হায়দরাবাদ, 25 জুন: সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' প্রেক্ষাগৃহে মুক্তির পরেই ঝড় তুলেছিল ৷ বক্সঅফিসের যেমন সাফল্যে দেখেছে এই ছবি তেমনি বেশ কয়েকটি রাজ্যে পড়েছিল নিষেধাজ্ঞার মুখে ৷ সেই জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ অবশেষে ছবির পথে বাধা কাটলেও পরিচালক-প্রযোজক দাবি করেছিলেন, প্রেক্ষাগৃহে 'দ্য কেরালা স্টোরি' চালাতে ভয় পাচ্ছেন হল মালিকরা ৷
এবার শোনা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তবে পরিচালক সেই রটনা নস্যাৎ করেছেন ৷ জানিয়ে দিয়েছেন, এখনও কোনও বড় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি হয়নি তাঁদের ৷ ছবিটি স্ট্রিমিংয়ের জন্য প্রস্তুত হলেও, অভিযোগ তাঁরা কোনও ওটিটি প্ল্যাটফর্ম থেকে পর্যাপ্ত অফার পাননি।
কেরালা স্টোরির প্রযোজকরা আরও দাবি করেছেন যে বলিউড তথা ফিল্ম ইন্ডাস্ট্রি এই ছবির সাফল্যের পর চক্রান্ত করছে ৷ সম্প্রতি পরিচালক অভিযোগ করে বলেন, "এখনও পর্যন্ত, আমরা বিবেচনা করার মতো কোনও প্রস্তাব পাইনি ৷ তবে এটা মনে হচ্ছে যে, চলচ্চিত্র দুনিয়া আমাদের ব্যবসা ক্ষতি করার জন্য একত্রিত হয়েছে ৷"
কেন তাঁকে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে জানতে চাইলে সেন বলেন, "আমাদের বক্স অফিস সাফল্যে চলচ্চিত্র শিল্পের অনেকে খুশি হননি ৷ আমরা বিশ্বাস করি যে বিনোদনে ব্যবসার ক্ষেত্রে একটা অংশ আমাদের সাফল্যের জন্য সমস্যা তৈরি করছে।" উল্লেখ্য, কেরালা স্টোরি বক্স অফিসে 230 কোটি টাকা আয় করেছে এবং 3.40 কোটিরও বেশি দর্শক এই ছবি প্রেক্ষাগৃহে দেখেছেন।
আরও পড়ুন: বাংলায় 'দ্য কেরালা স্টোরি' চালাতে ভয় পাচ্ছেন হল মালিকরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি ইমপার
চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের মতে, শাহরুখ খানের 'পাঠান'-এর পরে দ্য কেরালা স্টোরি 2023 সালে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারি ছবি ৷ সুদীপ্ত সেন দাবি করেছেন যে তিনি 100 কোটি ভারতীয়দের জাগানোর জন্য 'দ্য কেরালা স্টোরি' তৈরি করেছেন। সেন 'রিয়েলিটি অফ কনভার্সন অ্যান্ড ইউনিফর্ম সিভিল কোড' বিষয়ক একটি সেমিনারে বলেছিলেন, "কিছু লোক 100 কোটি টাকা লাভের জন্য সিনেমা তৈরি করেন। আমরা 100 মিলিয়ন মানুষকে জাগানোর জন্য এই সিনেমাটি তৈরি করেছি।" সেন আরও বলেছিলেন যে কেরল স্টোরিকে অসম্মান করার প্রচেষ্টা নিরর্থক ছিল কারণ দর্শকরা ছবিটিকে উত্সাহের সঙ্গে সমর্থন করেছেন।