionable manner which cannot be… pic.twitter.com/FZXooNMsoH

    — Shiromani Gurdwara Parbandhak Committee (@SGPCAmritsar) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁরা দাবি করেন, টি সিরিজের ইউটিউব চ্যানেল অন্য সমস্ত সোশাল মিডিয়া প্লার্টফর্ম থেকে এই গানটিকে এখনই সরিয়ে দিতে হবে ৷ তাঁদের এই টুইটে ট্যাগ করা রয়েছে তথ্য় ও সম্প্রচার মন্ত্রককেও ৷ এই নিয়ে মুখ খুলেছেন বিজেপি মুখপাত্র আরপি সিংও ৷ তিনি টুইটে করে জানান, শিখদেরকে এমনিতেই বলিউডি ছবি ও বিজ্ঞাপণে নিন্ম মানের কমিক চরিত্রে দেখানো হয় ৷ তাঁদের বোকা এবং হাসির খোরাক বানানো হয় ৷

  • .@ianuragthakur @ILalpura
    Vilification & Mocking of Sikhs with low grade comic characters was not enough now bollywood & advertising agencies has regularly started insulting Sikh sentiments.
    Kirpan which is an integral part of Khalsa, is among Sikh's five articles of faith, and… pic.twitter.com/wTm5Ehkl3A

    — RP Singh National Spokesperson BJP (@rpsinghkhalsa) August 29, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: পার্থর 'হ্যালো স্যার' নিয়ে আলোচনা বিধানসভার অলিন্দে, মন্ত্রীর অভিনয়ের প্রশংসা মুখ্যমন্ত্রীরও

তিনি আরও দাবি করেছেন, কৃপান হল খালসার একটি গুরুত্বপূর্ণ এবার নির্মাতারা সেসব নিয়েও ধর্মীয় ভাবাবেগে আঘাত করছেন ৷ যা কখনওই উচিত নয় ৷ যশের সঙ্গে এই ছবিতে রয়েছেন ওয়ারিনা হুসেন, আনাস্বরা রাজন, প্রিয়া প্রকাশ, দিব্যা খোসলা কুমার এবং মিজানও ৷ এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 20 অক্টোবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.