ETV Bharat / entertainment

Parineeti Chopra: 'এত বড় পরিবার পাব ভাবিনি', সকলকে ধন্যবাদ জানিয়ে লিখলেন পরিণীতি - parineeti chopra

তাঁদের পাশে থাকার জন্য় সকলকে ধন্য়বাদ জানালেন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা ৷ নায়িকা লিখলেন, 'এত বড় একটা পরিবার পাব ভাবিনি' ৷

Parineeti Chopra
সকলকে ধন্যবাদ জানালেন রাঘব পরিণীতি
author img

By

Published : May 15, 2023, 4:10 PM IST

হায়দরাবাদ, 15 মে: পরিণীতি চোপড়া তাঁর স্বপ্নের রাজকুমার রাঘব চাড্ডার সঙ্গে আংটি বদল করেছেন শনিবার ৷ আরও একবার প্রেমের বাঁধনে জুড়লো রাজনীতি এবং বলিউড ৷ এই বিশেষ মুহূর্তে তাঁদের পাশে থাকার জন্য় সকলকে ধন্য়বাদ দিয়ে এদিন একটি পোস্ট করেছেন পরিণীতি ৷ সোমবার সকালে অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়া হ্য়ান্ডেল থেকে শেয়ার করেছেন এই পোস্টটি ৷

সোমবার একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "আমাদের এই নতুন যাত্রায় আপনাদের যে ভালোবাসা রাঘব আর আমি পেয়েছি তাতে আমরা আপ্লুত ৷ আমরা দু'জনে ভিন্ন জগত থেকে এসেছি কিন্তু এটা ভেবে দারুণ লাগছে যে, আমাদের বন্ধনের সঙ্গে সঙ্গে আমাদের দুই জগতের মধ্য়েও একটা বন্ধন তৈরি হচ্ছে ৷ আমরা এত বড় একটা পরিবার পেয়েছি যা আমাদের ভাবনারও অতীত ছিল ৷"

রাঘব-পরিণীতির বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছিল গত মার্চ মাস থেকেই ৷ তারপর থেকেই তাঁদের বারবার দেখা গিয়েছে একসঙ্গে ডিনার সারতে, কিংবা আইপিএলের ম্য়াচ উপভোগ করতে ৷ আর প্রতিবারই তাঁরা বন্দি হয়েছেন পাপারাৎজিদের ক্য়ামেরায় ৷ তাই এদিন তাঁদেরও ধন্য়বাদ দিতে ভোলেননি পরিণীতি ৷ নায়িকা এদিন সংবাদমাধ্যমের কর্মীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, "বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সংবাদমাধ্য়মের কর্মীদের ৷ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদের উৎসাহ দেওয়ার জন্য় ৷"

যদিও বাগদান পর্ব মিটলেও বিয়ে কবে সারছেন তা জানাননি পরিণীতি ৷ লন্ডনে পরার সময়ই তাঁদের দু'জনের মধ্য়ে পরিচয় গড়ে ওঠে ৷ তারই শুভ পরিণতি হল বছর পনেরো পর ৷ গত মার্চে তাঁদের লাঞ্চ ডেটে দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি রেস্তোরাঁতে ৷ এরপর থেকেই তাঁদের নিয়ে জল্পনার সূত্রপাত ৷ দু'জনের কেউই অবশ্য় তাঁদের সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি ৷ তবে শনিবার মিটল বাগদান পর্ব ৷

আরও পড়ুন: 150 কোটির ক্লাবের দোরগোড়ায় 'দ্য কেরালা স্টোরি'

হায়দরাবাদ, 15 মে: পরিণীতি চোপড়া তাঁর স্বপ্নের রাজকুমার রাঘব চাড্ডার সঙ্গে আংটি বদল করেছেন শনিবার ৷ আরও একবার প্রেমের বাঁধনে জুড়লো রাজনীতি এবং বলিউড ৷ এই বিশেষ মুহূর্তে তাঁদের পাশে থাকার জন্য় সকলকে ধন্য়বাদ দিয়ে এদিন একটি পোস্ট করেছেন পরিণীতি ৷ সোমবার সকালে অভিনেত্রী তাঁর সোশাল মিডিয়া হ্য়ান্ডেল থেকে শেয়ার করেছেন এই পোস্টটি ৷

সোমবার একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, "আমাদের এই নতুন যাত্রায় আপনাদের যে ভালোবাসা রাঘব আর আমি পেয়েছি তাতে আমরা আপ্লুত ৷ আমরা দু'জনে ভিন্ন জগত থেকে এসেছি কিন্তু এটা ভেবে দারুণ লাগছে যে, আমাদের বন্ধনের সঙ্গে সঙ্গে আমাদের দুই জগতের মধ্য়েও একটা বন্ধন তৈরি হচ্ছে ৷ আমরা এত বড় একটা পরিবার পেয়েছি যা আমাদের ভাবনারও অতীত ছিল ৷"

রাঘব-পরিণীতির বিয়ে নিয়ে চর্চা শুরু হয়েছিল গত মার্চ মাস থেকেই ৷ তারপর থেকেই তাঁদের বারবার দেখা গিয়েছে একসঙ্গে ডিনার সারতে, কিংবা আইপিএলের ম্য়াচ উপভোগ করতে ৷ আর প্রতিবারই তাঁরা বন্দি হয়েছেন পাপারাৎজিদের ক্য়ামেরায় ৷ তাই এদিন তাঁদেরও ধন্য়বাদ দিতে ভোলেননি পরিণীতি ৷ নায়িকা এদিন সংবাদমাধ্যমের কর্মীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, "বিশেষ ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সংবাদমাধ্য়মের কর্মীদের ৷ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদের উৎসাহ দেওয়ার জন্য় ৷"

যদিও বাগদান পর্ব মিটলেও বিয়ে কবে সারছেন তা জানাননি পরিণীতি ৷ লন্ডনে পরার সময়ই তাঁদের দু'জনের মধ্য়ে পরিচয় গড়ে ওঠে ৷ তারই শুভ পরিণতি হল বছর পনেরো পর ৷ গত মার্চে তাঁদের লাঞ্চ ডেটে দেখা গিয়েছিল মুম্বইয়ের একটি রেস্তোরাঁতে ৷ এরপর থেকেই তাঁদের নিয়ে জল্পনার সূত্রপাত ৷ দু'জনের কেউই অবশ্য় তাঁদের সম্পর্ক নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি ৷ তবে শনিবার মিটল বাগদান পর্ব ৷

আরও পড়ুন: 150 কোটির ক্লাবের দোরগোড়ায় 'দ্য কেরালা স্টোরি'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.