হায়দরাবাদ, 10 জানুয়ারি: পঞ্চাশে পা দিলেন বলিউডের 'গ্রিক গড' ৷ নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি আর কেউ নন, হৃত্বিক রোশন ৷ বুধবার পা দিলেন পঞ্চাশে ৷ তাঁর চেয়ে বয়সে 12 বছরের ছোট প্রেমিকা সাবা আদাজের সঙ্গে সম্পর্কে আছেন ৷ 22 বছর ধরে বলিউডে এক চেটিয়া রাজত্ব করছেন এই 'ফাইটার' ৷ বলিউডে অভিষেক হওয়ার পর একাধিক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে ৷ তাঁর অনবদ্য নাচের দক্ষতা দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডে ৷ পঞ্চাশ বছর বয়সেও ধরে রেখেছেন আকর্ষণীয় চেহারা ৷ তাঁর আকর্ষণীয় চেহারার কারণেই তিনি 'গ্রিক গড' হিসেবে পরিচিত ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আটের দশকে 'আপ কে দিওয়ানে' (1980), আশা (1980), ভগবান দাদা (1986) এবং আরও একাধিক ছবিতে শিশু অভিনেতার চিরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল হৃত্বিক রোশনেকে ৷ পরবর্তীকালে বাবা রাকেশ রোশনের প্রোডাকশনে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন । 2000 সালে 'কহো না পেয়ার হ্যায়' ছবিতে অভিনয় করে খ্যাতির শিখরে পৌঁছে যান ৷ সেই সময়ে এই ছবি ভারতীয় টাকায় 3.6 বিলিয়ন আয় করেছিল ৷ এই ছবিতে অভিনয় করে হৃত্বিক রোশন ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ পুরুষ অভিনেতা হিসেবে সম্মানিত হন। আলাদা করে নবাগত হিসেবে সেরার শিরোপাও ছিনিয়ে নেন তিনি। তিনিই একমাত্র অভিনেতা যিনি এই দু’টি পুরস্কার একসঙ্গে পেয়েছেন।
এছড়াও ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন ৷ যার মধ্যে চারটি সেরা অভিনেতা, একটি সেরা ডেবিউ এবং একটি সেরা অভিনেতা (সমালোচক) বিভাগে। শুধু অভিনয় নয় পারিশ্রমিক নেওয়ার দিক থেকেও তিনি তাবড় অভিনেতাদের পিছনে ফেলে দেন অনায়াসে ৷ সিনেমা যাই হোক না কেন হৃত্বিক রোশন মানেই সিনে দর্শকদের মধ্যে এক আলাদা অনুভূতির সঞ্চার ৷ তাই পঞ্চাশ বছরে পা দিলেও তাঁর ব্যক্তিত্ব থেকে স্টারডমে কোনও ছেদ পড়েনি ৷ 50তম জন্মদিনে তাঁর আসন্ন সিনেমা গুলি এক নজরে দেখে নেওয়া যাক ৷
ফাইটার: চলতি বছরের 25 জানুয়ারি মুক্তি পেতে চলেছে চলচ্চিত্র নির্মাতা সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ছবি ফাইটার ৷ এই সিনেমায় হৃতিকের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুরও অভিনয় করছেন ৷ বায়ুসেনার অফিসারদের নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি ৷
ফাইটার-এর মোশন পোস্টারটি 2023 সালের স্বাধীনতা দিবসে প্রকাশ করা হয়েছিল ৷ পরে ছবির তিন প্রধান অভিনেতা অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন এবং হৃতিকের 'লুক'ও প্রকাশ্যে আনা হয়েছে। তাঁরা সকলেই ভারতীয় বিমানবাহিনীর অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ৷ পোস্টারটিতে রোশানকে স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া হিসেবে দেখানো হয়েছে ৷ তিনি প্যাটি নামে পরিচিত সকলের কাছে। বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরেই শ্যুট করা হয়েছে এই সিমেনার বড় অংশ ৷ যুদ্ধ বিমান 'সুখোই' ব্যবহার করা হয়েছে ৷
কৃশ 4
শীঘ্রই দেখা যেতে পারে কৃশ 4 ৷ কোয়ি মিল গ্যায়ার মুক্তির পর 2006 সালে মুক্তি পেয়েছিল কৃশ ৷ 2013 সালে কৃষ 3 মুক্তি পায় । সব কটি সিনেমর সফল মুক্তির পর হৃত্বকি রোশনের ফ্যানরা অপক্ষায় কৃশ 4-এর অপেক্ষা করছিলেন ৷ শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়াকে আবারও দেখা যেতে পারে কৃশ 4-এ ৷
ওয়ার 2
আরও এক নতুন সিমেনা ওয়ার-2 তেও দেখা যাবে 'গ্রিক গড'কে ৷ হৃত্বিক রোশনের পাশিপাশি অভিনয়ে দেখা যাবে জুনিয়র এনটিআর, কিয়ারা আডবানিকেও ৷ বাণী কাপুর অভিনীত সিনেমাটি 2019 সালে বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। মাত্র সাত দিনে 200 কোটি আয় করে ছবিটি ।
আরও পড়ুন: